বিশ্বের ভাষা শিক্ষা সাহিত্য ও সভ্যতা

201. আল-আকসা মসজিদ কোথায়?

  • ক. বাগদাদ
  • খ. মক্কা
  • গ. মদিনা
  • ঘ. জেরুজালেম

উত্তরঃ জেরুজালেম

বিস্তারিত

202. হযরত ইব্রাহিম (আ) এর মাজার কোথায় অবস্থিত?

  • ক. জেরুজালেম
  • খ. হেবরনে
  • গ. তিরকুটে
  • ঘ. মদিনায়

উত্তরঃ হেবরনে

বিস্তারিত

203. পবিত্র বায়তুল মোকাদ্দাস মসজিদ নিম্নলিখিত শহরে অবস্থিত?

  • ক. জেরুজালেম
  • খ. তেল আবিব
  • গ. বাগদাদ
  • ঘ. রিয়াদ

উত্তরঃ জেরুজালেম

বিস্তারিত

204. আল-আকসা মসজিদটি অবস্থিত?

  • ক. ইরাকে
  • খ. কুয়েতে
  • গ. ইসরাইলে
  • ঘ. জর্ডানে

উত্তরঃ ইসরাইলে

বিস্তারিত

206. যে দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত করা হয় না?

  • ক. সৌদি আরব
  • খ. আইসল্যান্ড
  • গ. গ্রিনল্যান্ড
  • ঘ. ভ্যাটিক্যান

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

207. ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?

  • ক. হযরত ওমর (রাঃ)
  • খ. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  • গ. হযরত আলী (রাঃ)
  • ঘ. হযরত ওসমান (রাঃ)

উত্তরঃ হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)

বিস্তারিত

208. ভন্ডনবীদের দমন করেন কে?

  • ক. হযরত আবু বকর
  • খ. হযরত ওমর
  • গ. হযরত ওসমান
  • ঘ. হযরত ইমরান

উত্তরঃ হযরত আবু বকর

বিস্তারিত

209. ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে?

  • ক. হযরত আবু বকর (রাঃ)
  • খ. হযরত ওমর (রাঃ)
  • গ. হযরত ওসমান (রাঃ)
  • ঘ. হযরত আলী (রাঃ)

উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)

বিস্তারিত

210. হযরত আবু বকর (রাঃ) কোন সালে খলিফা হন?

  • ক. ৬৩২ খ্রিস্টাব্দে
  • খ. ৬৩৪ খ্রিস্টাব্দে
  • গ. ৬৩৫ খ্রিস্টাব্দে
  • ঘ. ৬৩৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ ৬৩২ খ্রিস্টাব্দে

বিস্তারিত

211. 'বায়তুল মাল' কে প্রতিষ্ঠা করেন?

  • ক. হযরত আবু বকর (রাঃ)
  • খ. হযরত ওমর (রাঃ)
  • গ. হযরত ওসমান (রাঃ)
  • ঘ. হযরত আলী (রাঃ)

উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)

বিস্তারিত

212. রিদ্দা কি?

  • ক. স্থানের নাম
  • খ. ধর্মযুদ্ধ
  • গ. ব্যক্তির নাম
  • ঘ. এক ধরনের ক্রীড়া

উত্তরঃ ধর্মযুদ্ধ

বিস্তারিত

213. সর্বপ্রথম ইসলামী মুদ্রা কে প্রচলন করেন?

  • ক. হযরত আবু বকর (রাঃ)
  • খ. হযরত ওমর (রাঃ)
  • গ. হযরত ওসমান (রাঃ)
  • ঘ. হযরত আলী (রাঃ)

উত্তরঃ হযরত ওমর (রাঃ)

বিস্তারিত

214. ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে--

  • ক. হযরত আলীর (রাঃ)
  • খ. হযরত ওসমানের (রাঃ)
  • গ. হযরত ওমরের (রাঃ)
  • ঘ. হযরত আবু বকরের (রাঃ)

উত্তরঃ হযরত আবু বকরের (রাঃ)

বিস্তারিত

215. নিম্নের কে খুলাফায়ে রাশেদীনের একজন নন?

  • ক. হযরত আলী
  • খ. উমর বিন আব্দুল আযীয
  • গ. হযরত উমর বিন খাত্তাব
  • ঘ. উসমান বিন আফফান

উত্তরঃ উমর বিন আব্দুল আযীয

বিস্তারিত

216. কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?

  • ক. হারুনুর রশিদ
  • খ. আল মামুন
  • গ. হযরত ওমর (রাঃ)
  • ঘ. আল ওয়ালিদ

উত্তরঃ হযরত ওমর (রাঃ)

বিস্তারিত

217. শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন--

  • ক. হযরত আলী (রাঃ)
  • খ. হযরত সা'দ (রাঃ)
  • গ. হযরত ওমর (রাঃ)
  • ঘ. হযরত আনাস (রাঃ)

উত্তরঃ হযরত আলী (রাঃ)

বিস্তারিত

218. পঞ্চম খলিফা বলে পরিচিত--

  • ক. খলিফা আলী (রাঃ)
  • খ. খলিফা আবুবকর (রাঃ)
  • গ. খলিফা ওসমান (রাঃ)
  • ঘ. খলিফা ওমন বিন আব্দুল আযিম (রাঃ)

উত্তরঃ খলিফা ওমন বিন আব্দুল আযিম (রাঃ)

বিস্তারিত

219. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা---

  • ক. আল-ওয়ালিদ
  • খ. মুয়াবিয়া
  • গ. মামুন
  • ঘ. হযরত আলী

উত্তরঃ মুয়াবিয়া

বিস্তারিত

220. ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্র এর প্রবর্তক--

  • ক. মুয়াবিয়া
  • খ. প্রথম ইয়াজিদ
  • গ. দ্বিতীয় ওমর
  • ঘ. দ্বিতীয় মারওয়ান

উত্তরঃ মুয়াবিয়া

বিস্তারিত

221. ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ--

  • ক. উমাইয়া শাসনকাল
  • খ. ফাতেমী শাসনকাল
  • গ. আব্বাসীয় শাসনকাল
  • ঘ. মুঘল শাসনকাল

উত্তরঃ আব্বাসীয় শাসনকাল

বিস্তারিত

222. আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল--

  • ক. মক্কায়
  • খ. মদীনায়
  • গ. দামেস্কে
  • ঘ. বাগদাদে

উত্তরঃ বাগদাদে

বিস্তারিত

223. 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠা করেন---

  • ক. আল-মামুন
  • খ. আল-আমিন
  • গ. হারুন-অর-রশীদ
  • ঘ. আল-মনসুর

উত্তরঃ হারুন-অর-রশীদ

বিস্তারিত

224. 'বায়তুল হিকমা' কি?

  • ক. আব্বাসী রাজপ্রাসাদ
  • খ. জ্ঞানচর্চা কেন্দ্র
  • গ. প্রমোদ কেন্দ্র
  • ঘ. কারাগার

উত্তরঃ জ্ঞানচর্চা কেন্দ্র

বিস্তারিত

225. আব্বাসীয় বংশের পতন ঘটে?

  • ক. ১২০০ সালে
  • খ. ১২৫৮ সালে
  • গ. ১৫২৬ সালে
  • ঘ. ১৫৩০ সালে

উত্তরঃ ১২৫৮ সালে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects