বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

126. সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি?

  • ক. শিক্ষা
  • খ. বুদ্ধি
  • গ. বিবেক
  • ঘ. আত্মসংযম

উত্তরঃ আত্মসংযম

বিস্তারিত

127. সুনাগরিকের অপরিহার্য গুণ কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৫টি
  • ঘ. ২টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

128. সুনাগরিকের জন্য অপরিহার্য হলো--

  • ক. বিবেক
  • খ. বুদ্ধি
  • গ. আত্মসংযম
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

129. লর্ড ব্রাইসের মতে সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা হচ্ছে--

  • ক. দলীয় মনোভাব
  • খ. বির্লিপ্ততা
  • গ. ব্যাক্তিগত স্বার্থপরতা
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

130. 'সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালো মানুষ।' -এ উক্তিটি কার?

  • ক. ই এম হোয়াইট
  • খ. প্লেটো
  • গ. সক্রেটিস
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

131. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. ক্যাপ্টেন মনসুর আলী
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ তাজউদ্দিন আহমেদ

বিস্তারিত

132. রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?

  • ক. কক্সবাজার
  • খ. খাগড়াছড়ি
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. বান্দরবান

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

133. রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

  • ক. অ্যাটর্নি জেনারেল
  • খ. প্রধান বিচারপতি
  • গ. স্পিকার
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ স্পিকার

বিস্তারিত

135. লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. তথ্য
  • খ. জনপ্রশাসন
  • গ. শিক্ষা
  • ঘ. প্রতিরক্ষা

উত্তরঃ জনপ্রশাসন

বিস্তারিত

136. বাগেরহাট হলো--

  • ক. সমুদ্র বন্দর
  • খ. বিমান বন্দর
  • গ. জেলা শহর
  • ঘ. স্থল বন্দর

উত্তরঃ জেলা শহর

বিস্তারিত

137. নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়?

  • ক. উপজেলা চেয়ারম্যান
  • খ. ইউনিয়ন সদস্য
  • গ. গ্রাম্য সদস্য
  • ঘ. জেলা পরিষদ

উত্তরঃ জেলা পরিষদ

বিস্তারিত

139. নিচের কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ নেই?

  • ক. খুলনা
  • খ. চট্টগ্রাম
  • গ. রাজশাহী
  • ঘ. বরিশাল

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

140. বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

  • ক. স্পিকার
  • খ. রাষ্ট্রপতি
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

141. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

  • ক. প্রতিমন্ত্রী
  • খ. মুখ্যসচিব
  • গ. মন্ত্রী
  • ঘ. সচিব

উত্তরঃ সচিব

বিস্তারিত

142. চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা ক'টি?

  • ক. ১০
  • খ. ১৩
  • গ. ১১
  • ঘ. ১৪

উত্তরঃ ১১

বিস্তারিত

144. মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?

  • ক. প্রতিমন্ত্রী
  • খ. মুখ্যসচিব
  • গ. মন্ত্রী
  • ঘ. সচিব

উত্তরঃ মন্ত্রী

বিস্তারিত

145. শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি?

  • ক. পৌরসভা
  • খ. উপজেলা
  • গ. গ্রাম পরিষদ
  • ঘ. ইউনিয়ন

উত্তরঃ পৌরসভা

বিস্তারিত

147. নিম্নের কোনটিকে স্থানীয় সরকার বলা হয় না?

  • ক. নগর উন্নয়ন কর্তৃপক্ষ
  • খ. উপজেলা পরিষদ
  • গ. জেলা পরিষদ
  • ঘ. ইউনিয়ন পরিষদ

উত্তরঃ নগর উন্নয়ন কর্তৃপক্ষ

বিস্তারিত

148. বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে?

  • ক. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • খ. বাণিজ্য মন্ত্রী
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. অর্থমন্ত্রী

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

150. ISPR কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. প্রতিরক্ষা
  • খ. স্থানীয় সরকার
  • গ. সংস্থাপন
  • ঘ. স্বরাষ্ট্র

উত্তরঃ প্রতিরক্ষা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects