১০ তম বিজেএস সহকারী জজ

1. ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমিন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন?

  • ক. প্রফুল্লচন্দ সেন
  • খ. অজয় মুখোপাধ্যায়
  • গ. সিদ্ধার্থ শঙ্কর রায়
  • ঘ. জ্যোতি বসু

2. High Court Judicature at Calcutta স্থাপিত হয় কত সালে?

  • ক. ১৮৬২
  • খ. ১৮৬১
  • গ. ১৮৭০
  • ঘ. ১৮৭২

4. দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়?

  • ক. রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত
  • খ. আসামিকে ৩৪২ ধারায় পরীক্ষার পূর্ব পর্যন্ত
  • গ. যুক্তিতর্ক শ্রবণের পূর্ব পর্যন্ত
  • ঘ. রায় প্রস্তুতের সময় পর্যন্ত

5. The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ----

  • ক. চেক ইস্যু করা হয়
  • খ. চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়
  • গ. চেক দাতা নোটিশ গ্রহণ করেন
  • ঘ. চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয়

6. নিম্নের কোন আইনের মাধ্যমে বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে?

  • ক. The State Acquisition and Tenancy Act, 1950
  • খ. The Land Reforms Ordinance, 1984
  • গ. The Transfer of Property Act, 1882
  • ঘ. The Registration Act, 1908

7. ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি ---

  • ক. অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড
  • খ. অনধিক ২ বছর কারাদণ্ড বা ২ লক্ষ টাকা অর্থদণ্ড
  • গ. অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
  • ঘ. কোনোটিই নয়

8. Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman কে ছিলেন?

  • ক. এ, কে, ফজলুল হক
  • খ. তাফাজ্জল আলী
  • গ. আব্দুর রশিদ তর্কবার্গীশ
  • ঘ. নাজির হোসেন খন্দকার

9. দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত?

  • ক. অ্যাড -ভ্যালোরেম
  • খ. নির্ধারিত ৩০০ টাকা
  • গ. ২০০ টাকা
  • ঘ. আদালতের নির্দেশ মতে

10. হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী নিম্নের কোন ব্যক্তি সপিণ্ড?

  • ক. বোন-এর পুত্র
  • খ. ভাই-এর পুত্র
  • গ. পুত্র
  • ঘ. সকলেই

12. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?

  • ক. প্রধান বিচারপতি
  • খ. স্পিকার
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি

13. 'Res integra' বলতে কী বোঝায়?

  • ক. A matter already judicially decided.
  • খ. Al things done in the course of a transaction.
  • গ. A matter not yet decided.
  • ঘ. A thing that has no owner.

14. 'Judicis Est Jus Dicere Non Dare' বলতে কী বোঝায়?

  • ক. It is for the judge to administer, not to make laws.
  • খ. To a judge exceeding his office, there is no obedience.
  • গ. It is the duty of the judge to finish the work of each day within that day.
  • ঘ. A right cannot arise out of wrong doing.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics