জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর ওয়াচার কনস্টেবল ফিল্ড স্টাফ
1. ‘চক্ষুর সম্মুখে সংঘটিত’ এর এক কথায় প্রকাশ কি হবে?
- ক. সমক্ষ
- খ. প্রত্যক্ষ
- গ. পরোক্ষ
- ঘ. চাক্ষুষ
2. 'ঢাকেশ্বরী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. ঢাকা + ঈশ্বরী
- খ. ঢাকা + ইশ্বরী
- গ. ঢাক + ইশ্বরী
- ঘ. ঢাক + ঈশরী
3. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
- ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
- খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
- গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
- ঘ. উপরের কোনোটিই নয়
4. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?
- ক. পূর্বপদ
- খ. উত্তরপদ
- গ. পরপদ
- ঘ. দক্ষিণ পদ
5. নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?
- ক. গোবরে গণেশ
- খ. গৌরচন্দ্রিকা
- গ. জলপানি
- ঘ. পত্রপাঠ
6. কারক ও বিভক্তি নির্ণয় কর : পাপে বিরত হও।
- ক. কর্মে ৭মী
- খ. করণে ৫মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৫মী
7. "Misfortune never comes alone" এর বঙ্গানুবাদ কী?
- ক. বিপদ কখনও একা আসে না।
- খ. বিপদে পড়লে বুদ্ধি বাড়ে।
- গ. দুর্ভাগ্য বিপদ বয়ে আনে।
- ঘ. এক মাঘে শীত যায় না।
8. Edition শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
- ক. সম্পাদকীয়
- খ. সম্পাদক
- গ. নির্বাচক
- ঘ. সাংবাদিক
9. আকাশে চাঁদ উঠেছে - কোন কারক?
- ক. কর্মকারক
- খ. করণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
10. ‘তাকে আসতে বললাম, তবু এলো না’ - কীসের উদাহরণ?
- ক. অনুসর্গ
- খ. নির্দেশক
- গ. আবেগ
- ঘ. যোজক
12. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
- ক. আওয়াজ, নজরানা, ফরমান
- খ. কলম, হাকিম, দখল
- গ. দরিয়া, আজাদ, সুদ
- ঘ. দাম, উর্দি, ভরসা
13. ‘অলংকারের ঝংকার’ এর বাক্য সংকোচন কী?
- ক. কিন্নর
- খ. শিঞ্জন
- গ. অজিন
- ঘ. অঞ্জন
- ক. দন্দ
- খ. দ্বন্দ্ব
- গ. দন্দ্ব
- ঘ. দ্বন্দ
- ক. ধৈর্য
- খ. উল্লিখিত
- গ. দারিদ্র
- ঘ. ব্যাপ্তি
19. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জীবনানন্দ দাশ
20. Choose the appropriate preposition : Abdullah has no appetite-----food.
- ক. at
- খ. to
- গ. upon
- ঘ. for
21. Choose the appropriate preposition : I condole----my friend.....his sister's death.
- ক. with, to
- খ. on, with
- গ. with, on
- ঘ. to, with
22. Choose the appropriate preposition : He hinted me -----the matter.
- ক. at
- খ. to
- গ. by
- ঘ. with
23. Choose the correct passive form of : My son bought a new Motor Bike,
- ক. My son did buy a new motor bike
- খ. A new motor bike had been bought by my son
- গ. My new motor bike had been bought my son
- ঘ. A new motor bike was bought by my son
24. Fill in the gap : How long is it since you ----him last?
- ক. saw
- খ. have seen
- গ. had seen
- ঘ. sec
25. Fill in the gap : We are friends. We -----each other for years.
- ক. knew
- খ. know
- গ. have been knowing
- ঘ. have known