বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ
26. রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন -(Rabindranath Tagore was born on)
- ক. 1 st Baishakh
- খ. 25 th Baishakh
- গ. 23 rd Sraban
- ঘ. 11 th Jaistha
উত্তরঃ 25 th Baishakh
28. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুররের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
- ক. ১৯৫১
- খ. ১৯৬১
- গ. ১৯৭১
- ঘ. ১৯৮১
উত্তরঃ ১৯৬১
29. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন -
- ক. ১৯৩৮ সালে
- খ. ১৯৪১ সালে
- গ. ১৯৪২ সালে
- ঘ. ১৯৪০ সালে
উত্তরঃ ১৯৪১ সালে
30. কোন বাঙালি কবি 'নাইট' উপাধি পেয়েছিলেন ?(Which Bengali poet was awarded the title 'Knight' ?)
- ক. Kazi Nazrul Islam
- খ. Shukumar roy
- গ. Rabindra Nath Tagore
- ঘ. Satyendranath Datta
উত্তরঃ Rabindra Nath Tagore
32. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-
- ক. নিউটন
- খ. আইনস্টাইন
- গ. শ্রডিঞ্জার
- ঘ. ম্যাক্স প্ল্যাঙ্ক
উত্তরঃ আইনস্টাইন
33. 'বিশ্বভারতী' কে প্রতিষ্ঠা করেন ?
- ক. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
34. এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. বিজ্ঞানী সি.ভি.রমন
- গ. হরগোবিন্দ খোরানা
- ঘ. পদার্থবিদ চন্দ্রশেখর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
35. সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় -
- ক. স্যার ইকবাল
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কৃষণ চন্দর
- ঘ. নিরোদ চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
36. কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
- ক. মীর মশাররফ হোসেন
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
37. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
- ক. গীতাঞ্জলী
- খ. গীতালী
- গ. গীতিমালা
- ঘ. গীতবিতান
উত্তরঃ গীতাঞ্জলী
38. রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান ?(Rabindranath Tagore got Nobel Prize for his)
- ক. Gitanjali
- খ. Sonar Tari
- গ. Shesher Kabita
- ঘ. Chitrangada
উত্তরঃ Gitanjali
39. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -
- ক. ১৯০৫ সালে
- খ. ১৯১৩ সালে
- গ. ১৯২৩ সালে
- ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ ১৯১৩ সালে
40. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -
- ক. আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
- খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
- গ. অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
- ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তরঃ অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
41. জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম -
- ক. ড. ইউনূস
- খ. রহমান মোল্লা
- গ. সামসুল হক
- ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ অমর্ত্য সেন
42. কোন বাঙালি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ?
- ক. প্রফেসর মুহাম্মদ ইউনূস
- খ. প্রফেসর নূরুল ইসলাম
- গ. প্রফেসর অমর্ত্য সেন
- ঘ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
উত্তরঃ প্রফেসর অমর্ত্য সেন
- ক. খাদ্য ও পুষ্টি (Food and Nutrition)
- খ. ক্ষুদ্রঋণ (Micro-credit)
- গ. আন্তর্জাতিক বাণিজ্য (International trade)
- ঘ. দুর্ভিক্ষ ও দারিদ্র (Famine and poverty)
উত্তরঃ দুর্ভিক্ষ ও দারিদ্র (Famine and poverty)
44. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে ?
- ক. ঊন্নয়ন অর্থনীতি
- খ. কল্যাণ অর্থনীতি
- গ. আন্তর্জাতিক বাণিজ্য তত্ব
- ঘ. মজুরি তত্ব
উত্তরঃ কল্যাণ অর্থনীতি
45. দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য খ্যাতিমান -
- ক. রেহমান সোবহান
- খ. অমর্ত্য সেন
- গ. লর্ড দেশাই
- ঘ. জগদীশ ভগবতী
উত্তরঃ অমর্ত্য সেন
- ক. Amartya Sen
- খ. J.M.Keynes
- গ. Michel Lift
- ঘ. William Rosto
উত্তরঃ Amartya Sen
47. 'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে ?
- ক. অমর্ত্য সেন
- খ. গুনার মিরডাল
- গ. মাইকেল লিফট
- ঘ. উইলিয়াম রাস্টো
উত্তরঃ অমর্ত্য সেন
48. অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে ?
- ক. ১৯৯৫ সালে
- খ. ১৯৯৬ সালে
- গ. ১৯৯৭ সালে
- ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ ১৯৯৮ সালে
49. অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয়।
- ক. স্বৈরাচার
- খ. সামরিক শাসন
- গ. দুর্নীতি
- ঘ. দুর্ভিক্ষ
উত্তরঃ দুর্ভিক্ষ
50. নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি ?
- ক. বাথুয়া
- খ. বক্সির হাট
- গ. জাবো
- ঘ. ফতেপুর
উত্তরঃ বাথুয়া