রাশি ও তার পরিমাপ এবং বলবিদ্যা

26. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে?

  • ক. বাষ্পীয় ইঞ্জিন
  • খ. অন্তর্দহন ইঞ্জিন
  • গ. স্টারলিং ইঞ্জিন
  • ঘ. রকেট ইঞ্জিন

উত্তরঃ রকেট ইঞ্জিন

বিস্তারিত

27. জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?

  • ক. টারবাইন
  • খ. রোটারী
  • গ. মোটর
  • ঘ. রি-অ্যাকশন

উত্তরঃ রি-অ্যাকশন

বিস্তারিত

28. বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?

  • ক. বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
  • খ. রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
  • গ. রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
  • ঘ. বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে

উত্তরঃ রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর

বিস্তারিত

29. A rocket flying to the moon does not need wings because……

  • ক. it has no engine
  • খ. space is airless
  • গ. it has no fuel
  • ঘ. space has too much dust

উত্তরঃ space is airless

বিস্তারিত

30. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?

  • ক. ভারীটির
  • খ. হালকাটির
  • গ. গতিবেগ সমান
  • ঘ. ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে

উত্তরঃ হালকাটির

বিস্তারিত

31. বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার

  • ক. স্থিতিশক্তি দ্বিগুণ হয়
  • খ. ভরবেগ দ্বিগুণ হয়
  • গ. ত্বরণ দ্বিগুণ হয়
  • ঘ. শক্তি দ্বিগুণ হয়

উত্তরঃ ভরবেগ দ্বিগুণ হয়

বিস্তারিত

32. লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-

  • ক. যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
  • খ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
  • গ. ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
  • ঘ. উপরের সবগুলোই সত্য

উত্তরঃ যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে

বিস্তারিত

33. টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?

  • ক. বায়ুর ঘর্ষণজনিত বাধা
  • খ. বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
  • গ. বায়ুতে বলটির ঘূর্ণন গতি
  • ঘ. খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া

উত্তরঃ বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি

বিস্তারিত

34. ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?

  • ক. ডিম খুব শক্ত আবরণীযুক্ত
  • খ. ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
  • গ. ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
  • ঘ. ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে

উত্তরঃ ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects