বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা

176. 'দি ম্যাডোনা অ্যান্ড চাইল্ড'- কার চিত্রকর্ম?

  • ক. লিওনার্দো দ্য ভিঞ্জি
  • খ. ভ্যানগগ
  • গ. মাইকেল এঞ্জেলো
  • ঘ. এস এম সুলতান

উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্জি

বিস্তারিত

177. মাইকেল এঞ্জেলো কোন ভাস্কর্যের স্রষ্টা?

  • ক. মোজেস
  • খ. হেরমেস
  • গ. লেডি জাস্টিস
  • ঘ. দি থিংকার

উত্তরঃ মোজেস

বিস্তারিত

178. ভিনসেন্ট ভ্যানগগ কি ছিলেন?

  • ক. চিত্রকর
  • খ. যাদুকর
  • গ. বিজ্ঞানী
  • ঘ. সাহিত্যিক

উত্তরঃ চিত্রকর

বিস্তারিত

179. পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন---

  • ক. ইতালি
  • খ. ফ্রান্স
  • গ. গ্রিস
  • ঘ. স্পেন

উত্তরঃ স্পেন

বিস্তারিত

180. পাবলো পিকাসো কে ছিলেন?

  • ক. দার্শনিক
  • খ. ক্রীড়াবিদ
  • গ. সঙ্গীতবিদ
  • ঘ. চিত্রশিল্পী

উত্তরঃ চিত্রশিল্পী

বিস্তারিত

181. বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী--

  • ক. লিওনার্দো দ্য ভিঞ্জি
  • খ. পাবলো পিকাসো
  • গ. মাইকেল এঞ্জেলো
  • ঘ. সালভেদর ডালি

উত্তরঃ পাবলো পিকাসো

বিস্তারিত

182. সালভেদর ডালি কে ছিলেন?

  • ক. বিজ্ঞানী
  • খ. লেখক
  • গ. সঙ্গীতবিদ
  • ঘ. চিত্রশিল্পী

উত্তরঃ চিত্রশিল্পী

বিস্তারিত

183. ফিদা মকবুল হোসেন একজন---

  • ক. ভাস্কর
  • খ. চিত্রী
  • গ. স্থপতি
  • ঘ. বিচারপতি

উত্তরঃ চিত্রী

বিস্তারিত

184. মাদাম তুশো-র জাদুঘরে কি রক্ষিত আছে?

  • ক. ম্যাডাম তুশোর ব্যক্তিগত সংগ্রহ
  • খ. বিখ্যাত চিত্রকরদের আঁকা চিত্রকর্ম
  • গ. বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেট
  • ঘ. বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি

উত্তরঃ বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি

বিস্তারিত

185. কোন দেশে লুভ্যরো মিউজিয়াম অবস্থিত?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. রাশিয়া
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

186. মুসলিম জাতির আদি পিতা কে?

  • ক. হযরত আদম (আ.)
  • খ. হযরত ইসমাইল (আ.)
  • গ. হযরত ইব্রাহিম (আ.)
  • ঘ. হযরত শীষ (আ.)

উত্তরঃ হযরত আদম (আ.)

বিস্তারিত

187. প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত?

  • ক. হানিফ
  • খ. হানাফি
  • গ. তৌহিদবাদী
  • ঘ. আল-আমিন

উত্তরঃ হানিফ

বিস্তারিত

188. হযরত মুহাম্মদ (স) এর জন্মস্থান--

  • ক. মদীনা
  • খ. মক্কা
  • গ. বাগদাদ
  • ঘ. দামেস্ক

উত্তরঃ মক্কা

বিস্তারিত

189. মহানবী হযরত মুহাম্মদ (স) এর জন্ম-মৃত্যুর তারিখ--

  • ক. ১২ রবিউল আউয়াল
  • খ. ১২ রবিউস সানি
  • গ. ১২ জমাদিয়াল আউয়াল
  • ঘ. ১২ জমাদিউস সানি

উত্তরঃ ১২ রবিউল আউয়াল

বিস্তারিত

190. পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?

  • ক. বুখারী শরীফ
  • খ. কুরআন শরীফ
  • গ. বাইবেল
  • ঘ. তাওরাত

উত্তরঃ কুরআন শরীফ

বিস্তারিত

191. হযরত মুহাম্মদ (স) কত সালে হিযরত করেন?

  • ক. ৬২২ খ্রিঃ
  • খ. ৬৩২ খ্রিঃ
  • গ. ৬১২ খ্রিঃ
  • ঘ. ৬১৬ খ্রিঃ

উত্তরঃ ৬২২ খ্রিঃ

বিস্তারিত

192. হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়---

  • ক. ৬২২ খ্রিঃ
  • খ. ৫৭০ খ্রিঃ
  • গ. ৬২৮ খ্রিঃ
  • ঘ. ৬২৪ খ্রিঃ

উত্তরঃ ৬২৮ খ্রিঃ

বিস্তারিত

193. মুসলিমদের মক্কা বিজয় সংঘঠিত হয়?

  • ক. ৬২৪ খ্রিঃ
  • খ. ৬২৮ খ্রিঃ
  • গ. ৬৩০ খ্রিঃ
  • ঘ. ৬৩২ খ্রিঃ

উত্তরঃ ৬৩০ খ্রিঃ

বিস্তারিত

194. প্রধান প্রধান আসমানী কিতাব কতটি?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৫টি
  • ঘ. ১০৪টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

195. কোন রাতে পবিত্র কুরআন নাযিল হয়?

  • ক. শবে মিরাজ রাতে
  • খ. শবে বরাত রাতে
  • গ. শবে কদর রাতে
  • ঘ. ঈদের রাতে

উত্তরঃ শবে কদর রাতে

বিস্তারিত

196. ওহীর মাধ্যমে সমগ্র কুরআন শরীফ কত বছরে নাযিল হয়?

  • ক. ৪০ বছরে
  • খ. ৩২ বছরে
  • গ. ১০ বছরে
  • ঘ. ২৩ বছরে

উত্তরঃ ২৩ বছরে

বিস্তারিত

197. পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?

  • ক. ১১৪
  • খ. ২১৪
  • গ. ১৪১
  • ঘ. ২৪১

উত্তরঃ ১১৪

বিস্তারিত

198. পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?

  • ক. আন আম
  • খ. নিসা
  • গ. আল-ইমরান
  • ঘ. বাকারা

উত্তরঃ বাকারা

বিস্তারিত

199. 'হাদীস' শব্দের অর্থ---

  • ক. কথা
  • খ. আদেশ
  • গ. উপদেশ
  • ঘ. বক্তৃতা

উত্তরঃ কথা

বিস্তারিত

200. হাদিসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ--

  • ক. সুনানে আবু দাউদ
  • খ. সহীহ মুসলিম
  • গ. মুসনাদ ইমাম আহমাদ
  • ঘ. সহীহ বুখারী

উত্তরঃ সহীহ বুখারী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects