বাংলা বিবিধ
51. ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
- ক. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
- খ. সমাজ বিরোধী দল এখানে বেশ বড়
- গ. সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
- ঘ. কোনটিই না
উত্তরঃ সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
52. Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
- ক. অনুপ্রাণ বিজ্ঞান
- খ. অণুজীব বিজ্ঞান
- গ. জীবাণু বিজ্ঞান
- ঘ. কোনটিই না
উত্তরঃ অণুজীব বিজ্ঞান
53. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স নিম্নের কত বছর
- ক. ৪৫
- খ. ২৫
- গ. ৩৫
- ঘ. কোনটিই না
উত্তরঃ ২৫
54. ‘Anonymous’ -এর সঠিক বাংলা নিম্নের কোনটি?
- ক. অনামা
- খ. অজ্ঞাত
- গ. এলোমেলো
- ঘ. কোনটিই না
উত্তরঃ অজ্ঞাত
55. ‘He is out for your blood’-বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিম্নের কোনটি?
- ক. সে তোমার জন্যা রক্ত খুঁজছে
- খ. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
- গ. তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
- ঘ. কোনটিই না
উত্তরঃ তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
56. “On the question I must part company with you”-বাক্যটির বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
- ক. ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
- খ. ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে দেব
- গ. ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
- ঘ. কোনটিই না
উত্তরঃ ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
57. Amplitude- শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?
- ক. বিস্তৃত
- খ. বিস্তার
- গ. প্রসারিত
- ঘ. কোনটিই না
উত্তরঃ বিস্তার
58. Civil society-এর পরিভাষা নিম্নের কোনটি?
- ক. সভ্য সমাজ
- খ. সুশীল সমাজ
- গ. বেসামরিক সমাজ
- ঘ. কোনটিই না
উত্তরঃ সুশীল সমাজ
59. ‘সোননাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. সৈয়দ হামজা
- খ. আলাওল
- গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
- ঘ. মীর মোহাম্মদ সফী
উত্তরঃ শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
63. “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”- পঙ্ক্তিটি কার রচনা?
- ক. হাছন রাজা
- খ. লালন শাহ
- গ. পাগলা কানাই
- ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তরঃ লালন শাহ
65. 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. সুনীল গঙ্গোপাধ্যায়
- গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
66. 'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
- ক. কাজী এমদাদুল হক
- খ. মীর মশাররফ হোসেন
- গ. মোহাম্মদ নজিবর রহমান
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ মোহাম্মদ নজিবর রহমান
67. ‘ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’-গানটির গীতিকার কে?
- ক. অতুল প্রসাদ সেন
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. ডি এল রায়
উত্তরঃ ডি এল রায়
69. ‘দৃষ্টিপাত’-এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?
- ক. ভূদেব মুখোপাধ্যায়
- খ. বিনয় মুখোপাধ্যায়
- গ. আশুতোষ মুখোপাধ্যায়
- ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়
71. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
- ক. দুইটি
- খ. তিনটি
- গ. চারটি
- ঘ. পাঁচটি
উত্তরঃ পাঁচটি
72. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
- ক. পত্রগর্ভ
- খ. শিরোনাম
- গ. সম্ভাষণ
- ঘ. মূলবক্তব্য
উত্তরঃ শিরোনাম
73. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
- ক. গবেষনা পত্র
- খ. প্রতিবেদন
- গ. সার সংক্ষেপ
- ঘ. ভাব সম্প্রসারণ
উত্তরঃ ভাব সম্প্রসারণ
74. ‘রৈবতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
- ক. মধুসূদন দত্ত
- খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ নবীনচন্দ্র সেন
75. ভাব-সম্প্রসারণের তিনটি লক্ষণীয় অংশ কি কি
- ক. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও দৃষ্টান্ত
- খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও ভাবার্থ
- গ. আভিধানিক অর্থ, ব্যবহৃত অর্থ ও উপমা
- ঘ. মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব
উত্তরঃ মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব