বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য
101. বাংলাদেশে বর্তমান কতটি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক আছে ?
- ক. দুই
- খ. তিন
- গ. চার
- ঘ. পাঁচ
উত্তরঃ চার
102. কোনটি রাষ্ট্রয়াত্ত ব্যাংক নয় ?
- ক. সোনালী ব্যাংক
- খ. জনতা ব্যাংক
- গ. অগ্রণী ব্যাংক
- ঘ. উত্তরা ব্যাংক
উত্তরঃ উত্তরা ব্যাংক
103. নিচের কোন ব্যাংকটি সরকারী ও বেসরকারী যৌথ মালিকানাভূক্ত?
- ক. সোনালী ব্যাংক
- খ. রূপালী ব্যাংক
- গ. কৃষি ব্যাংক
- ঘ. শাহজালাল ব্যাংক
উত্তরঃ রূপালী ব্যাংক
104. বাংলাদেশের বর্তমান ব্যাংকগুলোর ভেতর কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ?
- ক. সোনালী ব্যাংক
- খ. জনতা ব্যাংক
- গ. আরব বাংলাদেশ ব্যাংক
- ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
105. কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ?
- ক. অগ্রণী ব্যাংক
- খ. সোনালী ব্যাংক
- গ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- ঘ. আরব বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- ক. Islamic Bank Bangladesh Ltd.
- খ. Rajshahi Krishi Unnayan Bank
- গ. Bangladesh commerce Bank Ltd.
- ঘ. Mutual Trust Bank Ltd.
উত্তরঃ Rajshahi Krishi Unnayan Bank
107. কোনটি বিদেশী ব্যাংক নয় ?(Which is not a foreign bank ?)
- ক. American Express Bank
- খ. Citi Bank NA
- গ. Standard Bank
- ঘ. State Bank of India
উত্তরঃ Standard Bank
108. নিচের কোনটি স্থানীয় ব্যাংক নয় ? (Of the following, which is not a local bank ?)
- ক. City Bank
- খ. Standard Bank
- গ. HSBC Bank
- ঘ. IFIC Bank
উত্তরঃ HSBC Bank
109. কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৪৭
- খ. ১৯৫৬
- গ. ১৯৬৯
- ঘ. ১৯৭৩
উত্তরঃ ১৯৭৩
110. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় ?
- ক. ১৯৮৫ সালে
- খ. ১৯৬৮ সালে
- গ. ১৯৭২ সালে
- ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৫ সালে
111. বাংলাদেশে কৃষি ঋণের প্রধান উৎস -
- ক. গ্রাম্য মহাজন
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. আত্নীয় স্বজন-বন্ধু বান্ধব
- ঘ. সমবায় ঋণদান সমিতি
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
112. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক. ১৯৯৫ সালে
- খ. ১৯৯৬ সালে
- গ. ১৯৯৮ সালে
- ঘ. ২০০১ সালে
উত্তরঃ ১৯৯৮ সালে
113. কর্মসংস্থান ব্যাংকের ঋণ দেয়ার উদ্দেশ্য -
- ক. আত্নকর্মসংস্থান সৃষ্টি করা
- খ. শিল্পে বিনিয়োগ করা
- গ. সমবায় আন্দোলন ত্বরান্বিত করা
- ঘ. বেকার সমস্যার সমাধান করা
উত্তরঃ আত্নকর্মসংস্থান সৃষ্টি করা
114. বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক কোনটি?
- ক. ন্যাশনাল ব্যাংক
- খ. আরব বাংলাদেশ ব্যাংক
- গ. আই.এফ.আই.সি ব্যাংক
- ঘ. দি সিটি ব্যাংক
উত্তরঃ আরব বাংলাদেশ ব্যাংক
- ক. Standard Chartered
- খ. Citi Bank NA
- গ. HSBC
- ঘ. Arab Bangladesh
উত্তরঃ Standard Chartered
- ক. 1987
- খ. 1983
- গ. 1985
- ঘ. 1984
উত্তরঃ 1983
- ক. Islamic Bank
- খ. National Bank
- গ. Al Arafa Bank
- ঘ. IFIC Bank
উত্তরঃ Islamic Bank
118. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
- ক. ১৯৭৬ সালে
- খ. ১৯৮১ সালে
- গ. ১৯৮৩ সালে
- ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ১৯৮৩ সালে
119. বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক -
- ক. আরব বাংলাদেশ ব্যাংক
- খ. ব্যাংক আল-ফালাহ লিঃ
- গ. এক্সিম ব্যাংক লিঃ
- ঘ. সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিঃ
উত্তরঃ আরব বাংলাদেশ ব্যাংক
120. বাংলাদেশে টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে - ('Tele Banking' was first introduced in Bangladesh by -)
- ক. National Bank
- খ. Standard Chartered Bank
- গ. Grindlays Bank
- ঘ. American Express Bank
উত্তরঃ Standard Chartered Bank
- ক. Sonali Bank
- খ. Agrani Bank
- গ. ANZ Grindlays
- ঘ. American Express Bank
উত্তরঃ ANZ Grindlays
122. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে -
- ক. বাংলাদেশ ব্যাংক
- খ. জনতা ব্যাংক
- গ. অগ্রণী ব্যাংক
- ঘ. ইসলামী ব্যাংক
উত্তরঃ জনতা ব্যাংক
123. বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে?
- ক. আরব বাংলাদেশ ব্যাংক
- খ. আই এফ আই সি ব্যাংক
- গ. চার্টাড ব্যাংক
- ঘ. পূবালী ব্যাংক
উত্তরঃ আই এফ আই সি ব্যাংক
124. Full name of IFIC Bank Ltd. is - (IFIC Bank ব্যাংকের পূর্ণনাম -)
- ক. International Fund for Industrial Credit Bank Ltd.
- খ. International Finance and Industrial Co-operative Bank Ltd.
- গ. International Finance Investment and Commerce Bank Ltd.
- ঘ. International Finance Industrial and Commerce Bank Ltd.
উত্তরঃ International Finance Investment and Commerce Bank Ltd.
125. HSBC ব্যাংকের প্রকৃত নাম -(What the name of HSBC bank ?)
- ক. Hong Kong Shanghai Banking Corporation
- খ. Hong Kong Shanghai Banking Company
- গ. Hong Kong Singapore Banking Corporation
- ঘ. Hong Kong Singapore Banking Company
উত্তরঃ Hong Kong Shanghai Banking Corporation