কাজী নজরুল ইসলাম

76. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. আল মাহমুদ
  • ঘ. আবুল হোসেন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

77. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি---

  • ক. নাটক
  • খ. প্রবন্ধ
  • গ. গল্প
  • ঘ. উপন্যাস

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

78. “ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”- ছড়াটি কার সম্পর্কে?

  • ক. জসীম উদ্দীন
  • খ. পাগলা কানাই
  • গ. লালন শাহ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

79. কবি নজরুলের জীবনকাল কোনটি?

  • ক. ১৯০৩-১৯৭৬
  • খ. ১৮৮৯-১৯৬৬
  • গ. ১৮৯৯-১৯৭৬
  • ঘ. ১৮৯৯-১৯৬৬

উত্তরঃ ১৮৯৯-১৯৭৬

বিস্তারিত

80. নজরুলের 'ব্যথার দান' কবে প্রকাশিত হয়?

  • ক. ১৯২২ সালে
  • খ. ১৯২৫ সালে
  • গ. ১৯৩০ সালে
  • ঘ. ১৯৩২ সালে

উত্তরঃ ১৯২২ সালে

বিস্তারিত

81. কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশী
  • গ. কুহেলিকা
  • ঘ. দোলন চাঁপা

উত্তরঃ দোলন চাঁপা

বিস্তারিত

82. কাজী নজরুল ইসলামের বিদ্রোহভাবমূলক' কাব্য কোনটি?

  • ক. দোলনচাঁপা
  • খ. ছায়ানট
  • গ. সিন্ধুহিন্দোল
  • ঘ. বিষের বাঁশী

উত্তরঃ বিষের বাঁশী

বিস্তারিত

83. কাজী নজরুল রচিত নাটক নয় কোনটি?

  • ক. আলেয়া
  • খ. শিউলিমালা
  • গ. পুতুলের বিয়ে
  • ঘ. ঝিলিমিলি

উত্তরঃ শিউলিমালা

বিস্তারিত

84. নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?

  • ক. রুবাইয়াৎ-ই-মজলিস
  • খ. রুবাইয়াৎ-ই-জাকির
  • গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
  • ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম

উত্তরঃ রুবাইয়াৎ-ই-হাফিজ

বিস্তারিত

85. নিচের কোনটি কাজী নজরুলের গানের বই?

  • ক. ঝিঙেফুল
  • খ. চন্দ্রবিন্দু
  • গ. মরু-ভাস্কর
  • ঘ. চক্রবাক

উত্তরঃ চন্দ্রবিন্দু

বিস্তারিত

86. কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটি?

  • ক. ছায়ানট
  • খ. সর্বহারা
  • গ. সাম্যবাদী
  • ঘ. বুলবুল

উত্তরঃ বুলবুল

বিস্তারিত

87. ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কত সালে?

  • ক. ১৯২১ জানুয়ারি
  • খ. ১৯২২ জানুয়ারি
  • গ. ১৯২১ ডিসেম্বর
  • ঘ. ১৯২২ ডিসেম্বর

উত্তরঃ ১৯২২ জানুয়ারি

বিস্তারিত

88. কাজী নজরুল ইসলামের জীবনাবাসন হয় কত সালে?

  • ক. ১৯৭৬, ১২ আগস্ট
  • খ. ১৯৭৬, ২১ আগস্ট
  • গ. ১৯৭৬, ২৭ আগস্ট
  • ঘ. ১৯৭৬, ২৬ আগস্ট

উত্তরঃ ১৯৭৬, ২৬ আগস্ট

বিস্তারিত

90. কাজী নজরুল ইসলামের শিল্পীজীবন কত বছর?

  • ক. ২১ বছর
  • খ. ২২ বছর
  • গ. ২৩ বছর
  • ঘ. ২৪ বছর

উত্তরঃ ২৩ বছর

বিস্তারিত

91. কবি নজরুল অসুস্থ হন কত খ্রিস্টাব্দে?

  • ক. ১৯৪০
  • খ. ১৯৪১
  • গ. ১৯৪২
  • ঘ. ১৯৪৩

উত্তরঃ ১৯৪২

বিস্তারিত

92. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?

  • ক. বিদ্যাপতি
  • খ. গুলবাগিচা
  • গ. কুহেলিকা
  • ঘ. যুগবাণী

উত্তরঃ যুগবাণী

বিস্তারিত

93. কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত খ্রিস্টাব্দে?

  • ক. ১৯৭৮
  • খ. ১৯৭৭
  • গ. ১৯৭৬
  • ঘ. ১৯৭৯

উত্তরঃ ১৯৭৬

বিস্তারিত

94. কাজী নজরুল ইসলামের 'মহররম' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • ক. অগ্নিবীণা
  • খ. ছায়ানট
  • গ. মালঞ্চ
  • ঘ. বুলবুল

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

95. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশী
  • গ. ভাঙার গান
  • ঘ. সিন্ধু হিন্দোল

উত্তরঃ সিন্ধু হিন্দোল

বিস্তারিত

96. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশী
  • গ. সাম্যবাদী
  • ঘ. মৃত্যুক্ষুধা

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

97. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

  • ক. জননী
  • খ. চন্দ্রনাথ
  • গ. জীবনক্ষুধা
  • ঘ. মৃত্যুক্ষুধা

উত্তরঃ মৃত্যুক্ষুধা

বিস্তারিত

98. কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলানের লেখা?

  • ক. পদ্মগোখরা
  • খ. জোঁক
  • গ. সমাপ্তি
  • ঘ. প্রাগৈতিহাসিক

উত্তরঃ পদ্মগোখরা

বিস্তারিত

99. নজরুল ইসলামের নাটক কোনটি?

  • ক. সিন্ধু-হিন্দোল
  • খ. বাঁধন হারা
  • গ. রিক্তের বেদন
  • ঘ. ঝিলিমিলি

উত্তরঃ ঝিলিমিলি

বিস্তারিত

100. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি?

  • ক. ১৩৮১ বঙ্গাব্দ
  • খ. ১৩৮২ বঙ্গাব্দ
  • গ. ১৩৮৩ বঙ্গাব্দ
  • ঘ. ১৩৮৪ বঙ্গাব্দ

উত্তরঃ ১৩৮৩ বঙ্গাব্দ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects