বাংলা বিবিধ

201. 'তুমি সুন্দর, তাই চেয়ে থাকি' -গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ডি এল রায়
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

202. 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'- আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. মাহবুব-উল-আলম চোধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

203. লালনশাহের আখড়া কোথায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. রাজশাহী
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

204. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?

  • ক. প্রথম ১০টি চরণ
  • খ. শেষ ১২টি চরণ
  • গ. প্রথম ১২টি চরণ
  • ঘ. শেষ ১০টি চরণ

উত্তরঃ প্রথম ১০টি চরণ

বিস্তারিত

205. উৎসব ও অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

  • ক. ৯ চরণ
  • খ. ৬ চরণ
  • গ. ৮ চরণ
  • ঘ. ৪ চরণ

উত্তরঃ ৪ চরণ

বিস্তারিত

206. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" রচনাটি?

  • ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
  • খ. আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান
  • গ. আল মাহমুদের একটি কবিতা
  • ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান

উত্তরঃ আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান

বিস্তারিত

207. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?

  • ক. শহুরে গানের প্রভাব
  • খ. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
  • গ. নজরুল সঙ্গীতের প্রভাব
  • ঘ. বিদেশী গানের আবেদন

উত্তরঃ শহুরে গানের প্রভাব

বিস্তারিত

208. উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে?

  • ক. পাগলা কানাই
  • খ. হাসন রাজা
  • গ. আব্বাস উদ্দীন
  • ঘ. লালন শাহ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

209. লোকে বলে হে বলে রে ঘরবাড়ি ভালা না আমার- গানটির রচয়িতা কে?

  • ক. লালন শাহ
  • খ. রবীন্দ্রনাথ
  • গ. হাছন রাজা
  • ঘ. আবদুল করিম

উত্তরঃ হাছন রাজা

বিস্তারিত

210. ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল
  • খ. রবীন্দ্রনাথ
  • গ. হাছন রাজা
  • ঘ. লালন শাহ

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

211. রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ-এই গানটির রচয়িতা কে?

  • ক. হাছন রাজা
  • খ. গোলাম মোস্তফা
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

212. ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা- গানটির রচয়িতা কে? কোন নাটকে এর ব্যবহার হয়েছে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর, সাজাহান
  • খ. কাজী নজরুল ইসলাম, স্বদেশ
  • গ. ডি এল রায়, সাজাহান
  • ঘ. অতুলপ্রসাদ সেন, বসুন্ধরা

উত্তরঃ ডি এল রায়, সাজাহান

বিস্তারিত

213. 'আমাদের সংগ্রাম চলবেই' গানটির রচয়িতা কে?

  • ক. নজরুল ইসলাম বাবু
  • খ. চাষী নজরুল ইসলাম
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

214. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা'- এর গীতিকার কে?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. গাজীউল হক

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

215. ইউনেস্কো বাংলার কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে?

  • ক. বাউল
  • খ. ভাটিয়ালী
  • গ. ভাওয়াইয়া
  • ঘ. গম্ভীরা

উত্তরঃ বাউল

বিস্তারিত

216. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  • ক. চট্টগ্রাম
  • খ. ঢাকা
  • গ. রাজশাহী
  • ঘ. সিলেট

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

217. 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?

  • ক. মান্না দে
  • খ. মোহাম্মদ রফি
  • গ. ভুপেন হাজারিকা
  • ঘ. কিশোর কুমার

উত্তরঃ মান্না দে

বিস্তারিত

218. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?

  • ক. আপেল মাহমুদ
  • খ. মোঃ মনিরুজ্জামান
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ মোঃ মনিরুজ্জামান

বিস্তারিত

219. 'জনতার সংগ্রাম চলবেই' গানটির গীতিকার কে?

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. গোবিন্দ হালদার
  • গ. আপেল মাহমুদ
  • ঘ. আনিসুল হক চৌধুরী

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

220. রাবেয়া খাতুন বাংলা একাডেমী পুরস্কার পান?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

221. উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?

  • ক. কর্ণফুলী
  • খ. যাপিত জীবন
  • গ. সংসপ্তক
  • ঘ. খোয়াবনামা

উত্তরঃ কর্ণফুলী

বিস্তারিত

222. সত্যেন সেনের জীবনী সাহিত্য কোনটি?

  • ক. মনোরমা মাসীমা
  • খ. মানব সভ্যতার উষালগ্নে
  • গ. অভিশপ্ত নগরী
  • ঘ. সাত নম্বর ওয়ার্ড

উত্তরঃ মনোরমা মাসীমা

বিস্তারিত

223. 'কুঁচবর কন্যা' বন্দে আলী মিয়া রচিত-

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. শিশুতোষ গ্রন্থ
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ শিশুতোষ গ্রন্থ

বিস্তারিত

224. ধাতু কয় প্রকার?

  • ক. দুই প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

225. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?

  • ক. সম্বোধন অংশকে
  • খ. ঠিকানা অংশকে
  • গ. মূল বিষয় অংশকে
  • ঘ. খামের উপরি অংশকে

উত্তরঃ মূল বিষয় অংশকে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects