বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
178. হিটলার কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?
- ক. পর্তুগালে
- খ. স্পেনে
- গ. জার্মানিতে
- ঘ. ইতালিতে
উত্তরঃ জার্মানিতে
180. একনায়কতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
- ক. জনগণের হাতে
- খ. রাজনৈতিক দলের হাতে
- গ. যে কোন একজনের হাতে
- ঘ. এক জনের হাতে
উত্তরঃ এক জনের হাতে
181. 'এক দেশ, এক জাতি, এক নেতা'- এটি কোন সরকারের আদর্শ?
- ক. প্রজাতন্ত্রের
- খ. রাজতন্ত্রের
- গ. গণতন্ত্রের
- ঘ. একনায়কতন্ত্রের
উত্তরঃ একনায়কতন্ত্রের
182. একনায়কতন্ত্রে রাষ্ট্র কি?
- ক. নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান
- খ. সর্বাত্মক প্রতিষ্ঠান
- গ. আইনগত প্রতিষ্ঠান
- ঘ. সামাজিক প্রতিষ্ঠান
উত্তরঃ সর্বাত্মক প্রতিষ্ঠান
183. 'Power corrupts, power and absolute power corrupts absolutely'- উক্তিটি কার?
- ক. সিলি
- খ. ম্যাকাইভার
- গ. লর্ড অ্যাক্টন
- ঘ. লাস্কি
উত্তরঃ লর্ড অ্যাক্টন
184. কোন ব্যাক্তি বা গোষ্ঠী বা অন্য কোন দলের রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র অধিকারী হওয়ার নাম কি?
- ক. সামরিক কতিপয়তন্ত্র
- খ. একনায়কতন্ত্র
- গ. সামরিকতন্ত্র
- ঘ. স্বৈরতন্ত্র
উত্তরঃ একনায়কতন্ত্র
186. গণতন্ত্রে আইনসভা--
- ক. নিয়ন্ত্রণমুক্ত
- খ. স্বাধীন
- গ. সার্বভৌম
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
187. একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
- ক. গাদ্দাফির লিবিয়া
- খ. হিটলারের জার্মানি
- গ. মুসোলিনির ইতালি
- ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই
188. কোন শাসনব্যবস্থায় বিরোধী দলকে 'বিকল্প সরকার' বলা হয়?
- ক. সংসদীয় ব্যবস্থায়
- খ. গণতন্ত্রে
- গ. প্রজাতন্ত্রে
- ঘ. রাজতন্ত্রে
উত্তরঃ সংসদীয় ব্যবস্থায়
189. কোন শাসনব্যবস্থা জরুরি অবস্থার অনুপযোগী?
- ক. স্বৈরতন্ত্র
- খ. সংসদীয়
- গ. প্রজাতন্ত্র
- ঘ. রাজতন্ত্র
উত্তরঃ সংসদীয়
190. কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রতিফলিত হয়?
- ক. গণতন্ত্রে
- খ. রাজতন্ত্রে
- গ. মন্ত্রীপরিষদ শাসিত
- ঘ. রাষ্ট্রপতি শাসিত
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত
191. কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট সর্বতোভাবে দায়ী থাকবেন?
- ক. সমাজতন্ত্র ব্যবস্থায়
- খ. রাজতন্ত্র ব্যবস্থায়
- গ. রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায়
- ঘ. মন্ত্রীপরিষদ ব্যবস্থায়
উত্তরঃ মন্ত্রীপরিষদ ব্যবস্থায়
192. কোন সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হয়?
- ক. প্রজাতন্ত্রে
- খ. রাজতন্ত্রে
- গ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- ঘ. এককেন্দ্রিক ব্যবস্থায়
উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
193. কোন সরকারে মন্ত্রীগণ আইনসভার নিকট দায়ী থাকেন?
- ক. যুক্তরাষ্ট্রীয় সরকারে
- খ. এককেন্দ্রিক সরকারে
- গ. সংসদীয় সরকারে
- ঘ. রাষ্ট্রপতিশাসিত সরকারে
উত্তরঃ সংসদীয় সরকারে
194. রাষ্ট্রপতিশাসিত সরকারের দোষ কোনটি?
- ক. ঐতিহ্য রক্ষায় সহায়ক
- খ. সেচ্ছাচারী শাসন
- গ. নমনীয় শাসন
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ সেচ্ছাচারী শাসন
195. সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত অধ্যাদেশ জারি করেন--
- ক. আইনমন্ত্রী
- খ. স্পিকার
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
196. কোন সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না?
- ক. সংসদীয় ব্যবস্থায়
- খ. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
- গ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- ঘ. এককেন্দ্রিক ব্যবস্থায়
উত্তরঃ রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
197. রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান তিনিই--
- ক. প্রকৃত শাসক
- খ. রাষ্ট্রপতি
- গ. শাসক
- ঘ. রাজা
উত্তরঃ প্রকৃত শাসক
198. কোন সরকার ব্যবস্থায় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না?
- ক. প্রজাতন্ত্রে
- খ. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
- গ. সংসদীয় সরকারব্যবস্থায়
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
199. মন্ত্রীপরিষদশাসিত সরকারে শাসন বিভাগ কার নিকট দায়ী থাকে?
- ক. প্রধানমন্ত্রী
- খ. রাষ্ট্রপতি
- গ. বিচার বিভাগ
- ঘ. আইন পরিষদ
উত্তরঃ আইন পরিষদ
200. বাংলাদেশে দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদশাসিত সরকার প্রবর্তিত হয় কবে?
- ক. ১৯৯৬ সালে
- খ. ১৯৯১ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৯১ সালে