ধাতু
- ক. তামা ও টিন
- খ. তামা ও নিকেল
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও দস্তা
উত্তরঃ তামা ও দস্তা
53. এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
- ক. ফিটকিরি
- খ. চুন
- গ. সেভিং সোপ
- ঘ. কস্টিক সোডা
উত্তরঃ ফিটকিরি
54. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাসিয়াম
- গ. ম্যাগনেসিয়াম
- ঘ. জিংক
উত্তরঃ সোডিয়াম
55. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
- ক. ম্যাগনেসিয়াম
- খ. ক্যালসিয়াম
- গ. সোডিয়াম
- ঘ. পটাসিয়াম
উত্তরঃ সোডিয়াম
56. বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
- ক. তামা
- খ. নাইক্রোম
- গ. স্টেনিয়াম
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ নাইক্রোম
58. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
- ক. পায়খানায়, প্রসাব খানায়
- খ. গোছলখানায়
- গ. পুকুরে
- ঘ. নালায়
উত্তরঃ পায়খানায়, প্রসাব খানায়
- ক. নাম ধাতু
- খ. কর্ম ধাতু
- গ. মৌলিক ধাতু
- ঘ. সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
উত্তরঃ সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
60. 'পাঠক' শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
- ক. দেশী
- খ. সংস্কৃত মূল
- গ. বিদেশী
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ সংস্কৃত মূল
61. ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে, তাকে কি বলে ?
- ক. ধ্বনি
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. ধাতু
- ঘ. উপসর্গ
উত্তরঃ ধাতু
62. যে ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, তাকে কোন ধাতু বলে ?
- ক. যৌগিক ধাতু
- খ. মৌলিক ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. নাম ধাতু
উত্তরঃ মৌলিক ধাতু
64. কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. ডারউইন
- খ. লুই পাস্তুর
- গ. প্রিষ্টলী
- ঘ. ল্যাভয়সিয়ে
উত্তরঃ লুই পাস্তুর
65. সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হল--
- ক. লোহা ও দস্তা
- খ. টিন ও দস্তা
- গ. তামা ও টিন
- ঘ. তামা ও লোহা
উত্তরঃ তামা ও টিন