বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
51. জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালিত হয় ?
- ক. ১ সেপ্টেম্বর
- খ. ১৫ সেপ্টেম্বর
- গ. ৩০ সেপ্টেম্বর
- ঘ. ৩১ সেপ্টেম্বর
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর
52. জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস -
- ক. ১২ নভেম্বর
- খ. ২০ অক্টোবর
- গ. ২০ নভেম্বর
- ঘ. ১৫ অক্টোবর
উত্তরঃ ২০ অক্টোবর
- ক. ১৬ ডিসেম্বর
- খ. ২৬ মার্চ
- গ. ১ বৈশাখ
- ঘ. ৭ নভেম্বর
উত্তরঃ ৭ নভেম্বর
- ক. পহেলা কার্তিক
- খ. পহেলা অগ্রহায়ণ
- গ. পহেলা পৌষ
- ঘ. পহেলা আষাঢ়
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ
55. জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় ?
- ক. ১০ নভেম্বর
- খ. ১৫ নভেম্বর
- গ. ১৬ নভেম্বর
- ঘ. ১৭ নভেম্বর
উত্তরঃ ১৫ নভেম্বর
56. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি ?
- ক. ৩ নভেম্বর
- খ. ২১ নভেম্বর
- গ. ৭ নভেম্বর
- ঘ. ১০ নভেম্বর
উত্তরঃ ২১ নভেম্বর
57. কোন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণা করা হয়েছে ?
- ক. ৭ মার্চ
- খ. ২৬ মার্চ
- গ. ২৪ নভেম্বর
- ঘ. ১ ডিসেম্বর
উত্তরঃ ১ ডিসেম্বর
58. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস?
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ২১ ডিসেম্বর
- ঘ. ২৩ ডিসেম্বর
উত্তরঃ ১৪ ডিসেম্বর
59. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখ?(On which date we observe the Victory Day of Bangladesh?)
- ক. 7 th March
- খ. 26 th March
- গ. 16 th December
- ঘ. 21 st February
উত্তরঃ 16 th December
60. ১৬ ডিসেম্বর বাংলাদেশে স্মরণীয় হওয়ার কারণ কি ?
- ক. বিজয়
- খ. আজাদী
- গ. গণতন্ত্র
- ঘ. গণ আন্দোলন
উত্তরঃ বিজয়
61. কোনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’? (The ‘International Mother Language’ day is-)
- ক. 16 December
- খ. 26 March
- গ. 9 May
- ঘ. 21 February
উত্তরঃ 21 February
- ক. ৮ ফাল্গুন (8 th Falgoon)
- খ. ৯ মাঘ (9 th Magh)
- গ. ২৯ মাঘ (29 th Magh)
- ঘ. ৩১ পৌষ (31 th poush)
উত্তরঃ ৮ ফাল্গুন (8 th Falgoon)
63. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল -
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. শনিবার
- ঘ. রবিবার
উত্তরঃ বৃহস্পতিবার
64. ইউনেস্কোর কততম সস্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ?
- ক. ৩১ তম
- খ. ৩২ তম
- গ. ৩৩ তম
- ঘ. ৩৪ তম
উত্তরঃ ৩১ তম
- ক. UNICEF
- খ. UNESCO
- গ. ILO
- ঘ. UNIFEM
উত্তরঃ UNESCO
- ক. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
- খ. ২০০০ সালের ১৭ নভেম্বর
- গ. ১৯৯৯ সালের ১৯ নভেম্বর
- ঘ. ১৯৯৯ সালের ২১ নভেম্বর
উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
68. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে ?
- ক. ১৭৬
- খ. ১৭৮
- গ. ১৮৮
- ঘ. ১৯০
উত্তরঃ ১৮৮
69. বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে -
- ক. লাইবেরিয়া
- খ. নামিবিয়া
- গ. হাইতি
- ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ সিয়েরা লিওন
70. বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারী ভাষা ?
- ক. নাইজেরিয়া
- খ. উগান্ডা
- গ. সিয়েরা লিওন
- ঘ. জায়ারে
উত্তরঃ সিয়েরা লিওন
71. বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় -
- ক. ১৯৫২ সালে
- খ. ২০০২ সালে
- গ. ১৯৮৭ সালে
- ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৭ সালে
- ক. ব্রিজবেন
- খ. পার্থ
- গ. সিডনি
- ঘ. মেলবোর্ন
উত্তরঃ মেলবোর্ন
- ক. বৈশাখী মেলা
- খ. একুশে ফেব্রুয়ারী
- গ. স্বাধীনতা দিবস
- ঘ. ঈদ উৎসব
উত্তরঃ বৈশাখী মেলা
- ক. শহীদ দিবস
- খ. বিজয় দিবস
- গ. স্বাধীনতা দিবস
- ঘ. ভালোবাসা দিবস
উত্তরঃ ভালোবাসা দিবস
75. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -
- ক. সম্রাট আকবর
- খ. শেরশাহ্
- গ. লক্ষন সেন
- ঘ. বাদশাহ্ শাজাহান
উত্তরঃ সম্রাট আকবর