বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা
126. Gulliver's Travels এর রচয়িতা কে?
- ক. Lord Byron
- খ. Scott
- গ. John Austin
- ঘ. Jonathan Swift
উত্তরঃ Jonathan Swift
127. The Wealth of Nations গ্রন্থের লেখক কে?
- ক. Karl Marx
- খ. A K Sen
- গ. Adam Smith
- ঘ. Ricardo
উত্তরঃ Adam Smith
128. এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৭৭৬
- খ. ১৮৮৬
- গ. ১৬৭৫
- ঘ. ১৭৭৫
উত্তরঃ ১৭৭৬
129. Who wrote The Inheritance of Loss?
- ক. Bharati Mukherjee
- খ. Monika Ali
- গ. Anita Desai
- ঘ. Kiran Desai
উত্তরঃ Kiran Desai
130. Protestant Ethics and the Spirit of Cpitalism গ্রন্থটির লেখক কে?
- ক. ম্যাক্স ওয়েবার
- খ. কার্ল মার্কস
- গ. আবুল ফজল হক
- ঘ. আর ভি রাও
উত্তরঃ ম্যাক্স ওয়েবার
131. Not One More Mother's Child বইটির লেখক---
- ক. জুডিস মিলার
- খ. বিল ক্লিনটন
- গ. টনি ব্লেয়ার
- ঘ. শিন্ডি শিহান
উত্তরঃ শিন্ডি শিহান
132. নিচের কোন উপন্যাসটি বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ লেখিকা মনিকা আলীর লেখা?
- ক. Brick Lane
- খ. The Company of Woman
- গ. Tale to Two Cities
- ঘ. September on Jessore Road
উত্তরঃ Brick Lane
133. W Sommerset Maugham রচিত পুস্তক কোনটি?
- ক. Of human Bondage
- খ. Roads of Destiny
- গ. Marchant of Venice
- ঘ. Paradies Lost
উত্তরঃ Of human Bondage
134. 'দি ক্ল্যাস অব সিভিলাইজেশন' বইয়ের লেখক কে?
- ক. লুসিয়ান ডব্লিউ পাই
- খ. বারবারা ওয়ার্ড
- গ. হ্যারি পটার
- ঘ. স্যামুয়েল হানটিংটন
উত্তরঃ স্যামুয়েল হানটিংটন
135. স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বের সভ্যতার সংঘাত (Clash of Civilizations) হবে মত প্রকাশ করেন?
- ক. হেনরি কিসিঞ্জার
- খ. প্রেসিডেন্ট বুশ
- গ. স্যামুয়েল হানটিংটন
- ঘ. জন মেজর
উত্তরঃ স্যামুয়েল হানটিংটন
136. The Clash of Civilization ধারণার প্রবক্তা কে?
- ক. জর্জ বুশ
- খ. স্যামুয়েল হানটিংটন
- গ. কন্ডোলিৎসা রাইস
- ঘ. ডোনাল্ড রামসফেল্ড
উত্তরঃ স্যামুয়েল হানটিংটন
137. 'দি রোড টু মক্কা' বইয়ের লেখক কে?
- ক. মুরাদ হফম্যান
- খ. নিকিতা খাওয়া
- গ. মুহাম্মদ আসাদ
- ঘ. আহমদ
উত্তরঃ মুহাম্মদ আসাদ
138. 'সিদ্ধার্থ' গ্রন্থের লেখক কে?
- ক. আর্নল্ড টয়েনবি
- খ. হারমান হেস
- গ. ডেরেক ওয়ালকট
- ঘ. জায়ারে
উত্তরঃ হারমান হেস
140. কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে A Tale of Two Cities রচিত হয়?
- ক. বলশেভিক বিপ্লব
- খ. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
- গ. আমেরিকান বিপ্লব
- ঘ. ফরাসি বিপ্লব
উত্তরঃ ফরাসি বিপ্লব
141. 'হ্যারি পটার' কি?
- ক. এক জাতীয় পাত্র
- খ. সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই
- গ. এক জাতীয় গুছ বোমা
- ঘ. এক ধরনের খেলনা
উত্তরঃ সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই
143. Who is the author of the Harry Potter series?/ Famous Harry Potter series is written by--
- ক. J.k Rowling
- খ. Shankar
- গ. Jule Verne
- ঘ. Humayun Ahmed
উত্তরঃ J.k Rowling
144. 'ওল্ড ম্যান এন্ড দি সী' গ্রন্থের লেখক কে?
- ক. চার্লস ডিকেন্স
- খ. ম্যাক্সিম গোর্কি
- গ. উইলিয়াম ফকনার
- ঘ. আর্নেস্ট হেমিংওয়ে
উত্তরঃ আর্নেস্ট হেমিংওয়ে
145. 'Farewell to Arms' উপন্যাসের রচয়িতা কে?
- ক. জর্জ বার্নাড শ
- খ. ডি এইচ লরেন্স
- গ. উইলিয়াম শেক্সপিয়ার
- ঘ. আর্নেস্ট হেমিংওয়ে
উত্তরঃ আর্নেস্ট হেমিংওয়ে
146. The writer of the book 'Paradise Regained' is----
- ক. P.B. Shelley
- খ. John Milton
- গ. Shakespeare
- ঘ. G.B. Shaw
উত্তরঃ John Milton
147. 'টাইম মেশিন' গ্রন্থটির লেখক কে?
- ক. জর্জ ওরওয়েল
- খ. এইচ জি ওয়েলস
- গ. ভিক্টর হুগো
- ঘ. বার্নাড শ
উত্তরঃ এইচ জি ওয়েলস
148. বিখ্যাত গ্রন্থ 'মসনবী শরীফ' এর রচয়িতা--
- ক. আলাওল
- খ. আল্লামা জালাল উদ্দিন রুমী (রা)
- গ. আবুল ফজল
- ঘ. মিনহাজ উস সিরাজ
উত্তরঃ আল্লামা জালাল উদ্দিন রুমী (রা)
149. 'জিন্নাহ' ইন্ডিয়া-পার্টিশন-স্বাধীনতা' নামে লিখেছেন--
- ক. যশবন্ত সিং
- খ. অটল বিহারী বাজপেয়ী
- গ. ভি পি সিং
- ঘ. এল কে আদভানি
উত্তরঃ যশবন্ত সিং
150. Sir Arthur Conan Doyle এর বিখ্যাত বইয়ের নাম--
- ক. জাঙ্গল স্টোরি
- খ. প্যারিস বানিং
- গ. দ্য অ্যাডভেঞ্জার অব শার্লক হোমস
- ঘ. ডেভিড কপারফিল্ড
উত্তরঃ দ্য অ্যাডভেঞ্জার অব শার্লক হোমস