বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা
227. বাগদাদ নগরী ধংশকারী হিসেবে কুখ্যাত মোঙ্গল নেতা--
- ক. মেঙ্গু খান
- খ. চেঙ্গিস খান
- গ. হালাকু খান
- ঘ. কুবলাই খান
উত্তরঃ হালাকু খান
- ক. ইহুদি ধর্ম
- খ. খ্রিস্ট ধর্ম
- গ. ইসলাম ধর্ম
- ঘ. হিন্দু ধর্ম
উত্তরঃ হিন্দু ধর্ম
230. তীর্থংকরের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত?
- ক. বৌদ্ধ ধর্ম
- খ. চার্বাক ধর্ম
- গ. জৈন ধর্ম
- ঘ. শিখ ধর্ম
উত্তরঃ জৈন ধর্ম
- ক. গৌতম বুদ্ধ
- খ. মহাবীর
- গ. শ্রীচৈতন্য
- ঘ. গুরু নানক
উত্তরঃ মহাবীর
232. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন--
- ক. বৈশ্য
- খ. শুদ্র
- গ. ব্রাহ্মন
- ঘ. ক্ষত্রিয়
উত্তরঃ শুদ্র
233. গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
- ক. বৈশালী
- খ. তক্ষশীলা
- গ. অবন্তী
- ঘ. লুম্বিনী
উত্তরঃ লুম্বিনী
234. গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?
- ক. ভারত
- খ. ভুটান
- গ. বাংলাদেশ
- ঘ. নেপাল
উত্তরঃ নেপাল
236. 'সিদ্ধার্থ' নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
- ক. শ্রীকৃষ্ণ
- খ. রাম
- গ. লক্ষ্মণ
- ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ গৌতম বুদ্ধ
237. নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
- ক. হিন্দু ধর্ম
- খ. বৌদ্ধ ধর্ম
- গ. খ্রিস্ট ধর্ম
- ঘ. ইহুদি ধর্ম
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
238. 'নির্বাণ লাভ' বলতে কি বোঝায়?
- ক. বান থেকে মুক্তি
- খ. পরজন্ম হতে মুক্তি পাওয়া
- গ. পরজন্মে মুক্তি পাওয়া
- ঘ. পাপ মোচনের সুযোগ পাওয়া
উত্তরঃ পরজন্ম হতে মুক্তি পাওয়া
241. পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা---
- ক. হিন্দুদের
- খ. খ্রিস্টানদের
- গ. মুসলমানদের
- ঘ. বৌদ্ধদের
উত্তরঃ খ্রিস্টানদের
242. ইতিহাস খ্যাত 'বেথেলহেম' কোথায় অবস্থিত?
- ক. সিরিয়া
- খ. ফিলিস্তিন
- গ. জর্ডান
- ঘ. লিবিয়া
উত্তরঃ ফিলিস্তিন
- ক. ধর্ম সংস্কারক
- খ. নাগরিক অধিকার আন্দোলনকারী
- গ. গায়ক
- ঘ. শিল্পী
উত্তরঃ নাগরিক অধিকার আন্দোলনকারী
245. সুইস গার্ড কার নিরাপত্তা বিধান করে?
- ক. পোপ
- খ. জাতিসংঘ মহাসচিব
- গ. সুইস প্রেসিডেন্ট
- ঘ. সেক্রেটারী জেনারেল
উত্তরঃ পোপ
246. শিখ ধর্মের প্রবর্তক ছিলেন--
- ক. গুরু নানক
- খ. রণজিৎ সিং
- গ. সিরওয়ান্দ সিং
- ঘ. ভগৎ সিং
উত্তরঃ গুরু নানক
247. শিকদের ধর্মগ্রন্থের নাম কি?
- ক. ত্রিপিটক
- খ. জিন্দাবেস্তা
- গ. গ্রন্থসাহেব
- ঘ. বেদ
উত্তরঃ গ্রন্থসাহেব
248. কোন শহর মুসলমান, খ্রিস্টান ও ইহুদী কর্তৃক সমাদৃত?
- ক. মদিনা
- খ. জেরুজালেম
- গ. মক্কা
- ঘ. জেদ্দা
উত্তরঃ জেরুজালেম
249. তিনটি প্রধান ধর্মের মিলনকেন্দ্র----
- ক. জেরুজালেম
- খ. আজমীর শরীফ
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. বাগদাদ
উত্তরঃ জেরুজালেম
250. শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত--
- ক. চণ্ডীগড়
- খ. কেরালা
- গ. হরিয়ানা
- ঘ. অমৃতসর
উত্তরঃ অমৃতসর