বাংলা বিবিধ
201. 'তুমি সুন্দর, তাই চেয়ে থাকি' -গানটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ডি এল রায়
- ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
202. 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'- আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. জসীমউদ্দীন
- ঘ. মাহবুব-উল-আলম চোধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
204. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?
- ক. প্রথম ১০টি চরণ
- খ. শেষ ১২টি চরণ
- গ. প্রথম ১২টি চরণ
- ঘ. শেষ ১০টি চরণ
উত্তরঃ প্রথম ১০টি চরণ
205. উৎসব ও অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
- ক. ৯ চরণ
- খ. ৬ চরণ
- গ. ৮ চরণ
- ঘ. ৪ চরণ
উত্তরঃ ৪ চরণ
206. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" রচনাটি?
- ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
- খ. আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান
- গ. আল মাহমুদের একটি কবিতা
- ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান
উত্তরঃ আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান
207. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?
- ক. শহুরে গানের প্রভাব
- খ. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
- গ. নজরুল সঙ্গীতের প্রভাব
- ঘ. বিদেশী গানের আবেদন
উত্তরঃ শহুরে গানের প্রভাব
208. উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে?
- ক. পাগলা কানাই
- খ. হাসন রাজা
- গ. আব্বাস উদ্দীন
- ঘ. লালন শাহ
উত্তরঃ লালন শাহ
209. লোকে বলে হে বলে রে ঘরবাড়ি ভালা না আমার- গানটির রচয়িতা কে?
- ক. লালন শাহ
- খ. রবীন্দ্রনাথ
- গ. হাছন রাজা
- ঘ. আবদুল করিম
উত্তরঃ হাছন রাজা
210. ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল
- খ. রবীন্দ্রনাথ
- গ. হাছন রাজা
- ঘ. লালন শাহ
উত্তরঃ রবীন্দ্রনাথ
211. রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ-এই গানটির রচয়িতা কে?
- ক. হাছন রাজা
- খ. গোলাম মোস্তফা
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
212. ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা- গানটির রচয়িতা কে? কোন নাটকে এর ব্যবহার হয়েছে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর, সাজাহান
- খ. কাজী নজরুল ইসলাম, স্বদেশ
- গ. ডি এল রায়, সাজাহান
- ঘ. অতুলপ্রসাদ সেন, বসুন্ধরা
উত্তরঃ ডি এল রায়, সাজাহান
213. 'আমাদের সংগ্রাম চলবেই' গানটির রচয়িতা কে?
- ক. নজরুল ইসলাম বাবু
- খ. চাষী নজরুল ইসলাম
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ সিকান্দার আবু জাফর
214. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা'- এর গীতিকার কে?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. নজরুল ইসলাম বাবু
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. গাজীউল হক
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
215. ইউনেস্কো বাংলার কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে?
- ক. বাউল
- খ. ভাটিয়ালী
- গ. ভাওয়াইয়া
- ঘ. গম্ভীরা
উত্তরঃ বাউল
217. 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?
- ক. মান্না দে
- খ. মোহাম্মদ রফি
- গ. ভুপেন হাজারিকা
- ঘ. কিশোর কুমার
উত্তরঃ মান্না দে
218. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?
- ক. আপেল মাহমুদ
- খ. মোঃ মনিরুজ্জামান
- গ. খান আতাউর রহমান
- ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ মোঃ মনিরুজ্জামান
219. 'জনতার সংগ্রাম চলবেই' গানটির গীতিকার কে?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. গোবিন্দ হালদার
- গ. আপেল মাহমুদ
- ঘ. আনিসুল হক চৌধুরী
উত্তরঃ সিকান্দার আবু জাফর
221. উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- ক. কর্ণফুলী
- খ. যাপিত জীবন
- গ. সংসপ্তক
- ঘ. খোয়াবনামা
উত্তরঃ কর্ণফুলী
222. সত্যেন সেনের জীবনী সাহিত্য কোনটি?
- ক. মনোরমা মাসীমা
- খ. মানব সভ্যতার উষালগ্নে
- গ. অভিশপ্ত নগরী
- ঘ. সাত নম্বর ওয়ার্ড
উত্তরঃ মনোরমা মাসীমা
223. 'কুঁচবর কন্যা' বন্দে আলী মিয়া রচিত-
- ক. উপন্যাস
- খ. নাটক
- গ. শিশুতোষ গ্রন্থ
- ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ শিশুতোষ গ্রন্থ
225. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
- ক. সম্বোধন অংশকে
- খ. ঠিকানা অংশকে
- গ. মূল বিষয় অংশকে
- ঘ. খামের উপরি অংশকে
উত্তরঃ মূল বিষয় অংশকে