বিশ্বের শিল্প কৃষি ও খণিজ সম্পদ

1. পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. কানাডা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

2. বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ কোনটি?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. চীন
  • গ. ভারত
  • ঘ. মায়ানমার

উত্তরঃ চীন

বিস্তারিত

3. বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো--

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. নেপাল
  • ঘ. ভিয়েতনাম

উত্তরঃ চীন

বিস্তারিত

4. বিশ্বের চাল রপ্তানীকারক দেশ কোনটি?

  • ক. জাপান
  • খ. থাইল্যান্ড
  • গ. ভারত
  • ঘ. চীন

উত্তরঃ ভারত

বিস্তারিত

5. পৃথিবীর সবচেয়ে গম উৎপন্ন হয়---

  • ক. চীনে
  • খ. যুক্তরাষ্ট্রে
  • গ. কানাডায়
  • ঘ. ভারতে

উত্তরঃ চীনে

বিস্তারিত

6. বিশ্বের সবচেয়ে বেশী সয়াবিন উৎপাদনকারী দেশ--

  • ক. চীন
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ভারত
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

7. 'চা' এর আদিবাস?

  • ক. ভারত
  • খ. শ্রীলংকা
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ চীন

বিস্তারিত

8. পৃথিবীতে চা উৎপাদনকারী প্রথম স্থান অধিকারী দেশ---

  • ক. শ্রীলংকা
  • খ. ভারত
  • গ. বাংলাদেশ
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

10. পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়--

  • ক. ভারতে
  • খ. বাংলাদেশে
  • গ. চীনে
  • ঘ. রাশিয়ায়

উত্তরঃ ভারতে

বিস্তারিত

11. বর্তমানে বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. ব্রাজিল
  • গ. ভারত
  • ঘ. ফিলিপাইন

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

12. পানীয় হিসাবে কফির প্রথম ব্যবহার শুরু হয়?

  • ক. আফগানিস্তানে
  • খ. চীন দেশে
  • গ. মালয় রাজ্যে
  • ঘ. আরব দেশে

উত্তরঃ আরব দেশে

বিস্তারিত

13. কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসাবে ব্যবহার করা হয়েছে?

  • ক. মিশর
  • খ. ইয়েমেন
  • গ. কেনিয়া
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ ইয়েমেন

বিস্তারিত

14. পৃথিবীতে সবচাইতে বেশী কফি উৎপন্ন হয় কোন দেশে?

  • ক. আর্জেন্টিনা
  • খ. কেনিয়া
  • গ. ঘানা
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

15. কোন দেশে সবচেয়ে বেশী আপেল উৎপন্ন হয়?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ভারত
  • গ. চীন
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ চীন

বিস্তারিত

16. সবচেয়ে বেশী পামওয়েল উৎপন্ন হয় কোথায়?

  • ক. বার্মা
  • খ. ইরান
  • গ. ভারত
  • ঘ. মালয়েশিয়া

উত্তরঃ মালয়েশিয়া

বিস্তারিত

17. পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক দেশ কোনটি?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. জার্মানি

উত্তরঃ চীন

বিস্তারিত

18. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. জাপান
  • ঘ. কোনটিই না

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

19. কোন শহর পাটশিল্পের জন্য বিখ্যাত?

  • ক. ড্যান্ডি
  • খ. নিউইয়র্ক
  • গ. ইসলামাবাদ
  • ঘ. বেইজিং

উত্তরঃ ড্যান্ডি

বিস্তারিত

20. সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ?

  • ক. জাপান
  • খ. ভারত
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

21. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত কোন দেশ?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. জাপান

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

22. চিনি উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ?

  • ক. বাংলাদেশ
  • খ. জাপান
  • গ. পোল্যান্ড
  • ঘ. কিউবা

উত্তরঃ কিউবা

বিস্তারিত

23. কোনটি জাপানি গাড়ি?

  • ক. টয়োটা
  • খ. মার্সিডিজ
  • গ. ফোর্ড
  • ঘ. ভক্সওয়াগন

উত্তরঃ টয়োটা

বিস্তারিত

24. ভলভো কোন দেশের গাড়ি?

  • ক. ইতালি
  • খ. সুইডেন
  • গ. জার্মানি
  • ঘ. জাপান

উত্তরঃ সুইডেন

বিস্তারিত

25. বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো--

  • ক. উত্তর আমেরিকা
  • খ. দক্ষিণ আফ্রিকা
  • গ. চীন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects