বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা

1. The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

  • ক. Bengali(বাংলা)
  • খ. German(জার্মান)
  • গ. Mandarin(মান্দারিন)
  • ঘ. English(ইংরেজী)

উত্তরঃ Mandarin(মান্দারিন)

বিস্তারিত

2. The language with the most native speakers is-/ পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?

  • ক. English(ইংরেজী)
  • খ. French(ফ্রেঞ্চ)
  • গ. Chinese(চীনা)
  • ঘ. Arabic(আরবি)

উত্তরঃ Chinese(চীনা)

বিস্তারিত

3. আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষা-

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. এসপারেনটো
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

4. বিশ্বের স্বীকৃতি দ্বিতীয় ভাষা-

  • ক. জার্মান
  • খ. আরবি
  • গ. ফ্রেঞ্চ
  • ঘ. স্প্যানিশ

উত্তরঃ স্প্যানিশ

বিস্তারিত

6. কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?

  • ক. আলবার্টা
  • খ. কুইবেক
  • গ. মেনিটোবা
  • ঘ. নোভস্কোশিয়া

উত্তরঃ কুইবেক

বিস্তারিত

7. ক্যাটালন কোন দেশের ভাষা?

  • ক. স্পেন
  • খ. বেলজিয়াম
  • গ. নাইজেরিয়া
  • ঘ. মঙ্গোলিয়া

উত্তরঃ স্পেন

বিস্তারিত

8. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

  • ক. সুইজাল্যান্ড
  • খ. পোল্যান্ড
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

9. অস্ট্রিয়ার ভাষা-

  • ক. ইংরেজি
  • খ. ফরাসি
  • গ. স্প্যানিশ
  • ঘ. জার্মান

উত্তরঃ জার্মান

বিস্তারিত

10. সেনেগালের রাষ্ট্রভাষা কি?

  • ক. ফ্রেঞ্জ
  • খ. ডাচ
  • গ. ইংরেজি
  • ঘ. জার্মান

উত্তরঃ ফ্রেঞ্জ

বিস্তারিত

11. ঘানা-এর প্রধান ভাষা কী?

  • ক. মেন্ডি
  • খ. স্প্যানিশ
  • গ. ইংরেজি
  • ঘ. হাউসা

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

12. ভ্যাটিকান সিটির ভাষা কোনটি?

  • ক. ল্যাটিন
  • খ. স্প্যানিশ
  • গ. ফারসি
  • ঘ. গ্রিক

উত্তরঃ ল্যাটিন

বিস্তারিত

13. দোজাংখা কোন দেশের ভাষা?

  • ক. আফ্রিকা
  • খ. কেনিয়া
  • গ. গিনি বিসাউ
  • ঘ. ভুটান

উত্তরঃ ভুটান

বিস্তারিত

14. পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়-

  • ক. কেমব্রিজ
  • খ. অক্সফোর্ড
  • গ. বার্লিন
  • ঘ. কারুইন

উত্তরঃ কারুইন

বিস্তারিত

15. অদ্যাবধি বিরাজমান বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়--

  • ক. অক্সফোর্ড
  • খ. কেমব্রিজ
  • গ. আল-আজহার
  • ঘ. নালন্দা

উত্তরঃ আল-আজহার

বিস্তারিত

16. মার্কিন যুক্তরাষ্টের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৩৬ সালে
  • খ. ১৮৩৬ সালে
  • গ. ১৭৩৬ সালে
  • ঘ. ১৬৩৬ সালে

উত্তরঃ ১৬৩৬ সালে

বিস্তারিত

17. নিচের কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?

  • ক. মিশর
  • খ. চীন
  • গ. গ্রিস
  • ঘ. রোম

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

18. গণতন্ত্রের সুতিকাগার কোনটি?

  • ক. যুক্তরাজ্য
  • খ. ইতালি
  • গ. ফ্রান্স
  • ঘ. গ্রিস

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

19. গণতন্ত্রের প্রাণ হলো--

  • ক. সরকার
  • খ. রাষ্ট্র
  • গ. সংবিধান
  • ঘ. জনগণ

উত্তরঃ জনগণ

বিস্তারিত

20. গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

  • ক. নির্বাচন
  • খ. আইনের শাসন
  • গ. বহুদলীয় ব্যবস্থা
  • ঘ. সরকারের জবাবদিহিতা

উত্তরঃ নির্বাচন

বিস্তারিত

21. ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?

  • ক. হেলেনিক ও মিনায়
  • খ. হেলেনিক ও হেলেনিস্টিক
  • গ. এচিয়ান ও হেলেনিস্টিক
  • ঘ. মিনীয় ও এচিয়ান

উত্তরঃ হেলেনিক ও হেলেনিস্টিক

বিস্তারিত

22. সাফোক্লিস কোন দেশের নাট্যকার

  • ক. ফ্রান্স
  • খ. গ্রিস
  • গ. ইতালি
  • ঘ. জার্মানি

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

23. রাজা ঈদিপাস নাটকের রচিয়তা

  • ক. সাফোক্লিস
  • খ. শেক্সপিয়ার
  • গ. মলিয়েঁর
  • ঘ. টমাস কীড

উত্তরঃ সাফোক্লিস

বিস্তারিত

24. সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে?

  • ক. ভারত
  • খ. ইংল্যান্ড
  • গ. গ্রিস
  • ঘ. মিশর

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

25. গ্রীসের দার্শনিক নন

  • ক. এ্যারিস্টটল
  • খ. প্লেটো
  • গ. সক্রেটিস
  • ঘ. ভলটেয়ার

উত্তরঃ ভলটেয়ার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects