বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

226. সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের আইনসভা বর্তমান?

  • ক. দ্বিকক্ষ বিশিষ্ট
  • খ. এককক্ষ বিশিষ্ট
  • গ. ক ও খ উভয়ই
  • ঘ. কোন আইনসভা থাকে না

উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট

বিস্তারিত

227. স্পিকার কিভাবে নির্বাচিত হয়?

  • ক. সচিবদের দ্বারা
  • খ. আইনসভার সদস্যদের দ্বারা
  • গ. রাষ্ট্রপতি দ্বারা
  • ঘ. জনগণ কর্তৃক

উত্তরঃ আইনসভার সদস্যদের দ্বারা

বিস্তারিত

228. বাজেট পাস করতে কোন বিভাগের অনুমোদন প্রয়োজন?

  • ক. অর্থ বিভাগের
  • খ. শাসন বিভাগের
  • গ. বিচার বিভাগের
  • ঘ. আইনসভার

উত্তরঃ আইনসভার

বিস্তারিত

229. 'The Theory and Practice of Modern Government' গ্রন্থটি কে রচনা করেন?

  • ক. কে সি হুইয়ার
  • খ. হারম্যান ফাইনার
  • গ. আর্নেস্ট বার্কার
  • ঘ. লাস্কি

উত্তরঃ হারম্যান ফাইনার

বিস্তারিত

230. বর্তমানে আইনসভার ক্ষমতা--

  • ক. পরিবর্তন হচ্ছে
  • খ. স্থির রয়েছে
  • গ. হ্রাস পাচ্ছে
  • ঘ. বৃদ্ধি পাচ্ছে

উত্তরঃ হ্রাস পাচ্ছে

বিস্তারিত

231. শাসন পরিচালনার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত থাকে?

  • ক. প্রতিরক্ষা বিভাগের
  • খ. বিচার বিভাগের
  • গ. শাসন বিভাগের
  • ঘ. আইন বিভাগের

উত্তরঃ শাসন বিভাগের

বিস্তারিত

232. সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি--

  • ক. সরকারপ্রধান
  • খ. ধর্মতান্ত্রীক শাসক
  • গ. প্রকৃত শাসক
  • ঘ. নামমাত্র শাসক

উত্তরঃ নামমাত্র শাসক

বিস্তারিত

233. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে--

  • ক. চীনে
  • খ. পাকিস্তানে
  • গ. গ্রেট ব্রিটেনে
  • ঘ. ভারতে

উত্তরঃ গ্রেট ব্রিটেনে

বিস্তারিত

234. কিউবার বর্তমান (২০১৫) প্রেসিডেন্টের নাম কি?

  • ক. মিখাইল গর্বাচেভ
  • খ. রাউল ক্যাস্ট্রো
  • গ. প্যাট্রিস লুলুম্বা
  • ঘ. হ্যান্স ব্লিক্স

উত্তরঃ রাউল ক্যাস্ট্রো

বিস্তারিত

235. লেলিন কোন দেশের নাগরিক?

  • ক. কিউবা
  • খ. চীন
  • গ. সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
  • ঘ. জার্মানি

উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)

বিস্তারিত

236. কে আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি সম্পাদন করে?

  • ক. পররাষ্ট্র সচিব
  • খ. শাসন বিভাগ
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. মন্ত্রিসভা

উত্তরঃ শাসন বিভাগ

বিস্তারিত

237. কে দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে?

  • ক. আইনমন্ত্রী
  • খ. রাষ্ট্রপতি
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

238. কে বিচার বিভাগের প্রধানকে নিয়োগ করেন?

  • ক. জনগণ
  • খ. আইনজীবীগণ
  • গ. সরকারপ্রধান
  • ঘ. রাষ্ট্রপ্রধান

উত্তরঃ রাষ্ট্রপ্রধান

বিস্তারিত

239. কে শাসন বিভাগের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে?

  • ক. রাজনৈতিক দল
  • খ. সরকারি কর্মচারী
  • গ. বিচার বিভাগ
  • ঘ. আইনসভা

উত্তরঃ আইনসভা

বিস্তারিত

240. সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে কোন বিভাগ?

  • ক. আইন মন্ত্রণালয়
  • খ. বিচার বিভাগ
  • গ. শাসন বিভাগ
  • ঘ. আইন বিভাগ

উত্তরঃ বিচার বিভাগ

বিস্তারিত

241. জনগণের ব্যাক্তিস্বাধীনতা নির্ভর করে কোনটির ওপর?

  • ক. দক্ষ প্রশাসন
  • খ. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ
  • গ. শাসন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি
  • ঘ. সার্বভৌম আইনসভা

উত্তরঃ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ

বিস্তারিত

243. সংবিধানের ব্যাখ্যা দানের ক্ষমতা কোন বিভাগের উপর ন্যস্ত থাকে?

  • ক. সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশন
  • খ. শাসন বিভাগ
  • গ. বিচার বিভাগ
  • ঘ. আইন বিভাগ

উত্তরঃ বিচার বিভাগ

বিস্তারিত

244. বিচারক নিয়োগের কয়টি পদ্ধতি আছে?

  • ক. ৬টি
  • খ. ৪টি
  • গ. ২টি
  • ঘ. ৩টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

245. কোন বিভাগ রাষ্ট্রে দুষ্টের দমন শিষ্টের পালন করে?

  • ক. আইন মন্ত্রণালয়
  • খ. শাসন বিভাগ
  • গ. বিচার বিভাগ
  • ঘ. আইন বিভাগ

উত্তরঃ বিচার বিভাগ

বিস্তারিত

246. সংবিধান সংক্রান্ত জটিল প্রশ্ন কে শাসন বিভাগকে পরামর্শ দান করে?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. রাষ্ট্রপতি
  • গ. বিচার বিভাগ
  • ঘ. আইন বিভাগ

উত্তরঃ বিচার বিভাগ

বিস্তারিত

247. সংবিধানের অভিভাবক কে?

  • ক. আইনমন্ত্রী
  • খ. বিচার বিভাগ
  • গ. শাসন বিভাগ
  • ঘ. আইন বিভাগ

উত্তরঃ বিচার বিভাগ

বিস্তারিত

248. আইনের শাসন প্রতিষ্ঠায় কোনটি প্রয়োজন?

  • ক. জনগণকর্তৃক বিচারক নিয়োগ
  • খ. শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ
  • গ. বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ

বিস্তারিত

249. বিচারকদের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়?

  • ক. বিচারকদের ওপর রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে
  • খ. আইন বিভাগীয় নিয়ন্ত্রণ আরোপ করে
  • গ. সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে
  • ঘ. উপরের সব কয়টি

উত্তরঃ সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে

বিস্তারিত

250. সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য কোনটি প্রয়োজন?

  • ক. বিচারকদের নিরপেক্ষতা
  • খ. বিচার বিভাগের স্বাধীনতা
  • গ. বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ বিচার বিভাগের স্বাধীনতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects