ধাতু
27. জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
- ক. সোনা
- খ. কালোসোনা
- গ. রূপা
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ কালোসোনা
28. Camical composition of dolomite is
- ক. MgFe(CO3)2
- খ. CaMg(CO3)2
- গ. CaCO3
- ঘ. MgCO3
উত্তরঃ CaMg(CO3)2
30. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে-
- ক. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
- খ. সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন রয়েছে
- গ. লোহাকে টেম্পারিং করা হয়েছে
- ঘ. সব বিজাতীর দ্রব্য বের করে দেয়া হয়েছে
উত্তরঃ সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন রয়েছে
31. কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
- ক. ঘনত্ব বাড়াবার জন্য
- খ. সামগ্রিক খরচ কমাবার জন্য
- গ. মজবুত করার জন্য
- ঘ. পানির শোষণ কমাবার জন্য
উত্তরঃ মজবুত করার জন্য
32. স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
- ক. অ্যালমিনিয়াম ও তামা
- খ. তামা ও দস্তা
- গ. নিকেল ও ক্রোমিয়াম
- ঘ. দস্তা ও অ্রালুমিনিয়াম
উত্তরঃ নিকেল ও ক্রোমিয়াম
33. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
- ক. নিকেল
- খ. টিন
- গ. সিসা
- ঘ. দস্তা (জিঙ্ক)
উত্তরঃ দস্তা (জিঙ্ক)
34. সংকর ধাতু পিতলের উপাদান হল/ব্রাস--ধাতুর সংকর।
- ক. তামা ও টিন
- খ. তামা ও দস্তা
- গ. তামা ও নিকেল
- ঘ. তামা ও সীসা
উত্তরঃ তামা ও দস্তা
- ক. Copper & Tin
- খ. Copper,Tin & Phosphoras
- গ. Zinc & Copper
- ঘ. Zinc, Copper,Tin & Phosphoras
উত্তরঃ Zinc & Copper
36. ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
- ক. তামা ও লোহা
- খ. তামা ও টিন
- গ. সিলভার ও দস্তা
- ঘ. সিলভার ও এলুমিনিয়াম
উত্তরঃ তামা ও টিন
38. সংকর ধাতু কাঁসার উপাদান কি কি?
- ক. তামা ও টিন
- খ. তামা ও লোহা
- গ. তামা ও দস্তা
- ঘ. তামা ও নিকেল
উত্তরঃ তামা ও টিন
39. Gun metal---
- ক. ৭০% থেকে ৭৮% তামা এবং বাকিটা টিন
- খ. ৮৫% থেকে ৯২% তামা ও বাকি টিনের সাথে অল্প পরিমান সীসা ও নিকেল
- গ. ৭০% তামা ও ৩০% দস্তা
- ঘ. ৯০% তামা এবং ১০% টিন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
40. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
- ক. টাংস্টেন তার
- খ. নাইক্রোম তার
- গ. এন্টিমনি তার
- ঘ. কপার তার
উত্তরঃ নাইক্রোম তার
41. খাবার লবণের মূল উপাদান হলো-
- ক. সোডিয়াম হাইড্রোক্সাইড
- খ. সোডিয়াম কার্বনেট
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. আয়োডিন
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড
42. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
- ক. সোডিয়াম বাই কার্বনেট
- খ. সোডিয়াম গ্লুটামেট
- গ. পটাশিয়াম বাইকার্বনেট
- ঘ. মনোসোডিয়াম গ্লুটামেট
উত্তরঃ মনোসোডিয়াম গ্লুটামেট
44. কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি?
- ক. NH4OH
- খ. CuSO45H2O
- গ. Na2CO3.5H2O
- ঘ. Na2CO3.10H2O
উত্তরঃ Na2CO3.10H2O
47. সাত অণূ পানি সহযোগে গঠিত জিংক সালফেটের অণূকে কি বলা হয়?
- ক. সবুজ ভিট্রিয়ল
- খ. সাদা ভিট্রিয়ল
- গ. নীল ভিট্রিয়ল
- ঘ. লাল ভিট্রিয়ল
উত্তরঃ সাদা ভিট্রিয়ল
49. প্লাষ্টার অফ প্যারিস বলা হয়-
- ক. শুষ্ক ক্যালসিয়াম সালফেটকে
- খ. শুষ্ক ক্যালসিয়াম কার্বনেটকে
- গ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অণুকে
- ঘ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেটের অণুকে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন