বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
1. বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ?
- ক. গাঢ় সবুজের মধ্যে লাল
- খ. গাঢ় লালের মধ্যে সবুজ বৃত্ত
- গ. গাঢ় সবুজের মধ্যে নীল বৃত্ত
- ঘ. গাঢ় সবুজের মধ্যে হলুদ বৃত্ত
উত্তরঃ গাঢ় সবুজের মধ্যে লাল
- ক. শাপলা ফুল
- খ. বাংলাদেশের ম্যাপ
- গ. নৌকা
- ঘ. ধানের শীষ
উত্তরঃ বাংলাদেশের ম্যাপ
4. কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
- ক. ১৭ জানুয়ারি, ১৯৭২
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
- গ. ২৬ মার্চ, ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৭২
- ক. Jainul Abedin(জয়নুল আবেদীন)
- খ. Kamrul Hasan(কামরুল হাসান)
- গ. Hamidur Rahman(হামিদুর রহমান)
- ঘ. Hashem Khan(হাসেম খান)
উত্তরঃ Kamrul Hasan(কামরুল হাসান)
- ক. 4 : 3
- খ. 3 : 2
- গ. 6 : 5
- ঘ. 5 : 3
উত্তরঃ 5 : 3
7. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত -
- ক. ৯ : ৬
- খ. ১১ : ৭
- গ. ১০ : ৬
- ঘ. ৮ : ৬
উত্তরঃ ১০ : ৬
- ক. 5 : 3 : 1
- খ. 4 : 2 : 1
- গ. 10 : 12 : 1
- ঘ. 3 : 1 : 0.05
উত্তরঃ 5 : 3 : 1
9. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
- ক. কলকাতায়
- খ. চট্টগ্রামের পতেঙ্গায়
- গ. কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
- ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে
10. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? (When was the flag of Bangladesh hoisted for first time?)
- ক. March 7, 1971
- খ. March 2, 1971
- গ. March 26, 1971
- ঘ. April 17, 1971
উত্তরঃ March 2, 1971
12. সর্বপ্রথম কোন বিদেশী মিশনে বাংলাদেশর পতাকা উত্তোলন করে ?
- ক. দিল্লী
- খ. কোলকাতা
- গ. লন্ডন
- ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ কোলকাতা
13. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা?
- ক. ভারত
- খ. মিশর
- গ. জাপান
- ঘ. থাইল্যান্ড
উত্তরঃ জাপান
14. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে ?
- ক. ৪টি
- খ. ৬ টি
- গ. ৫ টি
- ঘ. ২ টি
উত্তরঃ ৪টি
15. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন -
- ক. কামরুল হাসান
- খ. এ এন সাহা
- গ. আবদুর রউফ
- ঘ. মোহাম্মদ কিবরিয়া
উত্তরঃ এ এন সাহা
16. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?(Who was the architect of Jatiya Smriti shoudho?)
- ক. লুই আই কান (Lui I kahn)
- খ. এফ.আর.খান (F.R. Khan)
- গ. নিতুন কুণ্ডু (Nitun Kundu)
- ঘ. মাইনুল হোসেন (Moinul Hossain)
উত্তরঃ মাইনুল হোসেন (Moinul Hossain)
22. কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?
- ক. ভারত
- খ. ফ্রান্স
- গ. জাপান
- ঘ. কানাডা
উত্তরঃ জাপান
- ক. Poet Nazrul Islam
- খ. Poet Rabindra Nath Tagore
- গ. Poet Golam Mostofa
- ঘ. Poet Shamsur Rahman
উত্তরঃ Poet Rabindra Nath Tagore
24. ‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার -
- ক. দেবাশীষ রায়
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ইমতিয়াজ বুলবুল
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
25. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ ?
- ক. প্রথম ১০টি চরণ
- খ. শেষ ১২ টি চরণ
- গ. প্রথম ১২টি চরণ
- ঘ. শেষ ১০টি চরণ
উত্তরঃ প্রথম ১০টি চরণ