১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়
51. p = a*b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২১%
- ঘ. ২৫%
52. ৬টি কাঠির দৈর্ঘ্য ৪৪.২ সেমি এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সেমি। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সেমি?
- ক. ৩৫.১
- খ. ৩৫.২
- গ. ৩৫.৩
- ঘ. ৩৫.৪
53. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
54. নিচের কোনটি x3 - 6x2 + 11x - 6 এর উৎপাদক নয়?
- ক. x - 1
- খ. x - 2
- গ. x - 3
- ঘ. x - 4
57. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
- ক. বর্গ
- খ. আয়ত
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. রম্বস
58. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে -
- ক. অন্তঃকেন্দ্র
- খ. পরিকেন্দ্র
- গ. লম্বকেন্দ্র
- ঘ. ভরকেন্দ্র
59. ax2 + b এর মান x = 1 হলে 1 এবং x = 3 হলে 25 হয়। x = 2 হলে এর মান কত?
- ক. 5
- খ. 10
- গ. 15
- ঘ. 20
61. a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. = ?
- ক. a(a - 3)
- খ. a - 3
- গ. a
- ঘ. a(a + 3)
62. চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
- ক. 90
- খ. 135
- গ. 175
- ঘ. 210
63. যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
- ক. 25%
- খ. 40%
- গ. 15%
- ঘ. 20%
64. কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে?
- ক. 411
- খ. 111
- গ. 211
- ঘ. 311
65. যদি x + 1/x = -5 হয়, তবে x/x2 + x + 1 এর মান কত?
- ক. 1/4
- খ. 4
- গ. -4
- ঘ. -1/4
67. কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি = কত?
- ক. 2/7
- খ. 1/8
- গ. 3/8
- ঘ. 3/5
68. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
- ক. 4
- খ. 9
- গ. 12
- ঘ. 16
69. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
- ক. পুণ্ড্র
- খ. তাম্রলিপ্ত
- গ. গৌড়
- ঘ. হরিকেল
70. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
- ক. দ্রাবিড়
- খ. নেগ্রিটো
- গ. ভোট চীন
- ঘ. অস্ট্রিক
71. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
- ক. জানুয়ারি মাসে
- খ. ফেব্রুয়ারি মাসে
- গ. জুলাই মাসে
- ঘ. আগস্ট মাসে
72. ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?
- ক. ধানের প্রজাতি
- খ. পাখির প্রজাতি
- গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
- ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
73. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী
- ক. SARS
- খ. র্যাবিস
- গ. HIV
- ঘ. ইবোলা
74. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
- ক. ডেনমার্ক
- খ. কেনিয়া
- গ. বেইজং
- ঘ. মেক্সিকো
75. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. খন্দকার মোশতাক আহমেদ