বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং

1. বাষ্পের ক্রিটিক্যাল চাপ কত?

  • ক. ২২১.২ বার
  • খ. ২২০ বার
  • গ. ১২০ বার
  • ঘ. ৩০০ বার

2. অটোমোবাইল ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?

  • ক. সালফিউরিক এসিড
  • খ. পাতলা নাইট্রিক এসিড
  • গ. হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ. হাইড্রোফ্লোরিক এসিড

4. অটোমোবাইল রেডিয়েটরে ভরা হয়-

  • ক. অম্লীয় পানি
  • খ. ক্ষারীয় পানি
  • গ. নরম পানি
  • ঘ. কঠিন পানি fth

6. গ্যাস টারবাইনের আদর্শচক্রকে কি বলা হয়?

  • ক. রিহিট চক্র
  • খ. অটো চক্র
  • গ. ব্রেটন চক্র
  • ঘ. ডিজেল চক্র

8. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়?

  • ক. 3 মার্চ 1971
  • খ. 26 মার্চ 1971
  • গ. ১০ এপ্রিল ১৯৭১
  • ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

9. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম-

  • ক. সবুজপত্র
  • খ. বঙ্গদর্শন
  • গ. কল্লোল
  • ঘ. শনিবারের চিঠি

12. 'জটায়ু' চরিত্রের স্রষ্টা-

  • ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • খ. মতি নন্দী
  • গ. কালিদাস
  • ঘ. সত্যজিৎ রায়

13. 'চাঁদ'- এর সমার্থক শব্দ-

  • ক. নিধি
  • খ. বিধু
  • গ. বধু
  • ঘ. সবিতা

14. The antonym of the word 'Callous' is

  • ক. Compassionate
  • খ. cruel
  • গ. Unsympathetic
  • ঘ. fickle

15. The singular form of the word 'elves' is

  • ক. elve
  • খ. self
  • গ. wolf
  • ঘ. elf

17. কোন পানির রূপের তাপ পরিবহনের মান সবচেয়ে বেশী?

  • ক. ফুটন্ত পানি
  • খ. বাষ্প
  • গ. কঠিন বরফ
  • ঘ. গলিত বরফ

21. Diesel এর Specific gravity কত?

  • ক. 0.65
  • খ. 0.70
  • গ. 0.75
  • ঘ. 0.85

22. ১ বায়ুমন্ডলীয় চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত?

  • ক. 0° সেলসিয়াস
  • খ. ৯৮.৬° সেলসিয়াস
  • গ. ১০০° সেলসিয়াস
  • ঘ. ২৭৬° সেলসিয়াস

23. কর্ক একটি ভালো অন্তরক কারণ

  • ক. এটি নমনীয়
  • খ. এটি গুড়ো করা যেতে পারে
  • গ. কম ঘনত্ব
  • ঘ. এটি ছিদ্রযুক্ত

24. একটি প্রিহিটারের ব্যবস্থা থাকে -

  • ক. ইকোনোমাইজার ও চিমনির মধ্যে
  • খ. সুপারহিটারের আগে
  • গ. ইকোনোমাইজারের আগে
  • ঘ. কোনটিই নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics