রাশি ও তার পরিমাপ এবং বলবিদ্যা
1. C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্য এর একক
- ক. ডেকামিটার
 - খ. মিটার
 - গ. ডেসিমিটার
 - ঘ. সেন্টিমিটার
 
উত্তরঃ সেন্টিমিটার
3. মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
- ক. পাউন্ড
 - খ. গ্রাম
 - গ. কিলোগ্রাম
 - ঘ. মিলিগ্রাম
 
উত্তরঃ কিলোগ্রাম
- ক. Porocity
 - খ. Fluidity
 - গ. Viscosity
 - ঘ. Permeability
 
উত্তরঃ Viscosity
7. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
- ক. নিউটন-কুলম্ব
 - খ. নিউটন/কুলম্ব
 - গ. ডাউন/ই.এস.ইউ চার্জ
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ নিউটন/কুলম্ব
9. নিচের কোনটি কৌণিক ত্বরেণর একক?
- ক. রেডিয়ান/সে২
 - খ. ডিগ্রিী/সে২
 - গ. গ্রেড/সে
 - ঘ. রেডিয়ান/সে
 
উত্তরঃ রেডিয়ান/সে২
10. কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?
- ক. নিউটন
 - খ. আর্কিমিডিস
 - গ. গ্যালিলিও
 - ঘ. আইনস্টাইন
 
উত্তরঃ নিউটন
12. ‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?
- ক. আইনস্টাইন
 - খ. নিউটন
 - গ. ফ্যারাডে
 - ঘ. আর্কিমিডিস
 
উত্তরঃ নিউটন
13. সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
- ক. ছেলেটির পেছনে
 - খ. ছেলেটির সামনে
 - গ. ছেলেটির হাতে
 - ঘ. রেলের ওপরে
 
উত্তরঃ ছেলেটির হাতে
14. চলন্ত রেল গাড়িতে দাড়িয়ে হাত দিয়ে একটি বল সঠিক উপরে ছূড়ে দিলে তার অবস্থা কি হবে?
- ক. পুনরায় হাতে এসে পড়বে
 - খ. সামনে পড়বে
 - গ. পিছনে পড়বে
 - ঘ. পাশে পড়বে
 
উত্তরঃ পুনরায় হাতে এসে পড়বে
19. একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ (a) কে প্রকাশ করা হয়
- ক. F=a/m
 - খ. F=ma
 - গ. a=Fm
 - ঘ. কোনটিই সত্য নয়
 
উত্তরঃ F=ma
21. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
- ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
 - খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
 - গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
 - ঘ. পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
 
উত্তরঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
22. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?
- ক. যথাযথভাবে হাল ঘুরায়ে
 - খ. নদী স্রোত এর সুকেওশল ব্যবহারে
 - গ. পাল ব্যবহার করে
 - ঘ. গুনটানার সময়ে টানটি সামনের দিকে রেখে
 
উত্তরঃ যথাযথভাবে হাল ঘুরায়ে
23. বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?
- ক. কেন্দ্রবিমুখী বলের অভাবে
 - খ. কেন্দ্রবিমুখী বলের আধিক্য
 - গ. কেন্দ্রমুখী বলের আধিক্য
 - ঘ. কেন্দ্রমুখী বলের অভাবে
 
উত্তরঃ কেন্দ্রমুখী বলের অভাবে
24. একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
- ক. নিউটনের প্রথম সূত্র
 - খ. নিউটনের দ্বিতীয় সূত্র
 - গ. নিউটনের তৃতীয় সূত্র
 - ঘ. নিউটনের মহাকর্ষীর সূত্র
 
উত্তরঃ নিউটনের তৃতীয় সূত্র
25. মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
- ক. গতির প্রথম সূত্র
 - খ. গতির দ্বিতয়ি সূত্র
 - গ. গতির তৃতীয় সূত্র
 - ঘ. ভরবেগের নিত্যতার সূত্র
 
উত্তরঃ গতির তৃতীয় সূত্র