বাংলা বিবিধ

26. ‘মরীচিকা’, ‘মরুশিখা’, ‘মরুমায়া’ -কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

বিস্তারিত

27. বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

  • ক. আলো ও ছায়া
  • খ. মাল্য ও নির্মাল্য
  • গ. অশোক সঙ্গীত
  • ঘ. কুসুমাঞ্জলী

উত্তরঃ আলো ও ছায়া

বিস্তারিত

28. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?

  • ক. গোবিন্দচন্দ্র দাস
  • খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

বিস্তারিত

29. ‘স্বপনপশারী, বিস্মরণী, স্বরগরল,’ -কার রচনা?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

30. ‘কুহু ও কেকা’, ‘বেনু ও বীণা’ প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

31. ‘মণিমঞ্জুষা’ কাব্যগ্রন্থটি কার রচনা?

  • ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • খ. যতীন্দ্রমোহন বাগচী
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

32. ‘ছন্দ চতুর্দশী’ কার সনেট সংকলন?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

33. কামিনী রায়ের জন্মস্থান কোথায়?

  • ক. সিলেট
  • খ. বাকেরগঞ্জ
  • গ. ফরিদপুর
  • ঘ. চাঁদপুর

উত্তরঃ বাকেরগঞ্জ

বিস্তারিত

34. আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর রচয়িতা-

  • ক. শামসুর রাহমান
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

35. ‘হাসির গল্পকার’ কাকে বলা হয়?

  • ক. শিবরাম চক্রবর্তী
  • খ. রাজশেখর বসু
  • গ. ভানু সিংহ
  • ঘ. গোপাল ভাড়

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

36. ‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?

  • ক. নূরুল মোমেন
  • খ. সানাউল হক
  • গ. ইব্রাহিম খলিল
  • ঘ. মোহাম্মদ জাফর ইকবাল

উত্তরঃ ইব্রাহিম খলিল

বিস্তারিত

37. বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?

  • ক. হুমায়ুন আহমেদ
  • খ. রশীদ করিম
  • গ. হুমায়ুন আজাদ
  • ঘ. আবদুল্লাহ আল-মুতি

উত্তরঃ আবদুল্লাহ আল-মুতি

বিস্তারিত

38. ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন মূলত কোন ধরনের প্রন্থ রচনা করেছেন?

  • ক. সমাজবিষয়ক
  • খ. বিজ্ঞানবিষয়ক
  • গ. রাজনীতিবিষয়ক
  • ঘ. ধর্মবিষয়ক

উত্তরঃ বিজ্ঞানবিষয়ক

বিস্তারিত

39. ড. এনামূল হকের ‘বুলগেরিয়া ভ্রমণ’ কোন জাতীয় গ্রন্থ?

  • ক. ভ্রমণবিষয়ক
  • খ. আত্মজীবনীমূলক
  • গ. উপন্যাস
  • ঘ. কাব্য

উত্তরঃ ভ্রমণবিষয়ক

বিস্তারিত

40. সানাউল হকের ‘বন্দর থেকে বন্দরে’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. আত্মজীবনীমূলক
  • খ. রম্য রচনা
  • গ. ভ্রমণকাহিনী
  • ঘ. উপন্যাস

উত্তরঃ ভ্রমণকাহিনী

বিস্তারিত

41. ‘রূপালী বাতাস সোনলী আকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ড. আশরাফ সিদ্দিকী
  • খ. জাহানারা ইমাম
  • গ. এম.আর.আখতার মুকুল
  • ঘ. সানাউল হক

উত্তরঃ এম.আর.আখতার মুকুল

বিস্তারিত

42. ‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ জাফর ইকবাল
  • খ. ইব্রাহীম খলিল
  • গ. ড. আবদুল্লাহ আল মুতী
  • ঘ. ড. মুহম্মদ এনামূল হক

উত্তরঃ ড. আবদুল্লাহ আল মুতী

বিস্তারিত

43. ‘সালাম সালাম হাজার সালাম’-গানটির গীতিকার কে?

  • ক. গোবিন্দ হালদার
  • খ. আবু জাফর শামসুদ্দীন
  • গ. আবুদল গাফফার চৌধুরীর
  • ঘ. গাজী মাজহারুল ইসলাম

উত্তরঃ গোবিন্দ হালদার

বিস্তারিত

44. গাড়ি চলে না, চলে না, নারে............ গানের গীতিকার কে?

  • ক. সঞ্জীব চৌধুরী
  • খ. বাপ্পা মজুমদার
  • গ. শাহ আব্দুল করিম
  • ঘ. দাশরথি রায়

উত্তরঃ শাহ আব্দুল করিম

বিস্তারিত

45. পাঁচের দশকে পূর্ববাংলার সাহিত্যিকদের মধ্যে কাকে বিষয়ভিত্তিক কবি বলা যায়?

  • ক. আবু জাফর ওবায়দুল্লাহ
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

46. ‘ডগলাস স্টুয়ার্ট’ কোন দেশের নাট্যকার?

  • ক. কানাডা
  • খ. ইটালি
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. জার্মানি

উত্তরঃ ইটালি

বিস্তারিত

47. ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত?

  • ক. ইংরেজি
  • খ. রুশ
  • গ. ফরাসি
  • ঘ. তুর্কি

উত্তরঃ রুশ

বিস্তারিত

48. ‘হাইকু’ কোন দেশের কবিতা?

  • ক. চীন
  • খ. কোরিয়া
  • গ. ইতালি
  • ঘ. জাপান

উত্তরঃ জাপান

বিস্তারিত

50. এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? -এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে?

  • ক. মোহসীন-উল মূলক
  • খ. হাজী মুহম্মদ মোহসীন
  • গ. কে. এম. মোহসীন
  • ঘ. মোহসীন শাস্ত্রপাণি

উত্তরঃ হাজী মুহম্মদ মোহসীন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects