১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মোতাহের হোসেন চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ক. মাস্টার
  • খ. পোশাক
  • গ. জিনিস
  • ঘ. পোস্ট-মাস্টার
  • ক. দ্যুঃ + লোক
  • খ. দুই + লোক
  • গ. দ্বি + লোক
  • ঘ. দিব + লোক
  • ক. বৈষয়িক অধিকরণ
  • খ. ভাবাধিকরণ
  • গ. অভিব্যাপক অধিকরণ
  • ঘ. ঐকদেশিক অধিকরণ
  • ক. ধাতু প্রত্যয়
  • খ. শব্দ প্রত্যয়
  • গ. কৃৎ প্রত্যয়
  • ঘ. তদ্ধিত প্রত্যয়
  • ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
  • খ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
  • গ. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
  • ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
  • ক. বাংলা
  • খ. পর্তুগিজ
  • গ. ফারসি
  • ঘ. হিন্দি
  • ক. অর্থের কুপ্রভাব
  • খ. অপচয়
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. কৃপণের কড়ি
  • ক. কানা ছেলের নাম পদ্মলোচন
  • খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • গ. অসারের তর্জন-গর্জন সার
  • ঘ. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
  • ক. পরাকাষ্ঠা
  • খ. পরাক্লান্ত
  • গ. পরায়ণ
  • ঘ. পরাভব
  • ক. ব্যধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি
  • ক. ইংরেজি + বাংলা
  • খ. ইংরেজি + আরবি
  • গ. ইংরেজি + ফারসি
  • ঘ. ইংরেজি + তৎসম
  • ক. পুনরায় শুরু করা
  • খ. খুবই গুরুত্বপূর্ণ কাজ
  • গ. কাউকে ডেকে আনা
  • ঘ. একটি স্মরনীয় দিন
  • ক. ডাকঘর
  • খ. খোলা ডাক
  • গ. উপবিধি
  • ঘ. লেখস্বত্ব
  • ক. লুুঙ্গি
  • খ. খোকা
  • গ. সম্রাট
  • ঘ. গঞ্জ
  • ক. কর কমল
  • খ. কাল স্রোত
  • গ. কর পল্লব
  • ঘ. কচুকাটা
  • ক. অত্যন্ত উষ্ণ
  • খ. কুসুম কুসুম উষ্ণ
  • গ. পাগড়ি
  • ঘ. শীতের আমেজ
  • ক. সমার্থে
  • খ. ক্ষুদ্রার্থে
  • গ. বৃহদার্থে
  • ঘ. বিপরীতার্থে
  • ক. আসন্ন বিপদ
  • খ. মাথা ব্যথা
  • গ. মহাবিপদ
  • ঘ. মাথার বোঝা
  • ক. He did not try a little.
  • খ. He did not stay unmoved.
  • গ. He left no stone unturned.
  • ঘ. He did not turn all stones.
There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in