বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

326. গ্রাম্য আদালত অর্ডিন্যান্স কখন জারি করা হয়?

  • ক. ১৯৭৯ সালে
  • খ. ১৯৭৫ সালে
  • গ. ১৯৭৮ সালে
  • ঘ. ১৯৭৬ সালে

উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

327. নির্দোষ ঘোষণা করে মামলার আসামিকে খালাস দেওয়াকে বলে--

  • ক. নির্দোষ
  • খ. খালাস
  • গ. নির্দোষে খালাস
  • ঘ. একুইটাল

উত্তরঃ একুইটাল

বিস্তারিত

328. বিচারের পূর্বেই সাক্ষ্য-প্রদানের অভাবে আসামিকে ছেড়ে দেওয়াকে বলে--

  • ক. মুক্তিদান
  • খ. একুইটাল
  • গ. ডিসচার্জ
  • ঘ. ডিসমিস

উত্তরঃ ডিসচার্জ

বিস্তারিত

329. কিশোর আদালত গঠিত হয়েছে--

  • ক. ১৯৮৪
  • খ. ১৯৭৬
  • গ. ১৯৭৮
  • ঘ. ১৯৭৯

উত্তরঃ ১৯৭৮

বিস্তারিত

330. ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা মোতাবেক নিযুক্ত যেকোন ব্যাক্তিকে বলা হয়--

  • ক. ম্যাজিস্ট্রেট
  • খ. বিচারক
  • গ. এডভোকেট
  • ঘ. পাবলিক প্রসিকিউটর (পিপি)

উত্তরঃ পাবলিক প্রসিকিউটর (পিপি)

বিস্তারিত

332. জেলা জজ যখন ফৌজদারি মামলার বিচার করেন তখন তাকে কি বলে?

  • ক. প্রথম শ্রেণির মুন্সেফ
  • খ. মুন্সেফ
  • গ. ম্যাজিস্ট্রেট
  • ঘ. সেসন জজ বা দায়রা জজ

উত্তরঃ সেসন জজ বা দায়রা জজ

বিস্তারিত

333. বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কি আছে?

  • ক. পল্লি আদালত
  • খ. তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত
  • গ. সাবজজ আদালত
  • ঘ. জেলা জজের আদালত

উত্তরঃ পল্লি আদালত

বিস্তারিত

334. বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?

  • ক. হাইকোর্ট
  • খ. অধস্তন আদালত
  • গ. সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত
  • ঘ. সুপ্রিম কোর্ট

উত্তরঃ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত

বিস্তারিত

335. হাইকোর্ট কবে ফতোয়াকে বেআইনি ঘোষণা করে?

  • ক. ১ ফেব্রুয়ারি, ২০০২
  • খ. ১ জানুয়ারি, ২০০১
  • গ. ১ জানুয়ারি, ২০০২
  • ঘ. ১ জানুয়ারি, ২০০০

উত্তরঃ ১ জানুয়ারি, ২০০১

বিস্তারিত

336. স্বাধীনতা উত্তরকালে পৌরসভা আইন পাস হয়েছিল--

  • ক. ১৯৭৯ সালে
  • খ. ১৯৯৬ সালে
  • গ. ১৯৭৮ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৮ সালে

বিস্তারিত

337. স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কার্যালয় কোথায় অবস্থিত?

  • ক. সেগুনবাগিচা, ঢাকা
  • খ. মিরপুর, ঢাকা
  • গ. কারওয়ান বাজার, ঢাকা
  • ঘ. বাংলা মটর, ঢাকা

উত্তরঃ সেগুনবাগিচা, ঢাকা

বিস্তারিত

338. ভারতীয় উপমহাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে হয় কোথায়?

  • ক. শ্রীলংকা
  • খ. পাকিস্তান
  • গ. বাংলাদেশ
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

339. স্বাধীন দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • গ. সংস্থাপন মন্ত্রণালয়
  • ঘ. প্রধানমন্ত্রী সচিবালয়

উত্তরঃ প্রধানমন্ত্রী সচিবালয়

বিস্তারিত

341. স্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা কার সমান?

  • ক. হাইকোর্টের বিচারপ্রতির
  • খ. প্রতিমন্ত্রী
  • গ. উপমন্ত্রী
  • ঘ. পূর্ণাঙ্গ মন্ত্রী

উত্তরঃ পূর্ণাঙ্গ মন্ত্রী

বিস্তারিত

342. 'কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' -এ উক্তিটি কার?

  • ক. প্লেটোর
  • খ. গার্নারের
  • গ. এরিস্টটলের
  • ঘ. উড্রো উইলসনের

উত্তরঃ উড্রো উইলসনের

বিস্তারিত

343. কবে প্রথম উপমহাদেশে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯২৯ সালে
  • খ. ১৯৩০ সালে
  • গ. ১৯২৬ সালে
  • ঘ. ১৯২৪ সালে

উত্তরঃ ১৯২৬ সালে

বিস্তারিত

345. বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় কখন?

  • ক. ১৯৪১
  • খ. ১৯৪২
  • গ. ১৯৩৬
  • ঘ. ১৯৩৭

উত্তরঃ ১৯৩৭

বিস্তারিত

346. কবে পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়?

  • ক. ১৯৫০
  • খ. ১৯৪৪
  • গ. ১৯৪৬
  • ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৭

বিস্তারিত

349. রাষ্ট্র হচ্ছে একটি--

  • ক. রাজনৈতিক প্রতিষ্ঠান
  • খ. সংঘ
  • গ. ভৌগলিক প্রতিষ্ঠান
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects