৪র্থ বিজেএস সহকারী জজ

1. 'মাশরুম' এক ধরনের ---

  • ক. অপুষ্পক উদ্ভিদ
  • খ. ফাঙ্গাস
  • গ. পরজীবী উদ্ভিদ
  • ঘ. অর্কিড

2. কম্পিউটারের ব্রেইন হলো --

  • ক. মেমোরি
  • খ. হার্ডডিঙ্ক
  • গ. মনিটর
  • ঘ. মাইক্রোপ্রসেসর

3. সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?

  • ক. হাইব্রিডের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল
  • খ. সবুজ সারের ম্যাধমে ফসল উৎপাদান
  • গ. পতিত জমির সবুজায়ন
  • ঘ. ফলন বৃদ্ধির প্রচেষ্টা

4. এন্টিবায়েটিক এর কাজ --

  • ক. শরীরে প্রতিরোধ বাড়িয়ে
  • খ. জীবাণু ধ্বংস করা
  • গ. উপকারী জীবাণু জোরদার করে
  • ঘ. ভাইরাস ধ্বংস করে

5. কাঠ ও কয়লা প্রধানত কি?

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. কার্বন
  • ঘ. ক্লোরিন

6. কোথায় সাঁতার কাটা সহজ?

  • ক. পুকুরে
  • খ. নদীতে
  • গ. বিলে
  • ঘ. সাগরে

7. লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?

  • ক. হনুমান
  • খ. চিতল হরিণ
  • গ. ভুবন চিল
  • ঘ. উল্লুক

9. বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?

  • ক. কুতু্বদিয়া
  • খ. সেন্টমার্টিন
  • গ. মহেশখালী
  • ঘ. মনপুরা

10. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়?

  • ক. বৃহত্তর ময়মনসিংহ জেলায়
  • খ. বৃহত্তর রংপুর জেলায়
  • গ. বৃহত্তর ঢাকা জেলায়
  • ঘ. বৃহত্তর কুমিল্লা জেলায়

11. কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?

  • ক. ১৫ জানুয়ারি ১৯৮১
  • খ. ১৫ জানুয়ারি ১৯৮০
  • গ. ১ ডিসেম্বর ১৯৮১
  • ঘ. ১ ডিসেম্বর ১৯৮০

12. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

  • ক. মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিশ
  • খ. শাহ আব্দুল হামিদ
  • গ. মোহাম্মদ বায়তুল্লাহ
  • ঘ. আব্দুল মালেক উদ্দিন

13. কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন?

  • ক. ফা হিয়েন
  • খ. ইবনে বতুতা
  • গ. হিউয়েন সাং
  • ঘ. ইবনে খলদুন

14. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?

  • ক. বেগম আজিজুন্নেছা
  • খ. ড.নীলিমা ইব্রাহিম
  • গ. ড. আমিনা রহমান
  • ঘ. ড. তাজমেরী ইসলাম

15. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

  • ক. কুতুবদিয়া
  • খ. বরিশাল
  • গ. হাতিয়া
  • ঘ. সন্দ্বীপ

16. কি কারণে বাংলাদেশ থেকে নীলচাষ বিলুপ্ত হয়?

  • ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
  • খ. নীলকরদের অত্যাচারের ফলে
  • গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
  • ঘ. কৃত্রিম নীর আবিষ্কারের ফলে

17. কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?

  • ক. মিথেন
  • খ. কার্বন ডাই-অক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. সিএফসি

18. শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ---

  • ক. শুকানো প্র্রক্রিয়ায় তাপে জীবাণু মরে
  • খ. পচনের বিক্রিয়ায় পানি লাগে
  • গ. শুঙ্ক খাদ্যে আবহাওয়ার বিরুপ প্রভাব কম
  • ঘ. পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না

20. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

  • ক. আলোর প্রতিসরণ
  • খ. আলোর অভ্যন্তরীণ প্রতিফলন
  • গ. আলোর বিচ্ছুরণ
  • ঘ. আলোর পোলারায়ন

21. এশিয়ায় প্রলয়ঙ্ককরী সুনামির উৎস কোথায় ছিল?

  • ক. ভারতের অন্ধ্র উপকূলে
  • খ. থাইল্যান্ডের ফুকেটে
  • গ. ইন্দোনেশিয়ার বালিতে
  • ঘ. ইন্দোনেশিয়ার আচেহতে

23. মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

  • ক. কাজাখস্তান
  • খ. উজবেকিস্তান
  • গ. কিরগিজিস্তান
  • ঘ. তাজিকিস্তান

24. মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?

  • ক. স্থাপত্য
  • খ. চিত্রকলা
  • গ. বর্ণমালা
  • ঘ. মানচিত্র

25. দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে--

  • ক. মে, ১৯৪৫
  • খ. জুন, ১৯৪৫
  • গ. জুলাই ১৯৪৫
  • ঘ. আগস্ট , ১৯৪৫


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics