বৃত্ত সংক্রান্ত উপপাদ্য
26. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
- ক. ax2 + bx + c
- খ. y2 = ax
- গ. x2 + y2 = 16
- ঘ. y2 = 2x + 7
উত্তরঃ y2 = 2x + 7
27. 13 cm ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5cm দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
- ক. 24cm
- খ. 18cm
- গ. 10cm
- ঘ. 12cm
উত্তরঃ 24cm
28. বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের -
- ক. সমান
- খ. দ্বিগুণ
- গ. অর্ধেক
- ঘ. তিনগুণ
উত্তরঃ দ্বিগুণ
- ক. ৩৪
- খ. ৪৪
- গ. ৮৮
- ঘ. ৫০
উত্তরঃ ৮৮
31. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ঃ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত ?
- ক. ১৬ঃ২৫
- খ. ১৬ঃ৫
- গ. ৪ঃ২৫
- ঘ. ২৫ঃ১৬
উত্তরঃ ১৬ঃ২৫
- ক. ৪৩২০০০ মি.
- খ. ৪৩২০০ মি.
- গ. ৪৩২০ মি.
- ঘ. ৪৩২ মি.
উত্তরঃ ৪৩২০ মি.
33. If the standard length of an arc is 30m, what will be the radius of an 1 carne -
- ক. 1719 m
- খ. 1146 m
- গ. 1046m
- ঘ. 1619m
উত্তরঃ 1719 m
34. ৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- ক. ৬০ বর্গ সেমি
- খ. ৭০ বর্গ সেমি
- গ. ৪০ বর্গ সেমি
- ঘ. ৫০ বর্গ সেমি
উত্তরঃ ৫০ বর্গ সেমি
- ক. 8cm
- খ. 16cm
- গ. 18cm
- ঘ. 4cm
উত্তরঃ 16cm
37. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
- ক. 3x - y2= 1
- খ. 2x2 +3 y2= 1
- গ. 3x2 +3 y2= 1
- ঘ. x2 + 2y2= 1
উত্তরঃ 2x2 +3 y2= 1
39. কোনো বৃত্তের ব্যাস 14cm । বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- ক. 98
- খ. 100
- গ. 102
- ঘ. 96
উত্তরঃ 98
40. A ও B কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে
- ক. সমকোণ
- খ. পূরককোণ
- গ. সরলকোণ
- ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ সরলকোণ
41. একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে ব্যাসার্ধ r+n করলে বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ হয়। r এর মান কত?
- ক. n/2
- খ. n
- গ. 2n
- ঘ. 3n
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. 2 একক
- খ. 3 একক
- গ. 6 একক
- ঘ. 8 একক
উত্তরঃ 3 একক
43. কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ -
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. সমকোণ
- ঘ. পূরককোণ
উত্তরঃ সূক্ষ্মকোণ
44. 2 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের হতে ৫ সেমি দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
- ক. 4.58
- খ. 5.38
- গ. 3
- ঘ. 5
উত্তরঃ 4.58
46. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা-এর উপর লম্ব। AD = 3 সেমি হলে AB = কত সেমি?
- ক. 3 সেমি
- খ. 4 সেমি
- গ. 5 সেমি
- ঘ. 6 সেমি
উত্তরঃ 6 সেমি
47. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার এবং পরিধি ৮ মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
উত্তরঃ ৪
- ক. 15 cm
- খ. 12 cm
- গ. 13 cm
- ঘ. 24 cm
উত্তরঃ 24 cm
49. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফর কতগুণ বৃদ্ধি পাবে?
- ক. ৩ গুণ
- খ. ৯ গুণ
- গ. ১২ গুণ
- ঘ. ১৬ গুণ
উত্তরঃ ৯ গুণ
50. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল –
- ক.
২১ বর্গ সে.মি.
- খ.
২৩ বর্গ সে.মি.
- গ.
২৫ বর্গ সে.মি.
- ঘ.
২৭ বর্গ সে.মি.
উত্তরঃ ২১ বর্গ সে.মি.