বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা
52. ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত?
- ক. গ্রিক
- খ. মিশরীয়
- গ. খ্রিস্টান
- ঘ. ফরাসি
উত্তরঃ মিশরীয়
53. প্রথম একশ্বরবাদী ধর্ম কোনটি?
- ক. প্রাচীন মিশরীয় ধর্ম
- খ. হিব্রু ধর্ম
- গ. ইসলাম ধর্ম
- ঘ. খ্রিস্ট ধর্ম
উত্তরঃ প্রাচীন মিশরীয় ধর্ম
54. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে?
- ক. ১৮৭৮ সালে
- খ. ১৯২২ সালে
- গ. ১৯৩৪ সালে
- ঘ. ১৯৪৬ সালে
উত্তরঃ ১৯২২ সালে
56. বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
- ক. গ্রিসে
- খ. মেসোপটেমিয়া
- গ. রোমে
- ঘ. ভারতে
উত্তরঃ মেসোপটেমিয়া
58. 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. তুরস্ক
- ঘ. সিরিয়া
উত্তরঃ ইরাক
60. কোন সভ্যতার প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন হয়?
- ক. মিশরীয়
- খ. সুমেরীয়
- গ. ব্যাবিলনীয়
- ঘ. ক্যালডীয়
উত্তরঃ সুমেরীয়
61. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
- ক. জুলিয়াস সিজার
- খ. হাম্বুরাবি
- গ. সম্রাট আলেকজান্ডার
- ঘ. এরিস্টটল
উত্তরঃ হাম্বুরাবি
62. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
- ক. স্পেন
- খ. ব্যাবিলন
- গ. গ্রিস
- ঘ. তেহরান
উত্তরঃ ব্যাবিলন
65. 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কে গড়ে তুলেছিল?
- ক. নেবুচাদ নেজার
- খ. সাইরাস
- গ. র্যামজেজ
- ঘ. দারিউস
উত্তরঃ নেবুচাদ নেজার
66. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়--
- ক. চীনের প্রাচীরের কাছে
- খ. দক্ষিণ আফ্রিকা র ভিক্টোরিয়া প্রদেশে
- গ. ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
- ঘ. ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
উত্তরঃ ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
67. নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়?
- ক. রোমান
- খ. গ্রিক
- গ. ক্যালডীয়
- ঘ. পারস্য
উত্তরঃ ক্যালডীয়
69. সিন্ধু সভ্যতা আবিস্কারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- ক. আর. সি. মজুমদার
- খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
- গ. নীহাররঞ্জন রায়
- ঘ. কালিদাস নাগ
উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
70. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
- ক. ব্যাবিলন
- খ. গ্রিস
- গ. মিশর
- ঘ. চীন
উত্তরঃ ব্যাবিলন
71. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
- ক. তাম্র যুগের
- খ. আর্য যুগের
- গ. সুমেরীয় যুগের
- ঘ. শহরভিত্তিক যুগের
উত্তরঃ তাম্র যুগের
72. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না?
- ক. প্রশাসনিক ব্যবস্থা
- খ. জল নিষ্কাশন ব্যবস্থা
- গ. লিখন পদ্ধতি
- ঘ. লোহার অস্ত্র
উত্তরঃ লোহার অস্ত্র
73. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?
- ক. বর্ণমালা
- খ. আগ্নেয়াস্ত্রের ব্যবহার
- গ. মুদ্রার প্রচলন
- ঘ. চিত্রলেখা
উত্তরঃ বর্ণমালা
74. পারসিক ধর্মের প্রবর্তক কে?
- ক. গৌতম বুদ্ধ
- খ. বর্ধমান মহাবীর
- গ. আইড্রো
- ঘ. জরথুস্ট্র
উত্তরঃ জরথুস্ট্র
75. প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
- ক. ফিনিশীয় সভ্যতা
- খ. পারসিক সভ্যতা
- গ. হিব্রু সভ্যতা
- ঘ. ব্যাবিলনীয় সভ্যতা
উত্তরঃ হিব্রু সভ্যতা