১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
1. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
- ক. ২০৩ সে.মি.
- খ. ২০৫ সে.মি.
- গ. ২০৭ সে.মি.
- ঘ. ২০৯ সে.মি.
2. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
- ক. মেসোপটেমীয় সভ্যতা
- খ. সুমেরীয় সভ্যতা
- গ. মিশরীর সভ্যতা
- ঘ. অ্যাসেরীয় সভ্যতা
3. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
- ক. হাতিবান্ধা
- খ. পাটগ্রাম
- গ. চিলমারী
- ঘ. ভূরুঙ্গামারী
4. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
- ক. ইউএনডিপি
- খ. ইউনেস্কো
- গ. ইউএনএফপিএ
- ঘ. আইএলও
5. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
- ক. ময়মনসিংহ
- খ. রংপুর
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. দিনাজপুর
6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন -
- ক. ৯ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ১১ জানুয়ারি ১৯৭২
- ঘ. ১২ জানুয়ারি ১৯৭২
- ক. নিউইয়র্ক
- খ. ম্যানিলা
- গ. রোম
- ঘ. জেনেভা
8. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
- ক. পোলান্ড
- খ. সুইডেন
- গ. তুরস্ক
- ঘ. জাপান
9. মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি?
- ক. রুপি
- খ. পেসো
- গ. রিংগিট
- ঘ. রুবল
10. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
- ক. ১০ এপ্রিল ১৯৭২
- খ. ১৭ এপ্রিল ১৯৭১
- গ. ১৮ এপ্রিল ১৯৭১
- ঘ. ১০ এপ্রিল ১৯৭১
- ক. মুগ ডাল
- খ. মসুর ডাল
- গ. খাসির মাংস
- ঘ. ইলিশ মাছ
12. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন বি
- গ. ভিটামিন সি
- ঘ. ভিটামিন ডি
13. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
- ক. ব্রোমিন
- খ. পারদ
- গ. সীসা
- ঘ. ক্রোমিয়াম
14. মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
- ক. ১৯তম
- খ. ২০তম
- গ. ২১তম
- ঘ. ২২তম
15. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৫৫ সালে
- ঘ. ১৯৫৪ সালে
16. ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?
- ক. অস্ট্রেলিয়া
- খ. নিউজিল্যান্ড
- গ. ভারত
- ঘ. শ্রীলংকা
17. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?
- ক. অক্সিজেন
- খ. নাইট্রোজেন
- গ. হাইড্রোজেন
- ঘ. হিলিয়াম
18. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
- ক. ফ্যাদোমিটার
- খ. ট্রান্সমিটার
- গ. ক্রেসকোগ্রাফ
- ঘ. সিসমোগ্রাফ
19. ‘সাবাস বাংলাদেশ ‘ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
- খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
- গ. টি এস সি মোড়ে
- ঘ. জয়দেবপুর
20. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৯১ সালে
- গ. ১৯৯২ সালে
- ঘ. ১৯৯৩ সালে
21. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. হামিদুর রহমান
- খ. শামীম শিকদার
- গ. আমিনুল ইসলাম
- ঘ. নিতুন কুণ্ডু
22. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
- ক. ৫ জুন
- খ. ২৩ জুন
- গ. ১৮ জানুয়ারি
- ঘ. ২৫ ডিসেম্বর
23. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
- ক. শতকরা ২০ ভাগ
- খ. শতকরা ২৫ ভাগ
- গ. শতকরা ৩০ ভাগ
- ঘ. শতকরা ৩৫ ভাগ
- ক. মৎস্য চাষ
- খ. রেশম চাষ
- গ. মৌমাছি চাষ
- ঘ. বৃক্ষ চাষ
25. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৬টি