বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

151. এরিস্টটল কোন নীতি অনুসরণ করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?

  • ক. সার্বভৌম
  • খ. সংখ্যা
  • গ. উদ্দেশ্য
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

152. যে রাষ্ট্রে চরম ক্ষমতা এক জনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে--

  • ক. জনতাতন্ত্র
  • খ. গণতন্ত্র
  • গ. অভিজাততন্ত্র
  • ঘ. রাজতন্ত্র

উত্তরঃ রাজতন্ত্র

বিস্তারিত

153. যেখানে রাষ্ট্রের চরম ক্ষমতা কয়েকজনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে--

  • ক. জনতাতন্ত্র
  • খ. গণতন্ত্র
  • গ. অভিজাততন্ত্র
  • ঘ. রাজতন্ত্র

উত্তরঃ অভিজাততন্ত্র

বিস্তারিত

154. এরিস্টটলের মতে কোনটি উত্তম সরকার ব্যবস্থা?

  • ক. ধনিকতন্ত্র
  • খ. পলিটি
  • গ. অভিজাততন্ত্র
  • ঘ. রাজতন্ত্র

উত্তরঃ পলিটি

বিস্তারিত

155. যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে বহুজনের ওপর তার নাম কি?

  • ক. জনতাতন্ত্র
  • খ. গণতন্ত্র
  • গ. অভিজাততন্ত্র
  • ঘ. রাজতন্ত্র

উত্তরঃ গণতন্ত্র

বিস্তারিত

156. রাজতন্ত্রের বিকৃত রূপ কি?

  • ক. সমাজতন্ত্র
  • খ. জনতাতন্ত্র
  • গ. ধনতন্ত্র
  • ঘ. স্বৈরতন্ত্র

উত্তরঃ স্বৈরতন্ত্র

বিস্তারিত

157. গণতন্ত্রের বিকৃত রূপ কোনটি?

  • ক. সমাজতন্ত্র
  • খ. জনতাতন্ত্র
  • গ. ধনতন্ত্র
  • ঘ. স্বৈরতন্ত্র

উত্তরঃ জনতাতন্ত্র

বিস্তারিত

158. এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগগুলো বর্তমানে--

  • ক. অপ্রচলিত
  • খ. অচল
  • গ. প্রচলিত
  • ঘ. বহুল প্রচলিত

উত্তরঃ অচল

বিস্তারিত

159. সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন কে?

  • ক. বার্নার্ড ক্রিক
  • খ. লিকক
  • গ. এলান বল
  • ঘ. ওপরের সকলে

উত্তরঃ ওপরের সকলে

বিস্তারিত

160. কোন ধরনের শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হয়?

  • ক. অভিজাততন্ত্রে
  • খ. প্রজাতন্ত্রে
  • গ. গণতন্ত্রে
  • ঘ. রাজতন্ত্রে

উত্তরঃ প্রজাতন্ত্রে

বিস্তারিত

161. আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?

  • ক. প্রজাতন্ত্র ও গণতন্ত্র
  • খ. রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র
  • গ. যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
  • ঘ. মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত

উত্তরঃ মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত

বিস্তারিত

162. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতি অনুসারে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?

  • ক. প্রজাতন্ত্র ও গণতন্ত্র
  • খ. স্বৈরতন্ত্র ও গণতন্ত্র
  • গ. যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
  • ঘ. মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত

উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক

বিস্তারিত

163. গণতন্ত্র কোন গ্রিক শব্দদয় থেকে উদ্ভব হয়েছে?

  • ক. Demos and Cartifa
  • খ. Defos and Kartia
  • গ. Defos and Kratia
  • ঘ. Demos and Kratia

উত্তরঃ Demos and Kratia

বিস্তারিত

164. 'গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসনব্যবস্থা।' -এ উক্তিটি কার--

  • ক. লাস্কির
  • খ. ম্যাকাইভারের
  • গ. ডাইসির
  • ঘ. আব্রাহাম লিংকনের

উত্তরঃ আব্রাহাম লিংকনের

বিস্তারিত

165. 'শাসিতের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে।' সংজ্ঞাটি কার?

  • ক. ডাইসি
  • খ. সি এফ স্ট্রং
  • গ. ম্যাকাইভার
  • ঘ. সিলি

উত্তরঃ সি এফ স্ট্রং

বিস্তারিত

166. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?

  • ক. বিরোধী দলের হাতে
  • খ. জনগণের হাতে
  • গ. রাজনৈতিক দলের হাতে
  • ঘ. সরকারের হাতে

উত্তরঃ জনগণের হাতে

বিস্তারিত

167. কোন শাসনব্যবস্থায় জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে?

  • ক. আধুনিক একনায়কতন্ত্রে
  • খ. আধুনিক গণতন্ত্রে
  • গ. আধুনিক স্বৈরতন্ত্রে
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ আধুনিক গণতন্ত্রে

বিস্তারিত

168. গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো--

  • ক. স্বাধীন বিচার ব্যবস্থা
  • খ. জনগণের সম্মতি
  • গ. আইনের শাসন
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

169. নিচের কোন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রচলিত?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. বাংলাদেশ
  • গ. ভারত
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

170. কোনটিকে সর্বকালের জনপ্রিয় ও শ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলা হয়?

  • ক. সংসদীয় সরকারকে
  • খ. রাষ্ট্রপতিশাসিত সরকারকে
  • গ. একনায়কতন্ত্রকে
  • ঘ. গণতন্ত্রকে

উত্তরঃ গণতন্ত্রকে

বিস্তারিত

171. গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবজ কি?

  • ক. আইন বিভাগের প্রাধান্য
  • খ. বিচার বিভাগের স্বাধীনতা
  • গ. বিচার বিভাগের কর্তব্যপরায়ণতা
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

172. প্রাচীনকালে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল?

  • ক. জাপানে
  • খ. যুক্তরাজ্যে
  • গ. মার্কিন যুক্তরাষ্ট্রে
  • ঘ. গ্রিসের নগররাষ্ট্রে

উত্তরঃ গ্রিসের নগররাষ্ট্রে

বিস্তারিত

173. গণতন্ত্রের মূলমন্ত্র কী?

  • ক. অধিকার, সাম্য ও স্বাধীনতা
  • খ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
  • গ. অধিকার, কর্তব্য ও সাম্য
  • ঘ. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

উত্তরঃ সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

বিস্তারিত

175. আধুনিক গণতন্ত্রের জনক--

  • ক. রুশো
  • খ. জন লক
  • গ. টমাস হবস
  • ঘ. এরিস্টটল

উত্তরঃ জন লক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects