সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ র মোটরযান পরিদর্শন
76. The 'Romantic Age' in English Literature started into the publication of -
- ক. My Last Duchess
- খ. The Tempest
- গ. Lyrical Ballads
- ঘ. A Tale of Two Cities
77. ‘ষ্ণ’ যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
- ক. ষ + ণ
- খ. ষ + ঞ
- গ. ষ + ক্র
- ঘ. ষ + জ
78. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
- ক. শ্রীলংকা
- খ. ভুটান
- গ. নেপাল
- ঘ. ভারত
79. একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি?
- ক. বালি
- খ. সুরকী
- গ. সিমেন্ট
- ঘ. সব কয়টি
80. 'Man of the match' award is given to the best player is - .
- ক. Soccer
- খ. Cricket
- গ. Hookey
- ঘ. Kabadi
- ক. বৈরুত
- খ. রিয়াদ
- গ. আম্মান
- ঘ. কায়রো
82. 3x যদি 15 থেকে 3(Three) বেশি হয়, তাহলে 3x + 2 = কত?
- ক. 17
- খ. 18
- গ. 20
- ঘ. 21
83. WBC (White Blood Cell) এর জীবন কতদিন?
- ক. ১ দিন
- খ. ৩০ দিন
- গ. ৬০ দিন
- ঘ. ৯০ দিন
84. চলিত গদ্য রীতির প্রবর্তন করে কোন পত্রিকা?
- ক. বঙ্গদর্শন
- খ. সবুজপত্র
- গ. নবজীবন
- ঘ. দিকদর্শন
85. মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
- ক. মডেম
- খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
- গ. হার্ড ডিস্ক
- ঘ. রাউটার
86. মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন?
- ক. ৬ জন
- খ. ৭ জন
- গ. ৮ জন
- ঘ. ৯ জন
87. দুইটি সংখ্যার গুণফল ২৬৪। সংখ্যা দুটির ল. সা. গু. ১৩২ হলে গ.সা. গু. কত?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৬
88. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
- ক. থেরেসা মে
- খ. কফি আনান
- গ. জন ম্যানুয়েল সান্তোষ
- ঘ. অ্যান্টনিও গুতেরেস
89. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
- ক. ৫টি
- খ. ৬টি
- গ. ৭টি
- ঘ. ৮টি
90. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো :
- ক. দর্পনের কাজ করে
- খ. প্রতিফলনের কাজ করে
- গ. প্রিজমের কাজ করে
- ঘ. লেন্সের কাজ করে
91. ‘খাঁচায় ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - মরমি গানটির রচয়িতা কে?
- ক. হাছন রাজা
- খ. পাগলা কানাই
- গ. দ্বিজ কানাই
- ঘ. লালন শাহ