১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়

29. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

  • ক. তুলসী বনের বাঘ
  • খ. বিড়াল তপস্বী
  • গ. ভিজা বিড়াল
  • ঘ. বকধার্মিক

30. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?

  • ক. চুরি করা
  • খ. সেবা করা
  • গ. অপরাধ করা
  • ঘ. নষ্ট করা

31. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অত্যাধিক
  • খ. অদ্যাপি
  • গ. আদ্যক্ষর
  • ঘ. আবিস্কার

32. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. কেবল মাত্র তুমি যাবে
  • খ. এতে আশ্চার্য হলাম
  • গ. বিবিধ জিনিস কিনলাম
  • ঘ. এ সংবাদে সন্তোষ হলাম

34. He is out of luck - এর অর্থ কি?

  • ক. সে ভাগ্য হারিয়েছে
  • খ. সে ভাগ্যহারা
  • গ. তার পোড়া কপাল
  • ঘ. সে ভাগ্যের বাইরে

35. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বনঃ + পতি
  • খ. বন্ + পতি
  • গ. বনস + পতি
  • ঘ. বন + স্পতি

36. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

  • ক. হিমালয়
  • খ. অহরহ
  • গ. সংসার
  • ঘ. বনস্পতি

37. ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?

  • ক. ভাবাধিকরণ
  • খ. ঐকদেশিক অধিকরণ
  • গ. কালাধিরণ
  • ঘ. বৈষয়িক

38. ‘জিজ্ঞাসিব জনে জনে’ - এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

39. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

  • ক. দ্বন্দ্ব
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

40. কোনটি নিত্য সমাস?

  • ক. কলেছাঁটা
  • খ. ভবনদী
  • গ. জয়ধ্বনি
  • ঘ. জলমাত্র

42. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. শিশু + ষ্ণ
  • খ. শিশু + ষ্ণ্য
  • গ. শিশু + শব
  • ঘ. শৈ + শব

44. ‘মরঙ্গ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?

  • ক. মর্দ
  • খ. জেনানা
  • গ. জেনানী
  • ঘ. মরদী

47. নষ্ট হওয়া স্বভাব যার’ - এক কথায় কি বলে?

  • ক. নশ্বর
  • খ. অবিনশ্বর
  • গ. নষ্ট স্বভাব
  • ঘ. বিনষ্ট

49. ‘কমা’ কোথায় বসে?

  • ক. বাক্যের মাঝে কোনোপদ ব্যাখ্যা করার জন্য
  • খ. প্রশ্ন বোঝানের জন্য
  • গ. সম্বোধন পদের পর
  • ঘ. কোনো অপূর্ণ বাক্যের পর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics