রবীন্দ্রনাথ ঠাকুর
101. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রহমান
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
102. 'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর'- কোন কবিতার চরণ?
- ক. হিং টিং ছট
- খ. প্রিয়তমাষু
- গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
- ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
উত্তরঃ নির্ঝরের স্বপ্নভঙ্গ
103. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
- ক. এজরা পাউন্ড
- খ. টি এস ইলিয়ট
- গ. ডবলিউ. বি. ইয়েটস
- ঘ. কীটস
উত্তরঃ ডবলিউ. বি. ইয়েটস
104. ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অমৃতলাল বসু
- গ. নবীনচন্দ্র সেন
- ঘ. মনোমোহন বসু
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
105. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. গোলাম মোস্তফা
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
106. ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. মমতাজ উদ্দিন আহমদ
- গ. ওবায়েদ উল হক
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
107. রবীন্দ্রনাথ ঠাকুরের 'উর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- ক. মানসী
- খ. চিত্রা
- গ. সোনারতরী
- ঘ. বলাকা
উত্তরঃ চিত্রা
108. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
- ক. রক্তকরবী
- খ. রানা প্রতাপসিংহ
- গ. নবযৌবন
- ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ রক্তকরবী
109. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
- ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- খ. মহেন্দ্র ও বিনোদিনী
- গ. সুরেশ ও অচলা
- ঘ. মধুসূদন ও কুমুদিনী
উত্তরঃ মহেন্দ্র ও বিনোদিনী
110. শেষের কবিতা কি? কে লেখেন? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. গল্প, কায়কোবাদ
- ঘ. প্রবন্ধ, নজরুল ইসলাম
উত্তরঃ উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
111. 'কালান্তর' শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
112. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
- ক. ২২ শে শ্রাবণ
- খ. ২৩ শে শ্রাবণ
- গ. ২৪ শে শ্রাবণ
- ঘ. ২৫ শে শ্রাবণ
উত্তরঃ ২২ শে শ্রাবণ
113. ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
- ক. কাব্যগ্রন্থ
- খ. গীতিকাব্য
- গ. কাব্যনাট্য
- ঘ. উপন্যাস
উত্তরঃ উপন্যাস
114. কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয়?
- ক. বৈকুন্ঠের খাতা
- খ. চিরকুমার সভা
- গ. শেষ রক্ষা
- ঘ. এর উপায় কি
উত্তরঃ এর উপায় কি
115. 'সেজুঁতি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. শামসুর রাহমান
- ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
116. রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি?
- ক. বউঠাকুরানীর হাট
- খ. নৌকাডুবি
- গ. করুণা
- ঘ. রাজর্ষি
উত্তরঃ বউঠাকুরানীর হাট
117. 'জীবিত ও মৃত' রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প?
- ক. প্রেমের
- খ. সামাজিক
- গ. অতিপ্রাকৃত
- ঘ. প্রাকৃত
উত্তরঃ অতিপ্রাকৃত
118. 'মহেন্দ্র' ও 'বিনোদিনী' নিচের কোন উপন্যাসের চরিত্র?
- ক. মৃণালিণী
- খ. চোখের বালি
- গ. পল্লীসমাজ
- ঘ. মানসী
উত্তরঃ চোখের বালি
119. নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ?
- ক. হৈমন্তী
- খ. ল্যাবরেটরী
- গ. ক্ষুধিত পাষাণ
- ঘ. সভ্যতার সংকট
উত্তরঃ সভ্যতার সংকট
120. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি?
- ক. সাহিত্যের পথে
- খ. কালান্তর
- গ. সাহিত্য
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই
121. 'চোখের বালি' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
- ক. ইতিহাস আশ্রয়ী
- খ. দ্বন্দ্বমূলক
- গ. রাজনৈতিক
- ঘ. সমস্যামূলক
উত্তরঃ দ্বন্দ্বমূলক
122. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয়?
- ক. বিসর্জন
- খ. মুকুট
- গ. মালিনী
- ঘ. যোগাযোগ
উত্তরঃ যোগাযোগ