বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ
76. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
- ক. ১৯২৫ সনে
- খ. ১৯৪৯ সনে
- গ. ১৯৬৬ সনে
- ঘ. ১৯৭২ সনে
উত্তরঃ ১৯৪৯ সনে
77. কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
- ক. ১১ ডিসেম্বর ১৯৯৭
- খ. ১৭ মার্চ ১৯৯৭
- গ. ১৫ জুন ১৯৯২
- ঘ. ৭ অক্টোবর ২০০১
উত্তরঃ ১১ ডিসেম্বর ১৯৯৭
78. পরিবেশ বিষয়ক 'Kyoto protocol' কোন দেশে স্বাক্ষরিত হয়-
- ক. জাপান
- খ. রাশিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ জাপান
79. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসনসমূহ অভিহিত--
- ক. 'দুটি রেডক্রস কনভেনশন' নামে
- খ. 'তিনটি রেডক্রস কনভেনশন' নামে
- গ. 'চারটি রেডক্রস কনভেনশন' নামে
- ঘ. 'পাঁচটি রেডক্রস কনভেনশন' নামে
উত্তরঃ 'চারটি রেডক্রস কনভেনশন' নামে
80. বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি-
- ক. জেনেভা চুক্তি
- খ. কিয়োটো চুক্তি
- গ. সিটিবিটি
- ঘ. রোম চুক্তি
উত্তরঃ কিয়োটো চুক্তি
81. কিয়াটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?
- ক. জনসংখ্যার হ্রাস
- খ. দারিদ্র হ্রাস
- গ. নিরস্ত্রীকরণ
- ঘ. বিশ্ব উষ্ণতা হ্রাস
উত্তরঃ বিশ্ব উষ্ণতা হ্রাস
82. কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. ফ্রান্স
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
83. ‘কার্টাগেনা প্রটোকল হচ্ছে ?
- ক. ইরাক পূর্নগঠন চুক্তি
- খ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
- গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
- ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
84. ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
- খ. ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর
- গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
- ঘ. ১৯৬৬ সালের ৩০ জানুয়ারি
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
85. তাসখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. জওহরলাল নেহেরু
- খ. লাল বাহাদুর শাস্ত্রী
- গ. মোরারজি দেশাই
- ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী
- ক. সিমলা চুক্তি
- খ. ক্রেমলিন চুক্তি
- গ. মানবাধিকার চুক্তি ‘
- ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ তাসখন্দ চুক্তি
88. কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
- ক. রাশিয়া-ভারত
- খ. ভারত-পাকিস্তান
- গ. ভারত-চীন
- ঘ. ভারত-বাংলাদেশ
উত্তরঃ ভারত-পাকিস্তান
89. ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন-
- ক. লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
- খ. রাজীব গান্ধী ও বেনজির ভুট্টো
- গ. অটল বিহারী বাজপেয়ী ও জেনারেল পারভেজ মোশাররফ
- ঘ. ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
উত্তরঃ ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
90. Kyoto protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?
- ক. পারমাণবিক অস্ত্র
- খ. আন্তর্জাতিক বানিজ্য
- গ. কৃষি
- ঘ. পরিবেশ
উত্তরঃ পরিবেশ
91. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
- ক. দামেস্ক চুক্তি
- খ. আলজিয়ার্স চুক্তি
- গ. কায়রো চুক্তি
- ঘ. বৈরুত চুক্তি
উত্তরঃ আলজিয়ার্স চুক্তি
92. মিশর ও ইসরাইলের মধ্যে কত সালে ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষররিত হয়?
- ক. ১৯৭৭
- খ. ১৯৭৮
- গ. ১৯৭৯
- ঘ. ১৯৮১
উত্তরঃ ১৯৭৮
93. মিশর ও ইরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
- ক. জেনেভা চুক্তি
- খ. প্যারিস চুক্তি
- গ. ক্যাম্প ডেভিড চুক্তি
- ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ ক্যাম্প ডেভিড চুক্তি
94. যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয়-
- ক. ইসরাইল ও সিরিয়া
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও সেভিয়েত ইউনিয়ন
- গ. ইসরাইল ও মিশর
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
উত্তরঃ ইসরাইল ও মিশর
95. ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
- ক. মেরিল্যান্ড
- খ. ভার্জিনিয়া
- গ. কেন্টাকি
- ঘ. ওহাইও
উত্তরঃ মেরিল্যান্ড
97. আসলো (Oslo) শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
- ক. ১৬১০ সালে
- খ. ১৯৯১ সালে
- গ. ১৯৯৩ সালে
- ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ১৯৯৩ সালে
98. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
- ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
- খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
- গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
- ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩
উত্তরঃ ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
100. ম্যাসট্রিচট কি?
- ক. একটি ক্ষেপনাস্ত্রের নাম
- খ. উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত একটি জঙ্গী বিমানের নাম
- গ. একটি চুক্তির নাম
- ঘ. একটি উপগ্রহের নাম
উত্তরঃ একটি চুক্তির নাম