বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
301. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
- ক. যোগাযোগ
- খ. তথ্য
- গ. পররাষ্ট্র
- ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ স্বরাষ্ট্র
302. এনজিও বিষয়ক ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে?
- ক. রাষ্ট্রপতির সচিবালয়
- খ. প্রধানমন্ত্রীর সচিবালয়
- গ. সমাজকল্যাণ
- ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ প্রধানমন্ত্রীর সচিবালয়
303. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালউএর অধিনে?
- ক. তথ্য
- খ. যোগাযোগ
- গ. অর্থ
- ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ স্বরাষ্ট্র
304. প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
- ক. সহকারী সচিব
- খ. অতিরিক্ত সচিন
- গ. মুখ্য সচিব
- ঘ. সচিব
উত্তরঃ মুখ্য সচিব
305. তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে প্রেস ও তথ্য দপ্তর রয়েছে--
- ক. ৩৯টি
- খ. ১৫টি
- গ. ১০টি
- ঘ. ৮টি
উত্তরঃ ৮টি
- ক. সাধারণ আইন
- খ. কার্যবিধি
- গ. Rules of Business
- ঘ. Cabinet Rule
উত্তরঃ Rules of Business
311. বাংলাদেশ সরকারের ৩৯তম মন্ত্রণালয় কোনটি?
- ক. পূর্ত
- খ. ডাক, তার ও টেলিফোন
- গ. তথ্য ও প্রযুক্তি
- ঘ. প্রাথমিক ও গণশিক্ষা
উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা
313. সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরে রয়েছে--
- ক. সিনিয়র সচিব
- খ. সহকারী সচিব
- গ. সচিব
- ঘ. উপসচিব
উত্তরঃ সহকারী সচিব
314. জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রণীত হয় কখন?
- ক. ২৭ ফেব্রুয়ারি, ১৯৯০
- খ. ২৭ জানুয়ারি, ১৯৯০
- গ. ২৭ ডিসেম্বর, ১৯৯০
- ঘ. ২৭ নভেম্বর, ১৯৯০
উত্তরঃ ২৭ নভেম্বর, ১৯৯০
315. সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?
- ক. ৬৪
- খ. ৫২
- গ. ৯৪
- ঘ. ২৩
উত্তরঃ ৯৪
317. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়স--
- ক. ৭০ বছর
- খ. ৬০ বছর
- গ. ৬২ বছর
- ঘ. ৬৭ বছর
উত্তরঃ ৬৭ বছর
- ক. ৮ বছর
- খ. ৬ বছর
- গ. ১২ বছর
- ঘ. ১০ বছর
উত্তরঃ ১০ বছর
319. ভবিষ্যৎ তহবিল আইন প্রণীত হয়--
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯২৫ সালে
- ঘ. ১৯৩৯ সালে
উত্তরঃ ১৯২৫ সালে
320. বাল্যবিবাহ নিরোধ আইন কোন সালে প্রণীত হয়।
- ক. ১৯৭৮ সালে
- খ. ১৯৩৫ সালে
- গ. ১৯২৯ সালে
- ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ ১৯২৯ সালে
- ক. আরিফুর রহমান
- খ. হাবিবুর রহমান
- গ. মাইনুর রেজা চৌধুরী
- ঘ. খাদেমুল ইসলাম চৌধুরী
উত্তরঃ খাদেমুল ইসলাম চৌধুরী
323. জেলা আদালতের প্রধান বিচারক কে?
- ক. প্রধান বিচারপতি
- খ. জেলা ম্যাজিস্ট্রেট
- গ. জেলা পুলিশ সুপার
- ঘ. জেলা জজ
উত্তরঃ জেলা জজ
325. কোন আদালত থেকে জেলা জজের আদালতে আপিল করা যায়?
- ক. আপিল চলে না
- খ. ম্যাজিস্ট্রেট
- গ. দায়রা জজ
- ঘ. সাব জজ ও মুন্সেফ আদালত
উত্তরঃ সাব জজ ও মুন্সেফ আদালত