১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুলসমপর্যায়
51. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল -
- ক. ৩৬
- খ. ৩৩
- গ. ৩২
- ঘ. ৩০
- ক. ১৬৫০.১৮ মিটার
- খ. ১৮৫৩.১৮ মিটার
- গ. ১৯৫৩.১৮ মিটার
- ঘ. ১৭৫০.১৮ মিটার
53. ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে,সুদের হার -
- ক. ৫%
- খ. ১০%
- গ. ২০%
- ঘ. ২৫%
54. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ -
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১০%
- ঘ. ৫%
55. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে -
- ক. ১০০ জন
- খ. ১৫০ জন
- গ. ২০০ জন
- ঘ. ৩০০ জন
56. ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত -
- ক. ৩ঃ২
- খ. ৭ঃ২
- গ. ২৭ঃ২
- ঘ. ২৭ঃ৫
57. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি -
- ক. ১ অথবা ২
- খ. ৩ অথবা ৪
- গ. ২ অথবা ৩
- ঘ. ৩ অথবা ৪
59. a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =
- ক. 20 : 35 : 42
- খ. 24 : 30 : 35
- গ. 35 : 30 : 24
- ঘ. 42 : 35 : 20
61. 3x3 + 2x2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক -
- ক. x + 2
- খ. x - 2
- গ. x + 1
- ঘ. x - 1
62. x + y = 3, x - y = 1 হলে, 4xy এর মান -
- ক. 4
- খ. 2
- গ. -8
- ঘ. 8
63. ABCD সামন্তরিকের AB = 12 সেমি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সেমি. সামন্তরিকটির ক্ষেত্রফল -
- ক. 18 বর্গ সে.মি.
- খ. 36 বর্গ সে.মি.
- গ. 72 বর্গ সে.মি.
- ঘ. 144 বর্গ সে.মি.
64. বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে -
- ক. 4
- খ. 9
- গ. 12
- ঘ. 16
65. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. একটিও না
66. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
- ক. চট্রগ্রাম
- খ. ময়মনসিংহ
- গ. সিলেট
- ঘ. কক্সবাজার
67. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. চট্রগ্রাম
- গ. ফরিদপুর
- ঘ. বরিশাল
68. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
- ক. নাটোর
- খ. নওগাঁ
- গ. দিনাজপুর
- ঘ. ঠাকুরগাঁও
69. বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র?
- ক. ৩৬ তম
- খ. ৪০ তম
- গ. ৩৮ তম
- ঘ. ৪২ তম
70. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
- ক. কুসুম্বা মসজিদ
- খ. ষাট গম্বুজ মসজিদ
- গ. আতিয়া জামে মসজিদ
- ঘ. ছোট সোনা মসজিদ
- ক. ৬
- খ. ৮
- গ. ১০
- ঘ. ১২
- ক. High Time Made up Language
- খ. Hyper Test Multi Language
- গ. Hyper Text Mark up Language
- ঘ. High Taller Maximum Language
73. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
- ক. সম্রাট আকবর
- খ. আবুল ফজল
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
74. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. মইনুল হোসেন
- খ. হামিদুর রহমান
- গ. শামীম শিকদার
- ঘ. হামিদুজ্জামান খান
75. মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
- ক. রিংগিট
- খ. রুবল
- গ. পেসো
- ঘ. সীম