বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

276. বিরোধী দল গণতন্ত্রের ----- সরকার।

  • ক. সমালোচনার
  • খ. বিকল্প
  • গ. জনমতের
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ বিকল্প

বিস্তারিত

277. 'গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক দলের ভূমিকা একাধারে দুরূহ জটিল এবং সুদূরপ্রসারী।' -এ উক্তিটি কার?

  • ক. ডাইসির
  • খ. লর্ড ব্রাইসের
  • গ. লর্ড ডালহৌসির
  • ঘ. লর্ড বেন্টিং এর

উত্তরঃ লর্ড ব্রাইসের

বিস্তারিত

278. আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়--

  • ক. ২৩ জুন ১৯৪৮
  • খ. ২৩ জুন ১৯৪৭
  • গ. ২৩ জুন ১৯৪৯
  • ঘ. ২৩ জুন ১৯৫০

উত্তরঃ ২৩ জুন ১৯৪৯

বিস্তারিত

280. বাংলাদেশের সরকার ব্যবস্থা--

  • ক. একনায়কতন্ত্র
  • খ. সমাজতন্ত্র
  • গ. সংসদীয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সংসদীয়

বিস্তারিত

281. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. প্রধান বিচারপতি
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. চীপ হুইফ

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

282. সাংবিধানিক ভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়---

  • ক. ১৯৯১ সালে
  • খ. ১৯৯৬ সালে
  • গ. ২০০১ সালে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

283. বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়--

  • ক. বহুদলীয় ব্যবস্থা
  • খ. বাকশাল
  • গ. তত্ত্বাবধায়ক সরকার
  • ঘ. সংসদে মহিলা আসন

উত্তরঃ তত্ত্বাবধায়ক সরকার

বিস্তারিত

284. চতুর্থ সংশোধনী বিল পাশ হয় কত ভোটে?

  • ক. ২২৩
  • খ. ২২৫
  • গ. ২২৬
  • ঘ. ২২৮

উত্তরঃ ২২৬

বিস্তারিত

285. গণপরিষদের সদস্যরা কবে হস্তলিখিত পূর্ণ সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন?

  • ক. ১৪ ডিসেম্বর, ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • গ. ১০ অক্টোবর, ১৯৭২
  • ঘ. ১২ অক্টোবর, ১৯৭২

উত্তরঃ ১৪ ডিসেম্বর, ১৯৭২

বিস্তারিত

286. জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা ৯০ দিবস অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে সংবিধানের কোন অনুচ্ছেদে এ বিধান রাখা হয়েছে?

  • ক. ৭৩ অনুচ্ছেদের ২(খ)
  • খ. ৭৭ অনুচ্ছেদের ২(খ)
  • গ. ৬৭ অনুচ্ছেদের ২(খ)
  • ঘ. ২৮ অনুচ্ছেদের ২(খ)

উত্তরঃ ৬৭ অনুচ্ছেদের ২(খ)

বিস্তারিত

287. ত্রয়োদশ সংশোধনী বিল পাস হয়--

  • ক. ২৮ মার্চ, ১৯৯৬
  • খ. ২৭ মার্চ, ১৯৯৬
  • গ. ২৬ মার্চ, ১৯৯৬
  • ঘ. ২৫ মার্চ, ১৯৯৬

উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬

বিস্তারিত

288. সম্প্রতি প্রকাশিত 'তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলো ও আমার কথা' গ্রন্থের লেখক কে?

  • ক. বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
  • খ. বিচারপতি হাবিবুর রহমান
  • গ. বিচারপতি লতিফুর রহমান
  • ঘ. বিচারপতি মোস্তফা কামাল

উত্তরঃ বিচারপতি লতিফুর রহমান

বিস্তারিত

289. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়?

  • ক. ২৬ মার্চ, ১৯৭১
  • খ. ১০ এপ্রিল, ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ২৭ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

291. দেশে প্রথম সামরিক শাসন জারি করা হয়--

  • ক. ১৫ আগস্ট, ১৯৭৫
  • খ. ২৮ ডিসেম্বর, ১৯৭৪
  • গ. ২৬ নভেম্বর, ১৯৮৭
  • ঘ. ৩০ মার্চ, ১৯৮১

উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭৫

বিস্তারিত

292. দেশে সর্বপ্রথম জরুরী অবস্থা ঘোষণা করা হয়--

  • ক. ১১ ডিসেম্বর, ১৯৯১
  • খ. ২৭ নভেম্বর, ১৯৯০
  • গ. ১৫ আগস্ট, ১৯৭৫
  • ঘ. ২৮ ডিসেম্বর, ১৯৭৪

উত্তরঃ ২৮ ডিসেম্বর, ১৯৭৪

বিস্তারিত

293. রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ কত তারিখে দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন?

  • ক. ১২ জানুয়ারি, ২০০৭
  • খ. ১১ জানুয়ারি, ২০০৭
  • গ. ১২ জানুয়ারি, ২০০৬
  • ঘ. ১১ জানুয়ারি, ২০০৬

উত্তরঃ ১১ জানুয়ারি, ২০০৭

বিস্তারিত

294. ৯ম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল--

  • ক. ২১ মার্চ, ২০০৬
  • খ. ২৩ মার্চ, ২০০৭
  • গ. ১১ জানুয়ারি, ২০০৭
  • ঘ. ২২ জানুয়ারি, ২০০৭

উত্তরঃ ২২ জানুয়ারি, ২০০৭

বিস্তারিত

295. অষ্টম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের কার্যদিবস কতদিন ছিল?

  • ক. ২০ দিন
  • খ. ২২ দিন
  • গ. ২৪ দিন
  • ঘ. ২৬ দিন

উত্তরঃ ২৪ দিন

বিস্তারিত

296. বাংলাদেশের আইন সভার নাম কি?

  • ক. সংসদ
  • খ. গণপরিষদ
  • গ. জাতীয় সংসদ
  • ঘ. পার্লামেন্ট

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

297. সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়?

  • ক. ৩০ দিন
  • খ. ৪০ দিন
  • গ. ৬০ দিন
  • ঘ. ৯০ দিন

উত্তরঃ ৩০ দিন

বিস্তারিত

298. বাংলাদেশে কয়টি জেলা রয়েছে?

  • ক. ৬০
  • খ. ৬৪
  • গ. ১৯
  • ঘ. ৬৩

উত্তরঃ ৬৪

বিস্তারিত

299. তিতাস বাংলাদেশের কততম উপজেলা?

  • ক. ৪৬৯তম
  • খ. ৪৬৮তম
  • গ. ৪৭০তম
  • ঘ. ৪৭১তম

উত্তরঃ ৪৭০তম

বিস্তারিত

300. বাংলাদেশ সরকারের কয়টি মন্ত্রণালয় রয়েছে?

  • ক. ৩৯টি
  • খ. ৪৯টি
  • গ. ৪৩টি
  • ঘ. ৩২টি

উত্তরঃ ৩৯টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects