৯ম বিজেএস সহকারী জজ
26. ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ১৬১ ধারার রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন----
- ক. সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
- খ. সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
- গ. নিযুক্তীয় আইনজীবী
- ঘ. সাক্ষী নিজে
27. আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিচের কিরূপ আদেশ দেয়া যাবে?
- ক. পুনরায় কারাদণ্ডের আদেশ
- খ. অর্থদণ্ড মওকুফের আদেশ
- গ. আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ
- ঘ. আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না
28. দণ্ডবিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই?
- ক. মৃত্যুদণ্ড
- খ. সম্পত্তি বাজেয়াপ্ত
- গ. কারাদণ্ড
- ঘ. বেত্রাঘাত
- ক. ১৫ বছর
- খ. ২০ বছর
- গ. ৩০ বছর
- ঘ. ৩৫ বছর
30. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয় ----
- ক. ১৮ বছরের কম
- খ. ১৮ বছরের বেশি
- গ. অন্যূন ১৮ বছর
- ঘ. কোনোটিই নয়
- ক. 'ক' অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
- খ. 'ক' অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে
- গ. 'ক' অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে
- ঘ. 'ক' অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
32. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
- ক. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
- খ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি
- গ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
- ঘ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
33. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
- ক. ১৫২ ধারা
- খ. ১৫৩ ধারা
- গ. ১৫৪ ধারা
- ঘ. ১৫৫ ধারা
34. কোনো মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
- ক. অন্যূন ২ জন
- খ. অন্যূন ৪ জন
- গ. অন্যূন ৩ জন
- ঘ. কোনো নির্দিষ্ট সংখ্যক নয়
- ক. পুনরায় সাক্ষীদের পরীক্ষা করবে
- খ. আসামীদের পরীক্ষা করবে
- গ. আসামীদের আইনজীবীকে পরীক্ষা করবে
- ঘ. পুনরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে
36. যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?
- ক. সশ্রম
- খ. বিনাশ্রম
- গ. সাধারণ শ্রম
- ঘ. সবকটি
37. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?
- ক. মৃত্যুদণ্ড
- খ. যাবজ্জীবন কারাদণ্ড
- গ. মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
- ঘ. ২০ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড
38. নিচের কোনটি 'cognizable' অপরাধ?
- ক. দাঙ্গা-হাঙ্গামা (Rioting)
- খ. ভয় দেখানো (Intimidation)
- গ. স্বেচ্ছায় আঘাত করা (Voluntarily causing hurt)
- ঘ. স্বামী কর্তৃক যৌতুক দাবি (Demanding dowry by husband)
- ক. চুরি
- খ. প্রতারণা
- গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
- ঘ. কোনোটিই নয়
- ক. ৪০৭ ধারা
- খ. ৪০৯ ধারা
- গ. ৪২০ ধারা
- ঘ. ৪০৮ ধারা
43. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে ------
- ক. Permanent Council of Arbitration
- খ. Permanent Court of Arbitration
- গ. International Court of Arbitration
- ঘ. Permanent Court of Sea Arbitration
44. ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল ---
- ক. লালবাগ কেল্লা
- খ. কার্জন হল
- গ. বঙ্গভবন
- ঘ. আহসান মঞ্জিল
45. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?
- ক. খুলনা
- খ. বরিশাল
- গ. রাজশাহী
- ঘ. চট্টগ্রাম
46. বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
- ক. চীন
- খ. ভারত
- গ. জাপান
- ঘ. আমেরিকা
48. 'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
- ক. তাকের মাসুদ
- খ. তানভীর মোকাম্মেল
- গ. নাসিরউদ্দিন ইউসুফ
- ঘ. মোরশেদুল ইসলাম
49. জাপান মার্কিন নৌ-ঘাঁটি 'পার্ল হারবার' আক্রমণ করে কত সালে?
- ক. ১৯৫০
- খ. ১৯৪১
- গ. ১৯৪২
- ঘ. ১৯৪৩
50. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
- ক. আলাস্কা
- খ. টেস্কাস
- গ. ফ্লোরিডা
- ঘ. নিউ জার্সি