বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

251. কোন দেশে বিচারকগণ আইনসভা কর্তৃক মনোনীত হন?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্রে
  • খ. বাংলাদেশে
  • গ. নিউজিল্যান্ডে
  • ঘ. সুইজারল্যান্ডে

উত্তরঃ সুইজারল্যান্ডে

বিস্তারিত

252. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত?

  • ক. হাইকোর্ট বিভাগের
  • খ. বিচার বিভাগের
  • গ. শাসন বিভাগের
  • ঘ. আইন বিভাগের

উত্তরঃ শাসন বিভাগের

বিস্তারিত

253. দেশের কোথায় প্রথম দেউলিয়া আদালত স্থাপন করা হয়?

  • ক. ঢাকায়
  • খ. বরিশালে
  • গ. চট্টগ্রামে
  • ঘ. রাজশাহীতে

উত্তরঃ ঢাকায়

বিস্তারিত

254. কোন দার্শনিক শাসককে সিংহের মত শক্তিশালী ও শৃগালের মতো ধূর্ত হবার কথা বলেছেন?

  • ক. রুশো
  • খ. ম্যাকিয়াভেলী
  • গ. হবস
  • ঘ. প্লেটো

উত্তরঃ ম্যাকিয়াভেলী

বিস্তারিত

255. ব্রিটেনের আইনসভার নাম কি?

  • ক. মজলিস
  • খ. পার্লামেন্ট
  • গ. লোকসভা
  • ঘ. কংগ্রেস

উত্তরঃ পার্লামেন্ট

বিস্তারিত

256. বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?

  • ক. তিনকক্ষ বিশিষ্ট
  • খ. এককক্ষ বিশিষ্ট
  • গ. দ্বিকক্ষ বিশিষ্ট
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ এককক্ষ বিশিষ্ট

বিস্তারিত

257. গ্রেট ব্রিটেনের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?

  • ক. চারকক্ষ বিশিষ্ট
  • খ. তিনকক্ষ বিশিষ্ট
  • গ. দ্বিকক্ষ বিশিষ্ট
  • ঘ. এককক্ষ বিশিষ্ট

উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট

বিস্তারিত

258. কোনটির অনাস্থা পেলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়?

  • ক. সচিবের
  • খ. বিচার বিভাগের
  • গ. শাসন বিভাগের
  • ঘ. আইনসভার

উত্তরঃ আইনসভার

বিস্তারিত

259. 'ব্যাক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।'-এ কথাটি কে বলেছেন?

  • ক. লর্ড বেকন
  • খ. লাস্কি
  • গ. লর্ড বেন্টিং
  • ঘ. লর্ড ব্রাইস

উত্তরঃ লর্ড বেকন

বিস্তারিত

260. নিচের কোন দেশটির পার্লামেন্ট এক কক্ষবিশিষ্ট নয়?

  • ক. বুলগেরিয়া
  • খ. নিউজিল্যান্ড
  • গ. ভারত
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ ভারত

বিস্তারিত

261. রাজনৈতিক দল কি?

  • ক. একটি নাগরিক সম্প্রদায়
  • খ. নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী
  • গ. একটি সংগঠিত জনগোষ্ঠী
  • ঘ. একদল লোক

উত্তরঃ নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী

বিস্তারিত

262. রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের--

  • ক. হৃদপিণ্ড
  • খ. মস্তিষ্ক
  • গ. প্রাণ
  • ঘ. মন

উত্তরঃ প্রাণ

বিস্তারিত

263. কোন রাজনৈতিক দলের কতিপয় ব্যাক্তি যখন সাধারণ স্বার্থ ভুলে গিয়ে ব্যাক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলে?

  • ক. পেশাজীবী সংগঠন
  • খ. উপদল বা কুচক্রি দল
  • গ. ট্রেড ইউনিয়ন
  • ঘ. চাপ সৃষ্ঠিকারী গোষ্ঠী

উত্তরঃ উপদল বা কুচক্রি দল

বিস্তারিত

264. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি?

  • ক. সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা
  • খ. জাতীয় কল্যাণ সাধন
  • গ. রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা

বিস্তারিত

265. কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী?

  • ক. গণফোরাম
  • খ. বিএমএ
  • গ. সিপিবি
  • ঘ. ইসলামী ঐক্যজোট

উত্তরঃ বিএমএ

বিস্তারিত

266. কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?

  • ক. আইনসভা ভেঙে দেওয়া
  • খ. সরকারের সমালোচনা করা
  • গ. সরকার গঠন
  • ঘ. জনমত গঠন

উত্তরঃ আইনসভা ভেঙে দেওয়া

বিস্তারিত

267. নাৎসিবাদ কোন দেশে প্রচলিত ছিল?

  • ক. জার্মানি
  • খ. আমেরিকা
  • গ. ফ্রান্স
  • ঘ. ইতালি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

268. কার নেতৃত্বে নাৎসিদল গঠিত হয়?

  • ক. কার্ল মার্কস
  • খ. লেলিন
  • গ. এডলফ হিটলার
  • ঘ. মুসোলিনি

উত্তরঃ এডলফ হিটলার

বিস্তারিত

269. কখন সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪৭ সালে
  • খ. ১৯১৭ সালে
  • গ. ১৯১৯ সালে
  • ঘ. ১৯৪৭ সালে

উত্তরঃ ১৯১৭ সালে

বিস্তারিত

270. মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা কীরূপ?

  • ক. ত্রিদলীয়
  • খ. বহুদলীয়
  • গ. দ্বিদলীয়
  • ঘ. একদলীয়

উত্তরঃ দ্বিদলীয়

বিস্তারিত

271. ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিস্ট দলগঠিত হয়?

  • ক. মাও সেতুং
  • খ. হিটলার
  • গ. চার্চিল
  • ঘ. মুসোলিনি

উত্তরঃ মুসোলিনি

বিস্তারিত

272. 'এক দল, এক নেতা' এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?

  • ক. ত্রিদলীয় ব্যবস্থায়
  • খ. একদলীয় ব্যবস্থায়
  • গ. বহুদলীয় ব্যবস্থায়
  • ঘ. দ্বিদলীয় ব্যবস্থায়

উত্তরঃ একদলীয় ব্যবস্থায়

বিস্তারিত

273. কীভাবে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব?

  • ক. সমাজতন্ত্র কায়েম করে
  • খ. দ্বিদলীয় ব্যবস্থার দ্বারা
  • গ. একদলীয় ব্যবস্থার দ্বারা
  • ঘ. বহুদলীয় ব্যবস্থার দ্বারা

উত্তরঃ দ্বিদলীয় ব্যবস্থার দ্বারা

বিস্তারিত

274. রাজনৈতিক দলের কাজ কোনটি?

  • ক. উন্নয়নমূলক কাজ করা
  • খ. ন্যায়বিচার করা
  • গ. জনমত গঠন করা
  • ঘ. আইন প্রণয়ন করা

উত্তরঃ জনমত গঠন করা

বিস্তারিত

275. 'আধুনিক গণতন্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন।' এ উক্তিটি কার?

  • ক. ডাইসির
  • খ. লাস্কির
  • গ. ফাইনারের
  • ঘ. গেটেলের

উত্তরঃ গেটেলের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects