৯ম বিজেএস সহকারী জজ

26. ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ১৬১ ধারার রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন----

  • ক. সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
  • খ. সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
  • গ. নিযুক্তীয় আইনজীবী
  • ঘ. সাক্ষী নিজে

27. আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিচের কিরূপ আদেশ দেয়া যাবে?

  • ক. পুনরায় কারাদণ্ডের আদেশ
  • খ. অর্থদণ্ড মওকুফের আদেশ
  • গ. আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ
  • ঘ. আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না

28. দণ্ডবিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই?

  • ক. মৃত্যুদণ্ড
  • খ. সম্পত্তি বাজেয়াপ্ত
  • গ. কারাদণ্ড
  • ঘ. বেত্রাঘাত

30. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয় ----

  • ক. ১৮ বছরের কম
  • খ. ১৮ বছরের বেশি
  • গ. অন্যূন ১৮ বছর
  • ঘ. কোনোটিই নয়

31. 'ক' এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিচের কোন রায়টি প্রাসঙ্গিক?

  • ক. 'ক' অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
  • খ. 'ক' অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে
  • গ. 'ক' অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে
  • ঘ. 'ক' অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে

32. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?

  • ক. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
  • খ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি
  • গ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
  • ঘ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত

34. কোনো মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?

  • ক. অন্যূন ২ জন
  • খ. অন্যূন ৪ জন
  • গ. অন্যূন ৩ জন
  • ঘ. কোনো নির্দিষ্ট সংখ্যক নয়

35. ফৌজদারী মামলায় প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ৩৪২ ধারা অনুসারে ---

  • ক. পুনরায় সাক্ষীদের পরীক্ষা করবে
  • খ. আসামীদের পরীক্ষা করবে
  • গ. আসামীদের আইনজীবীকে পরীক্ষা করবে
  • ঘ. পুনরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে

37. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?

  • ক. মৃত্যুদণ্ড
  • খ. যাবজ্জীবন কারাদণ্ড
  • গ. মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
  • ঘ. ২০ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড

38. নিচের কোনটি 'cognizable' অপরাধ?

  • ক. দাঙ্গা-হাঙ্গামা (Rioting)
  • খ. ভয় দেখানো (Intimidation)
  • গ. স্বেচ্ছায় আঘাত করা (Voluntarily causing hurt)
  • ঘ. স্বামী কর্তৃক যৌতুক দাবি (Demanding dowry by husband)

42. এক কিলোবাইট সমান কত?

  • ক. ১০২৪ বিটস
  • খ. ১০০০ বাইটস
  • গ. ১০২৪ বাইটস
  • ঘ. ৮১৯২ বাইটস

43. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে ------

  • ক. Permanent Council of Arbitration
  • খ. Permanent Court of Arbitration
  • গ. International Court of Arbitration
  • ঘ. Permanent Court of Sea Arbitration

44. ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল ---

  • ক. লালবাগ কেল্লা
  • খ. কার্জন হল
  • গ. বঙ্গভবন
  • ঘ. আহসান মঞ্জিল

45. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?

  • ক. খুলনা
  • খ. বরিশাল
  • গ. রাজশাহী
  • ঘ. চট্টগ্রাম

47. 'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?

  • ক. পটুয়াখালী
  • খ. বরগুনা
  • গ. বরিশাল
  • ঘ. কক্সবাজার

48. 'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

  • ক. তাকের মাসুদ
  • খ. তানভীর মোকাম্মেল
  • গ. নাসিরউদ্দিন ইউসুফ
  • ঘ. মোরশেদুল ইসলাম


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics