মহাদেশসাগরনদী ও নদীর তীরবর্তী শহরবন্দর সমূহ

26. ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

  • ক. নেদারল্যান্ডস
  • খ. ভ্যাটিকান সিটি
  • গ. জার্মানি
  • ঘ. আইসল্যান্ড

উত্তরঃ আইসল্যান্ড

বিস্তারিত

27. কোন দেশটি স্কানডিনেভিয়া অঞ্চলে অবস্থিত?

  • ক. হল্যান্ড
  • খ. ফিনল্যান্ড
  • গ. আইসল্যান্ড
  • ঘ. বেলজিয়াম

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

28. স্ক্যাডিন্ডনেভীয় দেশ নয়-

  • ক. ইতালি
  • খ. নরওয়ে
  • গ. সুইডেন
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ ইতালি

বিস্তারিত

30. Scandinavian countries are-/স্ক্যানডিনেভীয় দেশ-

  • ক. England, France and Germany
  • খ. Norway, Sweden, Denmark, Finland and Iceland
  • গ. USA and Canada
  • ঘ. Australia and Newzeland

উত্তরঃ Norway, Sweden, Denmark, Finland and Iceland

বিস্তারিত

31. স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

  • ক. নরওয়ে ও সুইডেন
  • খ. নরওয়ে ও যুক্তরাজ্য
  • গ. সুইডেন ও যুক্তরাজ্য
  • ঘ. নরওয়ে ও জার্মানি

উত্তরঃ নরওয়ে ও সুইডেন

বিস্তারিত

32. বলকান রাষ্ট্র নয় যেটি-

  • ক. রুমানিয়া
  • খ. বুলগেরিয়া
  • গ. আলবেনিয়া
  • ঘ. বলিভিয়া

উত্তরঃ বলিভিয়া

বিস্তারিত

33. বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?

  • ক. ক্রোয়েশিয়া
  • খ. লাটভিয়া
  • গ. পর্তুগাল
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ক্রোয়েশিয়া

বিস্তারিত

34. ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?

  • ক. ইউরোপ
  • খ. দক্ষিণ আমেরিকা
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. এশিয়া

উত্তরঃ ইউরোপ

বিস্তারিত

35. ককেশাস অঞ্চলটি অবস্থিত--

  • ক. এশিয়া মহাদেশে
  • খ. আফ্রিকা মহাদেশে
  • গ. উত্তর আমেরিকায়
  • ঘ. ইউরোপ

উত্তরঃ ইউরোপ

বিস্তারিত

36. দক্ষিণ ওসেটিয়া কোথায়-

  • ক. রাশিয়াতে
  • খ. ককেশাসে
  • গ. সাইবেরিয়ায়
  • ঘ. তুরস্কে

উত্তরঃ ককেশাসে

বিস্তারিত

37. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?

  • ক. জ্যামিতিক সীমারেখা
  • খ. ঔপনিবেশিক সীমারেখা
  • গ. উপজাতিভিত্তিক সীমারেখা
  • ঘ. অচিহ্নিত সীমারেখা

উত্তরঃ জ্যামিতিক সীমারেখা

বিস্তারিত

38. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?

  • ক. পশ্চিম
  • খ. দক্ষিণ
  • গ. উত্তর
  • ঘ. পূর্ব

উত্তরঃ পশ্চিম

বিস্তারিত

39. মিশর কোন মহাদেশে অবস্থিত?

  • ক. এশিয়া
  • খ. আফ্রিকা
  • গ. ইউরোপ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আফ্রিকা

বিস্তারিত

40. নিচের কোন দেশটি আফ্রিকার নয়?

  • ক. আলজেরিয়া
  • খ. আলবেনিয়া
  • গ. তিউনিসিয়া
  • ঘ. নাইজেরিয়া

উত্তরঃ আলবেনিয়া

বিস্তারিত

41. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa' তে কোন দেশটি অবস্থিত

  • ক. ইথিওপিয়া
  • খ. নাইজেরিয়া
  • গ. কেনিয়া
  • ঘ. সুদান

উত্তরঃ ইথিওপিয়া

বিস্তারিত

42. কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক ও প্রশাসনকি রাজধানী আছে?

  • ক. মালয়েশিয়া
  • খ. কানাডা
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

43. 'ওয়েস্ট ইন্ডিজ' কি?

  • ক. একটি দেশের নাম
  • খ. একটি ক্রিকেট দলের নাম
  • গ. একটি দ্বীপ সমষ্টির নাম
  • ঘ. ভারতের একটি দ্বীপের নাম

উত্তরঃ একটি দ্বীপ সমষ্টির নাম

বিস্তারিত

44. 'ওয়েস্ট ইন্ডিজ' নামকরণ করেন কে?

  • ক. ফন গ্যাটে
  • খ. নোগুচি
  • গ. জর্জ বার্নাড শ
  • ঘ. ক্রিস্টোফার কলম্বাস

উত্তরঃ ক্রিস্টোফার কলম্বাস

বিস্তারিত

46. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?

  • ক. ইউরোপ
  • খ. উত্তর আমেরিকা
  • গ. আফ্রিকা
  • ঘ. দক্ষিন আমেরিকা

উত্তরঃ উত্তর আমেরিকা

বিস্তারিত

47. What is the capital of Cuba?/কিউবার রাজধানী--

  • ক. Havana
  • খ. Washington DC
  • গ. Brussels
  • ঘ. Athens

উত্তরঃ Havana

বিস্তারিত

48. The capital of Bahamas-/বাহামার রাজধানী--

  • ক. West Indies
  • খ. Papua New Ginie
  • গ. Nassau
  • ঘ. San Salvador

উত্তরঃ Nassau

বিস্তারিত

49. পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?

  • ক. ত্রিনিদাদ
  • খ. হাইতি
  • গ. কোস্টারিকা
  • ঘ. বারবাডোস

উত্তরঃ হাইতি

বিস্তারিত

50. দেশের নামের সাথে 'সিটি' যোগ করলে কোন তিনটি দেশের রাজধানীর নাম একই?

  • ক. লাওস, ভ্যাটিক্যান, পানামা
  • খ. কুয়েত, মেক্সিকো, সিয়েরালিওন
  • গ. পানামা, ভ্যাটিক্যান, এন্ডোরা
  • ঘ. ভ্যাটিক্যান, মেক্সিকো, পানামা

উত্তরঃ ভ্যাটিক্যান, মেক্সিকো, পানামা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects