জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর ওয়াচার কনস্টেবল ফিল্ড স্টাফ

2. 'ঢাকেশ্বরী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. ঢাকা + ঈশ্বরী
  • খ. ঢাকা + ইশ্বরী
  • গ. ঢাক + ইশ্বরী
  • ঘ. ঢাক + ঈশরী

3. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?

  • ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
  • খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
  • গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
  • ঘ. উপরের কোনোটিই নয়

4. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?

  • ক. পূর্বপদ
  • খ. উত্তরপদ
  • গ. পরপদ
  • ঘ. দক্ষিণ পদ

5. নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?

  • ক. গোবরে গণেশ
  • খ. গৌরচন্দ্রিকা
  • গ. জলপানি
  • ঘ. পত্রপাঠ

6. কারক ও বিভক্তি নির্ণয় কর : পাপে বিরত হও।

  • ক. কর্মে ৭মী
  • খ. করণে ৫মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৫মী

7. "Misfortune never comes alone" এর বঙ্গানুবাদ কী?

  • ক. বিপদ কখনও একা আসে না।
  • খ. বিপদে পড়লে বুদ্ধি বাড়ে।
  • গ. দুর্ভাগ্য বিপদ বয়ে আনে।
  • ঘ. এক মাঘে শীত যায় না।

8. Edition শব্দটির সঠিক পরিভাষা কোনটি?

  • ক. সম্পাদকীয়
  • খ. সম্পাদক
  • গ. নির্বাচক
  • ঘ. সাংবাদিক

9. আকাশে চাঁদ উঠেছে - কোন কারক?

  • ক. কর্মকারক
  • খ. করণ কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

12. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?

  • ক. আওয়াজ, নজরানা, ফরমান
  • খ. কলম, হাকিম, দখল
  • গ. দরিয়া, আজাদ, ‍সুদ
  • ঘ. দাম, উর্দি, ভরসা

14. কোনটি শুদ্ধ বানান?

  • ক. দন্দ
  • খ. দ্বন্দ্ব
  • গ. দন্দ্ব
  • ঘ. দ্বন্দ

15. নিচের কোনটি অশুদ্ধ বানান?

  • ক. ধৈর্য
  • খ. উল্লিখিত
  • গ. দারিদ্র
  • ঘ. ব্যাপ্তি

17. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?

  • ক. চুপচাপ
  • খ. পটাপট
  • গ. ঝমঝম
  • ঘ. সুরে সুরে

19. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. জীবনানন্দ দাশ

23. Choose the correct passive form of : My son bought a new Motor Bike,

  • ক. My son did buy a new motor bike
  • খ. A new motor bike had been bought by my son
  • গ. My new motor bike had been bought my son
  • ঘ. A new motor bike was bought by my son


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics