১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়
76. ইউসেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
- ক. ৩১তম
- খ. ৩২তম
- গ. ৩০তম
- ঘ. ৩৪তম
77. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
- ক. EU
- খ. IDB
- গ. ADB
- ঘ. IFRC
- ক. ৩৭তম
- খ. ৪৭তম
- গ. ৫৭তম
- ঘ. ৬৭তম
79. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
- ক. সেলিনা হোসেন
- খ. শামসুর রাহমান
- গ. অধ্যাপক আনিসুজ্জামান
- ঘ. ফকরুল আলম
80. বিশ্ব মানবাধিকার দিবস কেবে?
- ক. ৮ মার্চ
- খ. ৫ অক্টোবর
- গ. ১০ ডিসেম্বর
- ঘ. ২৪ সেপ্টেম্বর
- ক. Short Message Service
- খ. Short Mail Service
- গ. Simple Message Service
- ঘ. Simple Mail Service
82. বিগ অ্যাপেল কোন শহরের নাম?
- ক. নতুন দিল্লি
- খ. ইসলামাবাদ
- গ. নিউইয়র্ক
- ঘ. শিকাগো
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. নিউইয়র্ক
- গ. জেনেভা
- ঘ. রোম
84. শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?
- ক. ডলার
- খ. পাউন্ড
- গ. টাকা
- ঘ. রূপি
85. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. হামিদুর রহমান
- ঘ. হাশেম খান
86. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
- ক. কবি গান
- খ. বাউল গান
- গ. লালন গীতি
- ঘ. ভাওয়াইয়া
87. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
- ক. হালদা নদী
- খ. চলন বিল
- গ. পশুর নদী
- ঘ. মেঘনা নদী
88. নাগরিকের প্রধান কর্তব্য হলো -
- ক. রাষ্ট্রের সেবা করা
- খ. রাষ্ট্রের আইন মেনে চলা
- গ. নিয়মিত কর প্রদান করা
- ঘ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
89. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
- ক. লোহা
- খ. দস্তা
- গ. পটাশিয়াম
- ঘ. অ্যালুমিনিয়াম
90. গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড কোনটি?
- ক. HNO3
- খ. HC
- গ. H2SO4
- ঘ. H3FO4
91. ফোকেটিং(Folketing) কোন দেশের আইনসভা?
- ক. বেলজিয়াম
- খ. নরওয়ে
- গ. ফিনল্যান্ড
- ঘ. ডেনমার্ক
92. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
- ক. পিসিকালচার
- খ. এপিকালচার
- গ. মেরিকালচার
- ঘ. সেরিকালচার