১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুলসমপর্যায়
- ক. মাষ্টার
- খ. পোশাক
- গ. জিনিষ
- ঘ. পোষ্ট অফিস
2. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
- ক. হাইফেন
- খ. কমা
- গ. সেমিকোলন
- ঘ. কোলন
- ক. বিভিষিকা
- খ. বিভীষিকা
- গ. বিভিষীকা
- ঘ. বিভীষীকা
4. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?
- ক. সাধু
- খ. চলিত
- গ. ইংরেজি
- ঘ. সংস্কৃত
- ক. স্বাক্ষর
- খ. স্বায়ত্তশাসিত
- গ. সত্যায়িত
- ঘ. সংশোধিত
7. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ -
- ক. অর্ধাঙ্গী
- খ. কন্যা
- গ. নন্দিনী
- ঘ. ভগিনী
8. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. চতুর + পদ
- খ. চতুর্ষ + পদ
- গ. চতু + পদ
- ঘ. চতুঃ + পদ
- ক. উপমান কর্মধারয়
- খ. উপপদ তৎপুরুষ
- গ. উপমিত কর্মধারয়
- ঘ. অব্যয়ীভাব
10. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মনু + ষ্ণ
- খ. মনু + অব
- গ. মা + নব
- ঘ. মান + অব
- ক. কৃতজ্ঞ
- খ. অকৃতজ্ঞ
- গ. কৃতঘ্ন
- ঘ. অকৃতঘ্ন
12. ‘পাপে বিরত থাকো’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
- খ. করণ কারকে সপ্তমী বিভক্তি
- গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. কর্ম কারকে সপ্তমী বিভক্তি
- ক. সংস্করণ
- খ. সম্পাদক
- গ. সম্পাদকীয়
- ঘ. অনুসন্ধান
14. ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
- ক. শর্বরী
- খ. ত্রিযামা
- গ. ক্ষণদা
- ঘ. ভানু
15. ‘পূর্বে ছিল এখন নেই’ - বাক্য সংকোচন কোনটি?
- ক. ভূতপূর্ব
- খ. অভূতপূর্ব
- গ. অতীত
- ঘ. বর্তমান
16. ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
- ক. অলস
- খ. পরিশ্রমী
- গ. পরিপাটী
- ঘ. দীর্ঘজীবী
17. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
18. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্যারীচাঁদ মিত্র
19. ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. মহি + মা
- খ. মহৎ + ইমন
- গ. মহা + ইমা
- ঘ. মহিম + আ
20. ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
- ক. অভাব
- খ. স্বভাব
- গ. তিরোভাব
- ঘ. অনুভাব
21. ‘দহরম মহরম’ এর বিপরীত বাগধারা কোনটি?
- ক. জিলাপর প্যাঁচ
- খ. অহিনকুল
- গ. দুধের মাছি
- ঘ. বসন্তের কোকিল
- ক. ন্যুনতম
- খ. নূন্যতম
- গ. ন্যূনতম
- ঘ. নুন্যতম
23. সৌম শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. শান্ত
- খ. সুন্দর
- গ. উগ্র
- ঘ. কৃষ্ণ
24. ‘ডাক্তার ডাক’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
- খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
- গ. করণ কারকে শূন্য বিভক্তি
- ঘ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
- ক. কর্মধারয় সমাস
- খ. বহুব্রীহি সমাস
- গ. দ্বিগু সমাস
- ঘ. অব্যয়ীভাব সমাস
There are no comments yet.