রাশি ও তার পরিমাপ এবং বলবিদ্যা
- ক. বাষ্পীয় ইঞ্জিন
- খ. অন্তর্দহন ইঞ্জিন
- গ. স্টারলিং ইঞ্জিন
- ঘ. রকেট ইঞ্জিন
উত্তরঃ রকেট ইঞ্জিন
28. বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?
- ক. বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
- খ. রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
- গ. রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
- ঘ. বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে
উত্তরঃ রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
29. A rocket flying to the moon does not need wings because……
- ক. it has no engine
- খ. space is airless
- গ. it has no fuel
- ঘ. space has too much dust
উত্তরঃ space is airless
30. একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
- ক. ভারীটির
- খ. হালকাটির
- গ. গতিবেগ সমান
- ঘ. ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
উত্তরঃ হালকাটির
31. বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার
- ক. স্থিতিশক্তি দ্বিগুণ হয়
- খ. ভরবেগ দ্বিগুণ হয়
- গ. ত্বরণ দ্বিগুণ হয়
- ঘ. শক্তি দ্বিগুণ হয়
উত্তরঃ ভরবেগ দ্বিগুণ হয়
32. লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-
- ক. যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
- খ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
- গ. ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
- ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তরঃ যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
33. টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?
- ক. বায়ুর ঘর্ষণজনিত বাধা
- খ. বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
- গ. বায়ুতে বলটির ঘূর্ণন গতি
- ঘ. খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া
উত্তরঃ বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
34. ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?
- ক. ডিম খুব শক্ত আবরণীযুক্ত
- খ. ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
- গ. ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
- ঘ. ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে
উত্তরঃ ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না