বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
- ক. রাজনৈতিক দল
- খ. জনসমষ্টি
- গ. নির্বাচকমণ্ডলী
- ঘ. জনমত
উত্তরঃ জনসমষ্টি
353. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (প্রথম) এর প্রথম চেয়ারম্যান কে?
- ক. জেড এন এ তাহমিদা
- খ. কবীর চৌধুরী
- গ. মহিউদ্দীন আহমেদ
- ঘ. ড. এ কিউ এম বজলুল করিম
উত্তরঃ ড. এ কিউ এম বজলুল করিম
355. বাংলাদেশ সরকারি (দ্বিতীয়) কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
- ক. জেড এন এ তাহমিদা
- খ. কবীর চৌধুরী
- গ. মহিউদ্দীন আহমেদ
- ঘ. ড. এ কিউ এম বজলুল করিম
উত্তরঃ মহিউদ্দীন আহমেদ
356. কোনটি ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না?
- ক. জনমত
- খ. নির্দিষ্ট ভূখণ্ড
- গ. নির্বাচকমণ্ডলী
- ঘ. রাজনৈতিক দল
উত্তরঃ নির্দিষ্ট ভূখণ্ড
357. বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান (২০১৫) চেয়ারম্যান কে?
- ক. জেড এন এ তাহমিদা
- খ. কবীর চৌধুরী
- গ. মহিউদ্দীন আহমেদ
- ঘ. একরাম আহমেদ
উত্তরঃ একরাম আহমেদ
358. কোন সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে দুটি সরকারি কর্ম কমিশন ছিল?
- ক. ১৯৭৪
- খ. ১৯৭৮
- গ. ১৯৮১
- ঘ. ১৯৭৭
উত্তরঃ ১৯৭৭
359. সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের --- ক্ষমতা।
- ক. চরম ও চূড়ান্ত
- খ. আইনগত
- গ. বিশাল
- ঘ. সকল
উত্তরঃ চরম ও চূড়ান্ত
360. সরকারি কর্ম কমিশনের প্রধানের পদবি কি?
- ক. উপপরিচালক
- খ. চেয়ারম্যান
- গ. পরিচালক
- ঘ. মহাপরিচালক
উত্তরঃ চেয়ারম্যান
361. সরকারি কর্ম কমিশনের সদস্যগণের পদমর্যাদা কাদের সমান?
- ক. এমপি
- খ. গেজেটেড কর্মকর্তা
- গ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ঘ. সুপ্রিম কোর্টের বিচারপতি
উত্তরঃ সুপ্রিম কোর্টের বিচারপতি
362. সরকারি কর্ম কমিশন পূর্বে কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল?
- ক. রাষ্ট্রপতির সচিবালয়
- খ. যোগাযোগ
- গ. পূর্ত
- ঘ. সংস্থাপন
উত্তরঃ রাষ্ট্রপতির সচিবালয়
363. কমিশনের কার্য ব্যবস্থার বার্ষিক রিপোর্ট কার নিকট পেশ করা হয়?
- ক. স্পীকারের নিকট
- খ. প্রধানমন্ত্রীর নিকট
- গ. বিচারপতির নিকট
- ঘ. রাষ্ট্রপতির নিকট
উত্তরঃ রাষ্ট্রপতির নিকট
364. বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ লোক নিয়োগকারী সংস্থা কোনটি?
- ক. সিটি করপোরেশন
- খ. পরিকল্পনা কমিশন
- গ. পৌর কমিশন
- ঘ. সরকারি কর্ম কমিশন
উত্তরঃ সরকারি কর্ম কমিশন
365. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য দক্ষ ও উপযুক্ত কর্মচারী বাছাই করা কার মুখ্য কাজ?
- ক. সিটি করপোরেশন
- খ. পরিকল্পনা কমিশন
- গ. পৌর কমিশন
- ঘ. সরকারি কর্ম কমিশন
উত্তরঃ সরকারি কর্ম কমিশন
366. কমিশনের সদস্য পদ পেতে হলে নূন্যতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হবে?
- ক. ১৫ বছর
- খ. ১২ বছর
- গ. ২৫ বছর
- ঘ. ২০ বছর
উত্তরঃ ২০ বছর
367. কমিশনের সভাপতি নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট পেশ করে পদত্যাগ করতে পারবেন?
- ক. স্পীকারের নিকট
- খ. প্রধানমন্ত্রীর নিকট
- গ. বিচারপতির নিকট
- ঘ. রাষ্ট্রপতির নিকট
উত্তরঃ রাষ্ট্রপতির নিকট
- ক. ৩টি
- খ. ৬টি
- গ. ৪টি
- ঘ. ১টি
উত্তরঃ ১টি
369. বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কয়জন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আছেন?
- ক. ৪ জন
- খ. ১ জন
- গ. ৩ জন
- ঘ. ২ জন
উত্তরঃ ১ জন