বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ

51. মন্ত্রীপরিষদ প্রধান কে ?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. মন্ত্রীপরিষদ সচিব
  • ঘ. মুখ্য সচিব

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

52. স্থানীয় সরকার কাকে বলে ?

  • ক. কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়
  • খ. অনির্বাচিত স্থানীয় সংস্থা
  • গ. কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি
  • ঘ. স্থানীয় সরকার তদারককারী কেন্দ্রীয় কর্মকর্তা

উত্তরঃ কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়

বিস্তারিত

54. কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয় ?

  • ক. জেলা
  • খ. উপজেলা
  • গ. ইউনিয়ন
  • ঘ. বিভাগ

উত্তরঃ বিভাগ

বিস্তারিত

55. বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?

  • ক. গ্রাম সরকার
  • খ. ইউনিয়ন পরিষদ
  • গ. পৌরসভা
  • ঘ. গ্রাম পঞ্চায়েত

উত্তরঃ ইউনিয়ন পরিষদ

বিস্তারিত

56. বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

  • ক. থানা
  • খ. উপজেলা
  • গ. গ্রাম সরকার
  • ঘ. ইউনিয়ন পরিষদ

উত্তরঃ ইউনিয়ন পরিষদ

বিস্তারিত

57. কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?

  • ক. ১৩ জন
  • খ. ১২ জন
  • গ. ৯ জন
  • ঘ. ১৫ জন

উত্তরঃ ১৩ জন

বিস্তারিত

58. স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?

  • ক. ইউনিয়ন পরিষদ
  • খ. উপজেলা পরিষদ
  • গ. জেলা পরিষদ
  • ঘ. গ্রাম সরকার

উত্তরঃ ইউনিয়ন পরিষদ

বিস্তারিত

59. White Paper কি ?

  • ক. এক ধরনের আইন
  • খ. সংবাদপত্র
  • গ. সাদা চিঠি
  • ঘ. সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী

উত্তরঃ সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী

বিস্তারিত

60. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?

  • ক. সেন্টমার্টিন
  • খ. সাতগ্রাম
  • গ. মুজিবনগর
  • ঘ. চৌদ্দগ্রাম

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

61. 'রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।' -এ উক্তিটি কার?

  • ক. জন লকের
  • খ. হরকিলের
  • গ. ফাইনারের
  • ঘ. গার্নারের

উত্তরঃ হরকিলের

বিস্তারিত

62. রাষ্ট্রের মুকপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে?

  • ক. সংবিধান
  • খ. শাসক
  • গ. জনগণ
  • ঘ. সরকার

উত্তরঃ সরকার

বিস্তারিত

63. কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?

  • ক. শাসন বিভাগ, বিচার বিভাগ ও সামরিক বিভাগ
  • খ. শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ
  • গ. আইন বিভাগ, শাসন বিভাগ ও সামরিক বিভাগ
  • ঘ. আইন বিভাগ, সামরিক বিভাগ ও বিচার বিভাগ

উত্তরঃ শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ

বিস্তারিত

64. কার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়?

  • ক. নির্বাচকমণ্ডলীর
  • খ. জনমতের
  • গ. রাজনৈতিক দলের
  • ঘ. সরকারের

উত্তরঃ সরকারের

বিস্তারিত

65. 'An Introduction to Politics' গ্রন্থের রচয়িতা কে?

  • ক. হল্যান্ড
  • খ. কে সি হুইয়ার
  • গ. হারম্যান ফাইনার
  • ঘ. অধ্যাপক লাস্কি

উত্তরঃ অধ্যাপক লাস্কি

বিস্তারিত

66. 'আমিই রাষ্ট্র।' -এ কথাটি কে বলেছেন?

  • ক. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই
  • খ. ত্রয়োদশ লুই
  • গ. ফ্রান্সের রাজা দ্বাদশ লুই
  • ঘ. একাদশ লুই

উত্তরঃ ফ্রান্সের রাজা চতুর্দশ লুই

বিস্তারিত

67. ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?

  • ক. ডেভিড ইস্টন
  • খ. জি এ আলমন্ড
  • গ. মস্কা
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ ক ও খ উভয়ই

বিস্তারিত

68. 'জনগণের সম্পত্তিই হচ্ছে সরকারের ভিত্তি'- উক্তিটি কার?

  • ক. টি এইচ গ্রিনের
  • খ. বুশের
  • গ. জন লকের
  • ঘ. টমাস হবসের

উত্তরঃ জন লকের

বিস্তারিত

69. কে জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির জিম্মাদার?

  • ক. আইন
  • খ. সরকার
  • গ. সমাজ
  • ঘ. রাষ্ট্র

উত্তরঃ সরকার

বিস্তারিত

70. রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুসারে শাসক বিধাতার প্রতিনিধি?

  • ক. মার্কসীয় মতবাদ
  • খ. পিতৃতান্ত্রিক মতবাদ
  • গ. ঐশ্বরিক মতবাদ
  • ঘ. বলপ্রয়োগ মতবাদ

উত্তরঃ ঐশ্বরিক মতবাদ

বিস্তারিত

71. মার্কসবাদের রাষ্ট্র কি?

  • ক. সর্বহারা শ্রেণির অধিকার প্রতিষ্ঠার মাধ্যম
  • খ. শোষণের হাতিয়ার
  • গ. শ্রেণিহীন সমাজ গঠনের মাধ্যম
  • ঘ. সবগুলো

উত্তরঃ শোষণের হাতিয়ার

বিস্তারিত

72. কার্ল মার্কস এর তত্ত্ব কোনটি?

  • ক. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব
  • খ. সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্ব
  • গ. উদারতাবাদ
  • ঘ. ব্যাক্তি স্বতন্ত্রবাদ

উত্তরঃ উদ্বৃত্ত মূল্যতত্ত্ব

বিস্তারিত

73. 'স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, শ্লোগানটি কোন বিপ্লবের?

  • ক. চীনা বিপ্লব
  • খ. কিউবা বিপ্লব
  • গ. ফরাসি বিপ্লব
  • ঘ. অক্টোবর বিপ্লব

উত্তরঃ ফরাসি বিপ্লব

বিস্তারিত

74. প্রকৃতির রাজ্যকে কে পার্থিব স্বর্গ বলে অভিহিত করেছেন?

  • ক. মন্টেস্কু
  • খ. জ্যাঁ জ্যাঁক রুশো
  • গ. জন লক
  • ঘ. টমাস হবস

উত্তরঃ জ্যাঁ জ্যাঁক রুশো

বিস্তারিত

75. টমাস হবস কোন দেশের নাগরিক?

  • ক. রাশিয়া
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects