বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

76. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-

  • ক. ১৯২৫ সনে
  • খ. ১৯৪৯ সনে
  • গ. ১৯৬৬ সনে
  • ঘ. ১৯৭২ সনে

উত্তরঃ ১৯৪৯ সনে

বিস্তারিত

77. কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

  • ক. ১১ ডিসেম্বর ১৯৯৭
  • খ. ১৭ মার্চ ১৯৯৭
  • গ. ১৫ জুন ১৯৯২
  • ঘ. ৭ অক্টোবর ২০০১

উত্তরঃ ১১ ডিসেম্বর ১৯৯৭

বিস্তারিত

78. পরিবেশ বিষয়ক 'Kyoto protocol' কোন দেশে স্বাক্ষরিত হয়-

  • ক. জাপান
  • খ. রাশিয়া
  • গ. বাংলাদেশ
  • ঘ. ভারত

উত্তরঃ জাপান

বিস্তারিত

79. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসনসমূহ অভিহিত--

  • ক. 'দুটি রেডক্রস কনভেনশন' নামে
  • খ. 'তিনটি রেডক্রস কনভেনশন' নামে
  • গ. 'চারটি রেডক্রস কনভেনশন' নামে
  • ঘ. 'পাঁচটি রেডক্রস কনভেনশন' নামে

উত্তরঃ 'চারটি রেডক্রস কনভেনশন' নামে

বিস্তারিত

80. বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি-

  • ক. জেনেভা চুক্তি
  • খ. কিয়োটো চুক্তি
  • গ. সিটিবিটি
  • ঘ. রোম চুক্তি

উত্তরঃ কিয়োটো চুক্তি

বিস্তারিত

81. কিয়াটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?

  • ক. জনসংখ্যার হ্রাস
  • খ. দারিদ্র হ্রাস
  • গ. নিরস্ত্রীকরণ
  • ঘ. বিশ্ব উষ্ণতা হ্রাস

উত্তরঃ বিশ্ব উষ্ণতা হ্রাস

বিস্তারিত

82. কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. জাপান
  • গ. ফ্রান্স
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র

বিস্তারিত

83. ‘কার্টাগেনা প্রটোকল হচ্ছে ?

  • ক. ইরাক পূর্নগঠন চুক্তি
  • খ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
  • গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
  • ঘ. শিশু অধিকার চুক্তি

উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

বিস্তারিত

84. ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়?

  • ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
  • খ. ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর
  • গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
  • ঘ. ১৯৬৬ সালের ৩০ জানুয়ারি

উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি

বিস্তারিত

85. তাসখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. জওহরলাল নেহেরু
  • খ. লাল বাহাদুর শাস্ত্রী
  • গ. মোরারজি দেশাই
  • ঘ. ইন্দিরা গান্ধী

উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী

বিস্তারিত

86. ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?

  • ক. সিমলা চুক্তি
  • খ. ক্রেমলিন চুক্তি
  • গ. মানবাধিকার চুক্তি ‘
  • ঘ. তাসখন্দ চুক্তি

উত্তরঃ তাসখন্দ চুক্তি

বিস্তারিত

87. সিমলা চুক্তি কোন সনে স্বাক্ষরিত হয়-

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭২

বিস্তারিত

88. কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?

  • ক. রাশিয়া-ভারত
  • খ. ভারত-পাকিস্তান
  • গ. ভারত-চীন
  • ঘ. ভারত-বাংলাদেশ

উত্তরঃ ভারত-পাকিস্তান

বিস্তারিত

89. ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন-

  • ক. লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
  • খ. রাজীব গান্ধী ও বেনজির ভুট্টো
  • গ. অটল বিহারী বাজপেয়ী ও জেনারেল পারভেজ মোশাররফ
  • ঘ. ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো

উত্তরঃ ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো

বিস্তারিত

90. Kyoto protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?

  • ক. পারমাণবিক অস্ত্র
  • খ. আন্তর্জাতিক বানিজ্য
  • গ. কৃষি
  • ঘ. পরিবেশ

উত্তরঃ পরিবেশ

বিস্তারিত

91. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

  • ক. দামেস্ক চুক্তি
  • খ. আলজিয়ার্স চুক্তি
  • গ. কায়রো চুক্তি
  • ঘ. বৈরুত চুক্তি

উত্তরঃ আলজিয়ার্স চুক্তি

বিস্তারিত

93. মিশর ও ইরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?

  • ক. জেনেভা চুক্তি
  • খ. প্যারিস চুক্তি
  • গ. ক্যাম্প ডেভিড চুক্তি
  • ঘ. তাসখন্দ চুক্তি

উত্তরঃ ক্যাম্প ডেভিড চুক্তি

বিস্তারিত

94. যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয়-

  • ক. ইসরাইল ও সিরিয়া
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও সেভিয়েত ইউনিয়ন
  • গ. ইসরাইল ও মিশর
  • ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম

উত্তরঃ ইসরাইল ও মিশর

বিস্তারিত

95. ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?

  • ক. মেরিল্যান্ড
  • খ. ভার্জিনিয়া
  • গ. কেন্টাকি
  • ঘ. ওহাইও

উত্তরঃ মেরিল্যান্ড

বিস্তারিত

96. আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

  • ক. মিশর
  • খ. লেবানন
  • গ. বেনিন
  • ঘ. সুদান

উত্তরঃ মিশর

বিস্তারিত

97. আসলো (Oslo) শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?

  • ক. ১৬১০ সালে
  • খ. ১৯৯১ সালে
  • গ. ১৯৯৩ সালে
  • ঘ. ১৯৯৪ সালে

উত্তরঃ ১৯৯৩ সালে

বিস্তারিত

98. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?

  • ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
  • খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
  • গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
  • ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩

উত্তরঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩

বিস্তারিত

99. “উই রিভার” চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

  • ক. ১৯৯৮
  • খ. ১৯৯৯
  • গ. ২০০০
  • ঘ. ২০০১

উত্তরঃ ১৯৯৮

বিস্তারিত

100. ম্যাসট্রিচট কি?

  • ক. একটি ক্ষেপনাস্ত্রের নাম
  • খ. উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত একটি জঙ্গী বিমানের নাম
  • গ. একটি চুক্তির নাম
  • ঘ. একটি উপগ্রহের নাম

উত্তরঃ একটি চুক্তির নাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects