বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

51. জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালিত হয় ?

  • ক. ১ সেপ্টেম্বর
  • খ. ১৫ সেপ্টেম্বর
  • গ. ৩০ সেপ্টেম্বর
  • ঘ. ৩১ সেপ্টেম্বর

উত্তরঃ ৩০ সেপ্টেম্বর

বিস্তারিত

52. জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস -

  • ক. ১২ নভেম্বর
  • খ. ২০ অক্টোবর
  • গ. ২০ নভেম্বর
  • ঘ. ১৫ অক্টোবর

উত্তরঃ ২০ অক্টোবর

বিস্তারিত

53. জাতীয় সংহতি দিবস কোনটি ?

  • ক. ১৬ ডিসেম্বর
  • খ. ২৬ মার্চ
  • গ. ১ বৈশাখ
  • ঘ. ৭ নভেম্বর

উত্তরঃ ৭ নভেম্বর

বিস্তারিত

54. বাংলাদেশে ‘কৃষিদিবস’ -

  • ক. পহেলা কার্তিক
  • খ. পহেলা অগ্রহায়ণ
  • গ. পহেলা পৌষ
  • ঘ. পহেলা আষাঢ়

উত্তরঃ পহেলা অগ্রহায়ণ

বিস্তারিত

55. জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় ?

  • ক. ১০ নভেম্বর
  • খ. ১৫ নভেম্বর
  • গ. ১৬ নভেম্বর
  • ঘ. ১৭ নভেম্বর

উত্তরঃ ১৫ নভেম্বর

বিস্তারিত

56. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি ?

  • ক. ৩ নভেম্বর
  • খ. ২১ নভেম্বর
  • গ. ৭ নভেম্বর
  • ঘ. ১০ নভেম্বর

উত্তরঃ ২১ নভেম্বর

বিস্তারিত

57. কোন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণা করা হয়েছে ?

  • ক. ৭ মার্চ
  • খ. ২৬ মার্চ
  • গ. ২৪ নভেম্বর
  • ঘ. ১ ডিসেম্বর

উত্তরঃ ১ ডিসেম্বর

বিস্তারিত

58. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস?

  • ক. ১৪ ডিসেম্বর
  • খ. ১৬ ডিসেম্বর
  • গ. ২১ ডিসেম্বর
  • ঘ. ২৩ ডিসেম্বর

উত্তরঃ ১৪ ডিসেম্বর

বিস্তারিত

60. ১৬ ডিসেম্বর বাংলাদেশে স্মরণীয় হওয়ার কারণ কি ?

  • ক. বিজয়
  • খ. আজাদী
  • গ. গণতন্ত্র
  • ঘ. গণ আন্দোলন

উত্তরঃ বিজয়

বিস্তারিত

62. ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল ? (The Bangla Calendar date of historic “Ekushey February’ is -)

  • ক. ৮ ফাল্গুন (8 th Falgoon)
  • খ. ৯ মাঘ (9 th Magh)
  • গ. ২৯ মাঘ (29 th Magh)
  • ঘ. ৩১ পৌষ (31 th poush)

উত্তরঃ ৮ ফাল্গুন (8 th Falgoon)

বিস্তারিত

63. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল -

  • ক. বৃহস্পতিবার
  • খ. শুক্রবার
  • গ. শনিবার
  • ঘ. রবিবার

উত্তরঃ বৃহস্পতিবার

বিস্তারিত

66. কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ‘একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়?

  • ক. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
  • খ. ২০০০ সালের ১৭ নভেম্বর
  • গ. ১৯৯৯ সালের ১৯ নভেম্বর
  • ঘ. ১৯৯৯ সালের ২১ নভেম্বর

উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

বিস্তারিত

67. কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?

  • ক. ১৯৯৮
  • খ. ১৯৯৯
  • গ. ২০০০
  • ঘ. ২০০১

উত্তরঃ ২০০০

বিস্তারিত

69. বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে -

  • ক. লাইবেরিয়া
  • খ. নামিবিয়া
  • গ. হাইতি
  • ঘ. সিয়েরা লিওন

উত্তরঃ সিয়েরা লিওন

বিস্তারিত

70. বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারী ভাষা ?

  • ক. নাইজেরিয়া
  • খ. উগান্ডা
  • গ. সিয়েরা লিওন
  • ঘ. জায়ারে

উত্তরঃ সিয়েরা লিওন

বিস্তারিত

71. বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় -

  • ক. ১৯৫২ সালে
  • খ. ২০০২ সালে
  • গ. ১৯৮৭ সালে
  • ঘ. ১৯৯১ সালে

উত্তরঃ ১৯৮৭ সালে

বিস্তারিত

73. বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক?

  • ক. বৈশাখী মেলা
  • খ. একুশে ফেব্রুয়ারী
  • গ. স্বাধীনতা দিবস
  • ঘ. ঈদ উৎসব

উত্তরঃ বৈশাখী মেলা

বিস্তারিত

74. কোনটি বিদেশী সংস্কৃতি -

  • ক. শহীদ দিবস
  • খ. বিজয় দিবস
  • গ. স্বাধীনতা দিবস
  • ঘ. ভালোবাসা দিবস

উত্তরঃ ভালোবাসা দিবস

বিস্তারিত

75. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -

  • ক. সম্রাট আকবর
  • খ. শেরশাহ্
  • গ. লক্ষন সেন
  • ঘ. বাদশাহ্ শাজাহান

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects