বাংলা বিবিধ
126. কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয়?
- ক. ১৯৮০ সালে যুক্তরাজ্যে
- খ. ১৯৮১ সালে যুক্তরাজ্যে
- গ. ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
- ঘ. ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
উত্তরঃ ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
127. পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগী রযেছে?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. বোৎসওনা
- গ. জিম্বাবুয়ে
- ঘ. সোয়াজিল্যান্ড
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
128. কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়েচিরস্মরণীয় নাম-
- ক. কাশাভুবু
- খ. প্যাট্টিস লুমুম্বা
- গ. শোম্বে
- ঘ. মবুতু
উত্তরঃ প্যাট্টিস লুমুম্বা
129. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দিক্ষণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
- ক. ডেনসি
- খ. ক্যাটারিনা
- গ. আইভান
- ঘ. রিটা
উত্তরঃ ক্যাটারিনা
130. প্রথম ক্লোন শিশু 'ইভা' এর জন্ম তারিখ কি?
- ক. নভেম্বর ২০, ২০০২
- খ. ডিসেম্বর ২৬, ২০০২
- গ. জানুয়ারি ৭, ২০০৩
- ঘ. মার্চ ২৩, ২০০৩
উত্তরঃ ডিসেম্বর ২৬, ২০০২
- ক. ১০ অক্টোবর, ২০০২
- খ. ১২ অক্টোবর, ২০০২
- গ. ১০ নভেম্বর, ২০০২
- ঘ. ১২ নভেম্বর, ২০০২
উত্তরঃ ১২ অক্টোবর, ২০০২
133. কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম বাচেঁ?
- ক. বাংলাদেশ
- খ. জাপান
- গ. সুইডেন
- ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ বাংলাদেশ
134. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
- ক. ভারতে
- খ. পাকিস্তানে
- গ. শ্রীলংকায়
- ঘ. বাংলাদেশে
উত্তরঃ পাকিস্তানে
135. ১৯৯০ সালের সমীক্ষা এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
- ক. ফিলিপাইন
- খ. জাপান
- গ. চীন
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
136. '৫০০ দিনের প্ল্যান' বলতে যে এ সময়ের মধ্যে--
- ক. 'ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
- খ. রুমানিয়াতে গনতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
- গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
- ঘ. পূর্ব জার্মানীতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
137. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা--
- ক. ৪০০০০০
- খ. ৪০০০০
- গ. ৪৪০০০
- ঘ. ৫৪০০০
উত্তরঃ ৪০০০০
138. সাউথ কমিশনের চেয়ারম্যান--
- ক. জেনারেল সুহার্তো
- খ. রবার্ট মুগাবে
- গ. জুলিয়াস নায়ারে
- ঘ. ফিডেল ক্যাস্ট্রো
উত্তরঃ জুলিয়াস নায়ারে
- ক. শ্বেতপদ্ম
- খ. গোলাপ
- গ. ক্রিসানথিয়াম
- ঘ. শাপলা
উত্তরঃ ক্রিসানথিয়াম
140. Rose is the National symbol of-/গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক?
- ক. UK
- খ. USA
- গ. Iran
- ঘ. France
উত্তরঃ UK
142. বাক্যে অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোকে কি বলে?
- ক. পদক্রম
- খ. পদ সংযোজন
- গ. পদ বিন্যাস
- ঘ. পদ পরিবর্তন
উত্তরঃ পদক্রম
143. প্যারীচাঁদ মিত্র লিখিত গ্রন্থ কোনটি?
- ক. আলালের ঘরের দুলাল
- খ. মদ খাওয়া বড় দায়
- গ. অভেদী
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
- ক. রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. উইলিয়াম কেরি
- ঘ. ভবানীচরণ
উত্তরঃ ভবানীচরণ
- ক. মহিলা কাব্য
- খ. রৈবতক
- গ. বৃত্তসংহার
- ঘ. ললিতা তথা মানস
উত্তরঃ বৃত্তসংহার
- ক. বিহারীলাল
- খ. হেমচন্দ্র
- গ. জয়দেব
- ঘ. নবীনচন্দ্র
উত্তরঃ বিহারীলাল
148. সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কাব্য কোনটি?
- ক. কুহু ও কেকা
- খ. হসন্তিকা
- গ. অভ্র ও আবীর
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
149. অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?
- ক. ক্ষীরের পুতুল
- খ. শকুন্তলা
- গ. খাতাঞ্জির খাতা
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
150. বিষ্ণু দে'র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- ক. চোরাবালি
- খ. উর্বশী ও আর্টেমিস
- গ. দিবানিশি
- ঘ. সাত ভাই চম্পা
উত্তরঃ উর্বশী ও আর্টেমিস