প্রাথমিক চিকিৎসা ও ঔষধ
1. ভায়াগ্রা কি?
- ক. একটি জলপ্রপাত
- খ. নতুন একটি ঔষধ
- গ. নতুন জাহাজের নাম
- ঘ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
উত্তরঃ নতুন একটি ঔষধ
2. বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
- ক. ডায়রিয়া
- খ. ডেঙ্গু
- গ. জ্বর
- ঘ. চুলকানি
উত্তরঃ ডায়রিয়া
3. কলেরা বা ডায়রিয়ার রোগী স্যালাইন খেতে দেওয়া হয় কেন?
- ক. বমি বন্ধ হওয়ার জন্য
- খ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
- গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য
- ঘ. দেহ বর্ধনের জন্য
উত্তরঃ দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
4. নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর-
- ক. ০.৫% জলীয় দ্রবণ
- খ. ১% জলীয় দ্রবণ
- গ. ০.৯% জলীয় দ্রবণ
- ঘ. ১৯% জলীয় দ্রবণ
উত্তরঃ ০.৯% জলীয় দ্রবণ
5. A normal solution contains 1 equivalent weight of solute in
- ক. 1000ml
- খ. 100ml
- গ. 10ml
- ঘ. 5ml
উত্তরঃ 1000ml
6. শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?
- ক. ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
- খ. বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া
- গ. লবণ পানি দেয়া
- ঘ. নারিকেলের তৈল দেয়া
উত্তরঃ বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া
7. আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?
- ক. ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
- খ. ডেটল বা চুনে রপানি দেওয়া
- গ. পানি দিয়ে ধুয়ে ফেলা
- ঘ. এসপিরিন বড়ি খেতে দেওয়া
উত্তরঃ ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
8. রোদে পোড়া, ত্বকে র্যাস বের হওয়া, পোকা মাকড়ের কামড়ে দরকার-
- ক. লবণাক্ত পানিতে গোছল করা
- খ. স্যাভলনযুক্ত পানিতে গোছল করা
- গ. সিরকাযুক্ত পানিতে গোছল করা
- ঘ. বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো
উত্তরঃ বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো
- ক. ব্যথা নিবরাক মলম জাতীয় ঔষধ লাগানো
- খ. মালিশ করা
- গ. শুধু সান্ত্বনা দেয়া
- ঘ. ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো
উত্তরঃ ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো
10. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
- ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
- খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
- গ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
- ঘ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে
উত্তরঃ পাশাপাশি দুটো দাঁতের দাগ
11. এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়/পেনিসিলিন ওষুধ তৈরি হয়
- ক. ফার্ণ দিয়ে
- খ. শৈবাল দিয়ে
- গ. ছত্রাক দিয়ে
- ঘ. লাইকেন দিয়ে
উত্তরঃ ছত্রাক দিয়ে
12. ‘সিঙ্কোনা’ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
- ক. আমাশয়
- খ. ম্যালেরিয়া
- গ. কালাজ্বর
- ঘ. এইডস
উত্তরঃ ম্যালেরিয়া
- ক. ক্লোরোকুইন
- খ. ক্লোক্সাসিলিন
- গ. মেফলোকুইন
- ঘ. পাইরামিথামিন + সালফাডক্সিন
উত্তরঃ পাইরামিথামিন + সালফাডক্সিন
- ক. জীবাণু ধংস করা
- খ. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
- গ. ভাইরাস ধংস করা
- ঘ. দ্রুত রোগ নিরাময় করা
উত্তরঃ জীবাণু ধংস করা