বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

1. বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ?

  • ক. গাঢ় সবুজের মধ্যে লাল
  • খ. গাঢ় লালের মধ্যে সবুজ বৃত্ত
  • গ. গাঢ় সবুজের মধ্যে নীল বৃত্ত
  • ঘ. গাঢ় সবুজের মধ্যে হলুদ বৃত্ত

উত্তরঃ গাঢ় সবুজের মধ্যে লাল

বিস্তারিত

3. জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয় ?

  • ক. ১৯৭৩
  • খ. ১৯৯২
  • গ. ১৯৭২
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭২

বিস্তারিত

4. কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?

  • ক. ১৭ জানুয়ারি, ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  • গ. ২৬ মার্চ, ১৯৭১
  • ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৭২

বিস্তারিত

5. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? (Who is the designer of the National Flag of Bangladesh?)

  • ক. Jainul Abedin(জয়নুল আবেদীন)
  • খ. Kamrul Hasan(কামরুল হাসান)
  • গ. Hamidur Rahman(হামিদুর রহমান)
  • ঘ. Hashem Khan(হাসেম খান)

উত্তরঃ Kamrul Hasan(কামরুল হাসান)

বিস্তারিত

9. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -

  • ক. কলকাতায়
  • খ. চট্টগ্রামের পতেঙ্গায়
  • গ. কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে

বিস্তারিত

11. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে ?

  • ক. ২ মার্চ
  • খ. ৩ মার্চ
  • গ. ১৬ মার্চ
  • ঘ. ২৬ মার্চ

উত্তরঃ ২ মার্চ

বিস্তারিত

12. সর্বপ্রথম কোন বিদেশী মিশনে বাংলাদেশর পতাকা উত্তোলন করে ?

  • ক. দিল্লী
  • খ. কোলকাতা
  • গ. লন্ডন
  • ঘ. কাঠমুন্ডু

উত্তরঃ কোলকাতা

বিস্তারিত

13. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা?

  • ক. ভারত
  • খ. মিশর
  • গ. জাপান
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ জাপান

বিস্তারিত

15. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন -

  • ক. কামরুল হাসান
  • খ. এ এন সাহা
  • গ. আবদুর রউফ
  • ঘ. মোহাম্মদ কিবরিয়া

উত্তরঃ এ এন সাহা

বিস্তারিত

16. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?(Who was the architect of Jatiya Smriti shoudho?)

  • ক. লুই আই কান (Lui I kahn)
  • খ. এফ.আর.খান (F.R. Khan)
  • গ. নিতুন কুণ্ডু (Nitun Kundu)
  • ঘ. মাইনুল হোসেন (Moinul Hossain)

উত্তরঃ মাইনুল হোসেন (Moinul Hossain)

বিস্তারিত

17. জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

  • ক. সাভার
  • খ. মিরপুর
  • গ. যাত্রাবাড়ী
  • ঘ. উত্তরা

উত্তরঃ সাভার

বিস্তারিত

18. জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা -

  • ক. ৩টি
  • খ. ৫টি
  • গ. ৭টি
  • ঘ. ৯টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

20. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

  • ক. ১৫০ ফুট
  • খ. ১৮০ ফুট
  • গ. ২১৬ ফুট
  • ঘ. ১৭২ ফুট

উত্তরঃ ১৫০ ফুট

বিস্তারিত

21. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

  • ক. ৪৬.৫ মিঃ
  • খ. ৪৬ মিঃ
  • গ. ৪৫.৫ মিঃ
  • ঘ. ৪৫ মিঃ

উত্তরঃ ৪৬.৫ মিঃ

বিস্তারিত

22. কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?

  • ক. ভারত
  • খ. ফ্রান্স
  • গ. জাপান
  • ঘ. কানাডা

উত্তরঃ জাপান

বিস্তারিত

24. ‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার -

  • ক. দেবাশীষ রায়
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ইমতিয়াজ বুলবুল
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

25. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ ?

  • ক. প্রথম ১০টি চরণ
  • খ. শেষ ১২ টি চরণ
  • গ. প্রথম ১২টি চরণ
  • ঘ. শেষ ১০টি চরণ

উত্তরঃ প্রথম ১০টি চরণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects