পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক

26. 'ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' - দিয়ে শুরু সঙ্গীতের রচয়িতা কে?

  • ক. মানিক বন্দোপাধ্যায়
  • খ. শওকত আলী
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

27. 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটি কার?

  • ক. রবি ঠাকুরের
  • খ. টেকচাঁদ ঠাকুরের
  • গ. বিষ্ণু দেব
  • ঘ. সঞ্জীব চট্টোপাধ্যায়ের

উত্তরঃ সঞ্জীব চট্টোপাধ্যায়ের

বিস্তারিত

28. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।

  • ক. কাণ্ডারী হুঁশিয়ার
  • খ. খেয়াপারের তরনী
  • গ. সিন্ধুঃ প্রথম তরঙ্গ
  • ঘ. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ

উত্তরঃ খেয়াপারের তরনী

বিস্তারিত

29. 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'- উক্তিটি করেছেন--

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

30. 'অধর্মের মধুমায়া নিস্ফল ভূলি আনন্দে নাচিছে পুত্র; স্নেহমোহে ভূলি কেড়ে লও , ফেলে দাও , কাঁদাও তাহারে।' কবিতাংশের মূল কবিতা ও রচয়িতা--

  • ক. পরার্থে- কামিনী রায়
  • খ. সোমের প্রতি তারা- মাইকেল মধুসূদন দত্ত
  • গ. গান্ধারীর আবেদন- রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. রক্তাম্বরধারিণী মা- কাজী নজরুল ইসলাম

উত্তরঃ গান্ধারীর আবেদন- রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

31. 'জাতির পতাকা আজ খামচে ধেরেছে সেই পুরোনো শূকন' - স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুথানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এ পংক্তির বিক্ষুব্ধ কবির নাম?

  • ক. শামসুর রাহমান
  • খ. রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
  • গ. মহাদেব সাহা
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ

বিস্তারিত

32. 'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি'- অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তি রচিত হয়েছিল--

  • ক. '৬৯-এর গণভ্যূত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা
  • খ. '৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা
  • গ. '৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরী দ্বারা
  • ঘ. '৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা

উত্তরঃ '৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা

বিস্তারিত

34. নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? 'পৃথিবীত এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,'

  • ক. স্বাধীনতা তুমি
  • খ. গর্জে উঠো স্বাধীনতা
  • গ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
  • ঘ. গুড মর্নিং বাংলাদেশ

উত্তরঃ তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

বিস্তারিত

35. 'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. দীননাথ সেন
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

36. মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না- কার কথা?

  • ক. ঈশরচন্দ্র গুপ্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. শেক্সপীয়র
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

37. 'এক বার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি...... নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এই পৃথিবীতে কে কার?'- কার লেখা?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

39. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

  • ক. লুইপা
  • খ. কাহ্নপা
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

40. 'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম?

  • ক. কালীপ্রসন্ন সিংহ
  • খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • গ. সমরেশ বসু
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ

বিস্তারিত

41. বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে?

  • ক. কায়কোবাদ
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

42. রূপসী বাংলার কবি হিসাবে খ্যাতিমান--

  • ক. গোলাম মোস্তফা
  • খ. জসীমউদ্দীন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

43. 'কালকূট' নিম্নোক্ত একজনের ছদ্মনামঃ

  • ক. সমরেশ বসু
  • খ. ভরত চন্দ্র
  • গ. মুকুন্দলাল
  • ঘ. নবীনচন্দ্র সেন

উত্তরঃ সমরেশ বসু

বিস্তারিত

44. বাংলা গদ্যের জনক কে?

  • ক. অক্ষয়কুমার দত্ত
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

45. কোন কবি ছন্দের জাদুকর নামে অভিহিত?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

46. অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কার করেন কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. শামসুর রাহমান
  • গ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • ঘ. আসাদ চৌধুরী

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

47. 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---

  • ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • খ. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

বিস্তারিত

48. বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?

  • ক. রায়গুণাকর
  • খ. বিদ্বদ্বল্লভ
  • গ. মহামহোপাধ্যায়
  • ঘ. বিদ্যাবিনোদ

উত্তরঃ বিদ্বদ্বল্লভ

বিস্তারিত

49. কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?

  • ক. অজিত দত্ত
  • খ. অজিতকুমার গুহ
  • গ. অজিতকুমার চক্রবর্তী
  • ঘ. অতীশ দীপঙ্কর

উত্তরঃ অজিত দত্ত

বিস্তারিত

50. দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি?

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. বাহরাম খান
  • গ. দৌলত উজির
  • ঘ. দৌলত খান

উত্তরঃ বাহরাম খান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects